1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনা ছবিতে হলিউডের নায়ক ক্রিস্টিয়ান বেল

১৪ ডিসেম্বর ২০১১

ছবির নাম ‘দ্যা ফ্লাওয়ার্স অফ ওয়ার’৷ চীনা ছবি৷ সব নায়ক, নায়িকাই চীনা শুধু একজন হলিউড নায়ক রয়েছেন ছবিতে৷ এই প্রথম কোন চীনা ছবিতে মূল চরিত্রে দেখা গেল হলিউডের কোন তারকাকে৷

Christian Bale holds up his trophy for Best Performance by an Actor in a Supporting Role in a Motion Picture for his role in "The Fighter," during the Golden Globe Awards Sunday, Jan. 16, 2011, in Beverly Hills, Calif. (Foto:Mark J. Terrill/AP/dapd)
পুরস্কার হাতে ক্রিস্টিয়ান বেলছবি: dapd

ক্রিস্টিয়ান বেলকে সবাই চেনে ব্যাটম্যান হিসেবে৷ এর পাশাপাশি তিনি অভিনয় করেছেন টার্মিনেটরের চতুর্থ পর্বে৷ অনেক সিরিয়াস ধাঁচের ছবিতেও তাঁকে দেখা গেছে৷ তবে এবার ভিন্নধর্মী ছবি এবং ভিন্ন দেশের ছবিতে তাঁকে দেখা যাবে৷

১৯৩৭ সালের নানকিং হত্যাযজ্ঞের কাহিনী নিয়ে ছবি ‘ দ্যা ফ্লাওয়ার্স অফ ওয়ার'৷ ছবিতে ক্রিস্টিয়ান বেল একজন ধর্মযাজকের ভূমিকায় অভিনয় করেছেন৷ জাপানি সেনাদের এই হত্যাকাণ্ডের হাত থেকে তিনি ১৩জন পতিতাকে উদ্ধার করার চেষ্টা করেন৷ তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে দেখানো হয় যাতে করে তাদের জাপানি সেনাদের হাত থেকে রক্ষা করা যায়৷ ছবির পরিচালক ঝাং ইয়িমো৷

অস্কার ট্রফি হাতে সহকর্মীদের সাথে বেলছবি: dapd

নানকিং হত্যাযজ্ঞ পূর্ব এশিয়ার একটি কালো অধ্যায়৷ ইতিহাসবিদরা জানান, ১৯৩৭ সালের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞে জাপানি সেনাদের হাতে প্রায় দেড় লক্ষ চীনা নিহত হয়৷ চীন মনে করে, সংখ্যাটা দেড় লক্ষ নয় বরং তিন লক্ষ৷

ছবিতে অভিনয় প্রসঙ্গে বেল বলেন, যাদের সঙ্গে আমি অভিনয় করেছি তাদের দিনে দশ ঘন্টা করে কাঁদতে হতো৷ কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলতে হতো৷ তারপর শুরু হত অভিনয়৷ আমার দেখতে ভীষণ খারাপ লাগতো৷ কিন্তু কিছুই করার ছিল না৷ অভিনয় শেষ হতেই সবাই প্রাণ খুলে হা হা করে হাসছে৷ তখনই আমার মন ভালো হয়ে যেত৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ