সোমবার আবার আলোচনায় বসেছেন ভারত ও চীনের লেফটানান্ট জেনারেল পর্যায়ের সেনা অফিসাররা। পূর্ব লাদাখে চীনের এলাকা চুশুলে এই বৈঠক হচ্ছে।
বিজ্ঞাপন
লাদাখের সংঘর্ষে তাঁদের কম্যান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে বলে স্বীকার করল চীন। সেনা সূত্র উদ্ধৃত করে এই খবর দিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার। এতদিন চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক লাদাখে চীনের তরফে হতাহতের কথা বললেও কোনও সংখ্যা জানাননি। চীনের থেকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই অবস্থায় চুশুলের আলোচনায় প্রথমবার চীন তাঁদের কম্যান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করল বলে দাবি করা হয়েছে।
লাদাখের সংঘর্ষে ভারতের বিহার রেজিমেন্টের কম্যান্ডং অফিসার কর্নেল সন্তোষ বাবু সহ ২০ জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৬ জন। তাঁরা সকলেই ভালো আছেন। কয়েক সপ্তাহের মধ্যে আবার কাজে যোগ দেবেন।
যেসব দেশের সবচেয়ে বেশি প্রতিবেশী
বাংলাদেশের প্রতিবেশী দেশ মাত্র দুটি৷ ভারত আর মিয়ানমার৷ কিন্তু ভারতকে ঘিরে রেখেছে মোট সাতটি দেশ৷ অবাক হলেন? সবচেয়ে বেশি দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করাদের তালিকায় কিন্তু ভারতও নেই৷ কারা আছে? দেখুন ছবিঘরে...
১১. জাম্বিয়া
আফ্রিকার এই দেশটিকে ঘিরে রেখেছে মোট ৮টি দেশ- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, অ্যাঙ্গোলা, মালাউই, মোজাম্বিক, তাঞ্জানিয়া, নামিবিয়া, জিম্বাবুয়ে এবং বৎসোয়ানা৷ সবচেয়ে বেশি প্রতিবেশী আছে এমন দেশগুলোর তালিকায় তারা আছে ১১ নম্বরে৷
জাম্বিয়া আর তুরস্কের মতো তাঞ্জানিয়ার প্রতিবেশী দেশও আটটি৷ সেই আটটি দেশ হলো কেনিয়া, বুরুন্ডি, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, জাম্বিয়া, মালাউই, মোজাম্বিক এবং রুয়ান্ডা৷
ছবি: DW/N. Quarmyne
৮. সার্বিয়া
ইউরোপের দেশ সার্বিয়াকেও ঘিরে রেখেছে আটটি দেশ- রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্ৎসেগোভেনিয়া, মেসিডোনিয়া, বুলগেরিয়া, কসভো এবং মন্টেনেগ্রো৷
ছবি: Reuters/M. Djurica
৭. অস্ট্রিয়া
জাম্বিয়া, তুরস্ক, তাঞ্জানিয়া এবং সার্বিয়ার মতো অস্ট্রিয়ার প্রতিবেশীও আটটি৷ সেই দেশগুলো হলো হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, লিশটেনস্টাইন এবং স্লোভেনিয়া৷
ছবি: Imago Images/Xinhua/Guo Chen
৬. ফ্রান্স
ইউরোপের এই দেশটিকে ঘিরে রেখেছে বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, স্পেন, অ্যান্ডোরা, লুক্সেমবুর্গ, মোনাকো এবং ব্রিটেন, অর্থাৎ মোট নয়টি দেশ৷
ছবি: Reuters/C. Platiau
৫. জার্মানি
ফ্রান্সের মতো জার্মানিকেও ঘিরে রেখেছে নয়টি দেশ৷ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির প্রতিবেশীরা হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, ডেনমার্ক ও লুক্সেমবুর্গ৷
ছবি: picture-alliance/NurPhoto/Y. Tang
৪. ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো
বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, সাউথ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো রিপাবলিক, অ্যাঙ্গোলা, জাম্বিয়া ও তাঞ্জানিয়া, অর্থাৎ নয়টি প্রতিবেশী দেশ নিয়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো আছে এই তালিকার চার নম্বরে৷
ছবি: AFP
৩. ব্রাজিল
ব্রাজিলের প্রতিবেশী দেশ ১০টি৷ দক্ষিণ অ্যামেরিকার এই দেশটিকে ঘিরে রাখা দেশগুলো হলো সুরিনাম, গিনি, ফ্রেঞ্চ গিনি, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা৷
ছবি: AFP/D. Ramalho
২. রাশিয়া
১৪ টি দেশ ঘিরে রেখেছে রাশিয়াকে৷ সেই দেশগুলো হলো ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, পোল্যান্ড, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া এবং নরওয়ে৷
ছবি: Reuters/S. Zhumatov
১. চীন
চীনের ২২ হাজার ১১৭ কিলোমিটারের সীমান্ত ঘেঁষে রয়েছে মোট ১৪টি দেশ৷ সেগুলো হলো ভারত, মঙ্গোলিয়া, কাজাখস্তান, উত্তর কোরিয়া, রাশিয়া, কির্ঘিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম৷
11 ছবি1 | 11
ভারত-চীনসেনার রক্তাক্ত সংঘর্ষের পর মেজর জেনারেল স্তরে বৈঠক হয়েছিল। দুই বার বৈঠকেও অচলাবস্থা কাটেনি। ফলে এ বার লেফটানান্ট জেনারেল পর্যায়ে আলোচনা হচ্ছে। গত ৬ জুন লেফটানান্ট পর্যায়ে শেষ বার আলোচনা হয়েছিল। সেখানে ঠিক হয়, দুই পক্ষই তাঁদের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে যাবে। কিন্তু তারপরেও সংঘর্ষ হয়েছে। সোমবারের বৈঠকে গালওয়ান উপত্যকা, প্যাংগং সো লেক, ফিঙ্গার পয়েন্ট এক থেকে আট সহ অনেক বিষয়ই আলোচনায় উঠতে পারে। গালওয়ানে দুই দেশের সেনার রক্তাক্ত সংঘর্ষের পর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে ভারত অবশ্য লাদাখে সেনা ও বিমান বাহিনীর উপস্থিতি আরও বাড়াচ্ছে। সূত্র জানাচ্ছে, কাশ্মীর থেকে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপির কয়েকটি ব্যাটেলিয়ান সরিয়ে লাদাখে নিয়ে যাওয়া হয়েছে। পির পাঞ্জাল ও আখনুর থেকেও মোতায়েন বাহিনীর একাংশ লাদাখে নেওয়া হতে পারে। শিখ রেজিমেন্টের ব্যাটেলিয়ানও লাদাখ পাঠানো হচ্ছে।
ভারতের হিসাব, চীন ১০ হাজারের মতো সেনা মোতায়েন করেছে লাদাখ সীমান্তে। ভারতও তাই কোনও ঝুঁকি না নিয়ে সেনা বাড়াচ্ছে। বিমান বাহিনীর যুদ্ধজাহাজও লে থেকে মাঝে মাঝে উড়ছে। এ সবই প্রস্তুতির অঙ্গ। সামরিক হেলিকপ্টারকেও লে থেকে উড়তে দেখা যাচ্ছে। আলোচনা চালাবার পাশাপাশি, ভারত নিজের প্রস্তুতির বার্তাও দিতে চাইছে।