1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনা ছত্রাক কি ক্যানসার সারাতে পারে?

৪ ফেব্রুয়ারি ২০১৯

ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে নানা রকম পদ্ধতি নিয়ে গবেষণা চলছে৷ চীনের চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত ছত্রাকের গুণাগুণ নিয়েও বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ প্রাথমিক ফলাফল ইতিবাচক হলেও আরও অনেক কাজ বাকি রয়েছে৷

Reishi Pilze oder glänzender Lackporling
ছবি: picture alliance/WILDLIFE

ছত্রাকের গুণাগুণ

চীনের নিজস্ব ঐতিহ্যবাহী চিকিৎসাশাস্ত্রে ওষুধ হিসেবে রেইশি, ফু লিং বা কর্ডিসেপ্স কাজে লাগানো হয়৷ এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তে শর্করার পরিমাণ কমায় বলে অনেকের বিশ্বাস৷ কয়েকটি উপকরণ এমনকি ক্যানসারের মোকাবিলা করতে পারে বলে আশা করা হচ্ছে৷

এখনো পর্যন্ত এমন ঔষধির কার্যকারিতা নিয়ে ইউরোপে কোনো গবেষণা হয়নি৷  ন্যাচারোপ্যাথির ডাক্তার হিসেবে ক্রিস্টিনা ব্যুলো-সারটোরি তা সত্ত্বেও এ সব উপকরণ নিয়েই কাজ করেন৷ তিনি বলেন, ‘‘চীনে বহুকাল ধরে, প্রায় ৫,০০০ বছর ধরে এই সব ঔষধি ছত্রাক প্রয়োগ করা হচ্ছে৷ বাস্তবে বেশ সাফল্যও পাওয়া গেছে৷''

ফ্রিডরিশ ভালখার প্রায় ৮ বছর ধরে ডাইরিয়ায় ভুগেছেন৷ বিশেষ করে সস বা ঝোল, মসলা অথবা মিষ্টি খেলেই তাঁর পেট খারাপ হতো৷ ফলে তিনি বাড়ির বাইরে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিলেন৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘যখনই বিবাহ অথবা অন্য কোনো অনুষ্ঠানে খাবার আমন্ত্রণ পেয়েছি, তখনই মনে ভয় জাগতো৷ মনে হতো, আবার শুরু হবে৷ আশা করতাম হবে না৷ ডায়ারিয়া কিছুতেই থামতো না৷ মনে হতো যেন জোলাপ খেয়েছি৷''

বাস্তবে ছত্রাকের প্রয়োগ

ন্যাচারোপ্যাথির ডাক্তার হিসেবে ক্রিস্টিনার মনে হয়েছিল, এই রোগীর অন্ত্রে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটিরিয়ার ঘাটতি রয়েছে৷ মলের নমুনা পরীক্ষা করে সে বিষয়ে নিশ্চিত হতে হবে৷ তবে আপাতত সমস্যা লাঘব করতে তিনি রোগীকে শুকনো ছত্রাকের গুঁড়ো খাবার নির্দেশ দিয়েছেন৷ ক্রিস্টিনা ব্যুলো-সারটোরি বলেন, ‘‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার সমাধানের ক্ষেত্রে হেরিসিয়াম কার্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছত্রাক৷ এটি জোরালোভাবে প্রদাহ মোকাবিলা করে এবং অন্ত্রের ঝিল্লি নতুন করে গড়ে তুলতে সাহায্য করে৷ একইসঙ্গে জরুরি বিষয় হলো, এই ছত্রাক শরীর-মনকে শান্ত করে৷''

ন্যাচারোপ্যাথির ডাক্তাররা  ওষুধ হিসেবে এমন ছত্রাকের কদর করলেও অনেক ডাক্তারের মধ্যে এ বিষয়ে গভীর সংশয় রয়েছে৷ জার্মানির রস্টক শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ হান্স লাম্পে হাতে গোনা ডাক্তারদের অন্যতম, যিনি কেমোথেরাপি সহ্য না করতে পারলে রোগীদের এই ছত্রাক দেন৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন থেরাপির মাঝে অথবা থেরাপি শেষ হলে আমরা আসলে এই ছত্রাক প্রয়োগের চেষ্টা করি৷ টিউমারের কার্যকলাপ দুর্বল না করেই বৃহত্তর অর্থে খাদ্যের মাধ্যমে শরীরকে স্থিতিশীল করতে চাই৷'' 

 ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে ভবিষ্যতে তিনি ছত্রাক থেকে নির্দিষ্ট পদার্থ আলাদা করে সেগুলি তাঁর রোগীদের টিউমারে প্রয়োগ করতে চান৷ কিন্তু সেই লক্ষ্যে গবেষণা এখনো প্রাথমিক স্তরে রয়েছে৷

আরও গবেষণার উদ্যোগ

মাইনৎস বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্ট টোমাস এফের্ট এই ক্ষেত্রেই গবেষণা চালাচ্ছেন৷ বিশেষ করে রেইশি, ফু লিং বা কর্ডিসেপ্স-এর মতো ছত্রাক থেকে তিনি নির্দিষ্ট পদার্থ বার করে তা থেকে অ্যাক্টিভ সাবস্টেন্স আলাদা করেন৷ প্রো. এফের্ট বলেন, ‘‘আমরা মূলত এই ক্যানসার-নিরোধক পদার্থের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি৷ তার নাম কর্ডিসেপিন৷ কর্ডিসেপ্স সিনেসিস-এর মধ্যে সেটি পাওয়া যায়৷ টিউমার কোষ খতম করতে এটি কাজে লাগানো যায়৷''

চীনা ছত্রাক কর্ডিসেপস সিনেসিস সম্ভবত লিউকেমিয়া,স্তনের ক্যানসারও প্রস্টেট ক্যানসার কোষের উপর ভালো কাজ করে৷ কমপক্ষে টেস্ট টিউবে তার ইঙ্গিত পাওয়া গেছে৷ প্রো. এফের্ট বলেন, ‘‘এই ফ্লুরেসেন্স মাইক্রোস্কোপের মাধ্যমে ব্লাড ক্যানসারের কোষের রেখার সবুজ রংয়ের সাইটোস্কেলেটন দেখা যাচ্ছে৷ গাছপালা বা কর্ডিসেপিনের মতো ছত্রাক থেকে প্রাকৃতিক পদার্থ এই কোষের রেখা –  অর্থাৎ এই লাল অংশের মধ্যে প্রবেশ করলে সাইটোস্কেলেটনের কাঠামো কীভাবে ভেঙে যায়, তা দেখা যায়৷ এই ছত্রাক ও অন্য অনেক প্রাকৃতিক পদার্থ টিউমার কোষ কেন মেরে ফেলতে পারে, এর মাধ্যমে তার ব্যাখ্যা পাওয়া যায়৷''

এখনো এই ছত্রাক থেকে বার করা অ্যাক্টিভ সাবস্টেন্স মানুষের হাতে আসেনি৷ কোন ছত্রাকের মধ্যে কী গুণ রয়েছে, তা জানতে আরও গবেষণার প্রয়োজন৷ সেল কালচার করে যে ফল পাওয়া গেছে, তা মানুষের উপর প্রয়োগ করা যায় কিনা, তাও এখনো স্পষ্ট নয়৷ তবে ছত্রাকের মধ্যে ঔষধি সম্পদ লুকিয়ে রয়েছে বলে ধরে নেওয়া যায়৷

বির্গিট আউগুস্টিন/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ