1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনেও পৌঁছেছে জিকা ভাইরাস

১০ ফেব্রুয়ারি ২০১৬

চীনে জিকা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা চলছে বলে খবর৷ ৩৪ বছর বয়সি সেই ব্যক্তি ভেনেজুয়েলা সফরকালে জিকায় আক্রান্ত হন বলে জানিয়েছে দেশটি৷ এদিকে, বাংলাদেশ সরকার জিকা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷

Costa Rica Stechmücke Aedes Aegypti Zika Virus
ছবি: picture-alliance/dpa/J. Arguedas

চীনের জাতীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কমিশন বুধবার জানায়, চীনের গানজু শহরের এক ব্যক্তি গতমাসে জিকা ভাইরাস নিয়ে দক্ষিণ অ্যামেরিকা থেকে দেশে ফেরে৷ বর্তমানে চীনের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে এবং তাঁর চামড়ার উপরের ফুসকুড়িগুলোও ক্রমশ কমে আসছে৷

চীনের কর্তৃপক্ষের ধারণা, আক্রান্ত ব্যক্তির শরীর থেকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম৷ কেননা সেখানে এ মুহূর্তে প্রচণ্ড শীত এবং মশার তৎপরতাও নেই৷

প্রসঙ্গত, জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়৷ এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পহেলা ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে তাঁর অনাগত সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং মাথার আকার স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ছোট হতে পারে৷ জিকা প্রতিরোধের উপায় খুঁজতে বর্তমানে ব্যাপক গবেষণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

জিকা হলে শিশুদের মস্তিষ্কে যা হয়...

এদিকে, বাংলাদেশে কেউ জিকা ভাইরাসে আক্রান্ত হলে সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান৷ বাংলাদেশে অবশ্য এখনও পর্যন্ত কারো জিকা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি, যদিও মশার উৎপাত বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা৷

এআই/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ