1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন নভোচারী ফিরে এসেছে

২৯ জুন ২০১২

চীনের তিন নভোচারী শুক্রবার পৃথিবীতে ফিরে এসেছে৷ মহাকাশে সফলভাবে দুটি যানের মধ্যে ‘ম্যানুয়াল ডকিং’ সম্পন্ন করে ফিরেছেন তারা৷ চীনের জন্য এই সফলতা এবারই প্রথম৷

ছবি: Reuters

ফিরে আসা তিনজনের মধ্যে রয়েছেন সেদেশের প্রথম নারী নভোচারীও৷ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেদেশের উত্তরাঞ্চলের একটি দুর্গম এবং বালিপূর্ণ এলাকায় সফলভাবে অবতরণ করেন নভোচারীরা৷ গত ১৬ জুন যাত্রা করা মহাকাশযান ‘শেনঝু-৯'-এর রিটার্ন ক্যাপসুলে ফিরে আসেন নভোচারীরা, স্থানীয় সময় সকাল দশটায়৷ অবতরণের পর উদ্ধারকর্মীরা দ্রুত ক্যাপসুলটি ঘিরে ফেলে কিন্তু শুরুতে সেটি খুলতে বেগ পেতে হয়৷ ফলে নভোচারীদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি৷

চীনা নভোচারীরা মহাকাশে আগে থেকে অবস্থান করা ‘তিয়ানগং-১'-এর সঙ্গে তাদের বহনকারী ‘শেনঝু-৯'-এর ডকিং সম্পন্ন করেন সফলতার সঙ্গে৷ মহাকাশ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে এই কাজ খুবই গুরুত্বপূর্ণ৷ চীন ২০২০ সাল নাগাদ মহাকাশে নিজস্ব স্টেশন নির্মাণ করতে চায়৷

ছবি: Reuters

এর আগে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া গত শতাব্দির ষাটের দশকে এধরনের কাজে সফলতা প্রদর্শন করেছিল৷ কাজটি বেশ জটিল, কেননা মহাকাশযানগুলো নিজস্ব কক্ষপথে প্রতিনিয়তই কয়েক হাজার কিলোমিটার বেগে ঘুরছে৷ এমতাবস্থায় দুটি যানকে নিরাপদে কাছাকাছি নিয়ে আসা মোটেই সহজ নয়৷ এক্ষেত্রে সামান্য ভুল হলে ধ্বংস হতে পারে দুটি যানই৷

বলাবাহুল্য, এই নিয়ে মোট চারবার মহাকাশে মানুষ পাঠালো চীন৷ এবারকার চীনা দলে রয়েছেন জিং হাইপেং, লিউ ওয়াং এবং লিউ ইয়াং৷ এদের মধ্যে লিউ ওয়াং ম্যানুয়াল ডকিং'এর কাজটি করেছেন৷ জিং হাইপেং এই দলের নেতৃত্ব দিচ্ছেন৷ আর অপরজন লিউ ইয়াং হচ্ছেন ৩৩ বছর বয়সি চীনা নারী৷ চীনের ইতিহাসের প্রথম নারী হিসেবে তিনিই এবার মহাকাশে গিয়েছিলেন৷ ইয়াং'এর কাজ হচ্ছে নভোযানে নারীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে কী না সেটা পরীক্ষা করে দেখা৷

প্রসঙ্গত, ২০০৩ সালে চীন প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাতে সফল হয়৷ ২০০৮ সালও চীনের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর ছিল৷ কেননা সেসময় প্রথমবারের মতো চীনা এক নভোচারী সফলভাবে মহাকাশে হেঁটে বেড়ান৷

এআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ