1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে উত্তাপ

১ জুলাই ২০০৯

ইন্টারনেট নিয়ন্ত্রণের সর্বশেষ চীনা উদ্যোগ দেশ ও দেশের বাইরে তর্কের ঝড় তুলেছে৷ অবশ্য চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া মঙ্গলবার জানিয়েছে, বিতর্কিত ফিল্টার সফটওয়্যার গ্রিন ড্যাম স্থাপনের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে৷

ছবি: AP

জুলাই মাসের প্রথম দিন থেকে বিক্রিত পিসিতে সফটওয়্যারটি স্থাপন বাধ্যতামূলক করেছিল কমিউনিস্ট পার্টি শাসিত দেশটি৷

সরকার যদিও বলছে এ উদ্যোগ পর্নোগ্রাফি আটকানোর জন্য, তবে সমালোচকরা মনে করছেন ভিন্ন রাজনৈতিক মতের পথ রুদ্ধ করতে এটি একটি সরকারি ফন্দি৷ চীনে এমনিতেই অশ্লীল বলে পরিচিত ওয়েবসাইটগুলোর প্রবেশ নিয়ন্ত্রিত৷

সর্বশেষ উদ্যাগে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বাজারেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ উদ্যোগ বিলম্বিত করার ঘোষণার আগেই মার্কিন প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছিল তারা স্বল্প সময়ের নোটিশে এ নিয়ম মেনে চলতে পারবে না৷

চীনের সিলিকন ভ্যালি নামে পরিচিত উত্তর-পশ্চিম বেইজিংয়ের জংগুয়ানের ক্রেতা- বিক্রেতাদের এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই৷ এ জায়গার অদূরে অবস্থিত রেনমিন বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক মাও শওলং বার্তা সংস্থা এএফপিকে বলেন, গ্রিন ড্যাম পরিকল্পনা বিপণন নীতির পরিপন্থি৷ সরকার কোনোভাবেই বিশেষ একটি ব্র্যান্ডের সফটওয়্যার চাপিয়ে দিতে পারে না৷ তবে সরকারের এই নীতি খুচরো বিক্রতাদের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে করেন না তিনি৷

গ্রিন ড্যাম সফটওয়্যারটি অনলাইন বিষয়বস্তু নির্ণায়ক হিসেবে কাজ করবে৷এই সফটওয়্যারটি বেশ কয়েকটি সাইটে প্রবেশে বাধা দেবে৷ তবে কোন কোন সাইটে প্রবেশ আটকাবে সফটওয়্যারটি তা প্রকাশ করা হয়নি৷ এছাড়া নির্দ্দিষ্ট করে দেওয়া শব্দ ও ছবি সম্বলিত ওয়েবসাইটে প্রবেশও আটকাবে সফটওয়্যারটি৷

সমালোচকরা বলছেন, এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে৷ ছবি ও শব্দের ক্ষেত্রে হবেই ধরে নেওয়া যায়৷শুকরের ছবিকে নগ্ন মানব-মানবীর ছবি ধরে নিয়ে তাও আটকে দেওয়া হতে পারে৷

বিখ্যাত চীনা ব্লগার ইয়াং হেংজুয়ান এবং নামজাদা স্থপতি আই ওয়েইওয়েই এই সফটওয়্যার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন৷ দুজনেই এই সফটওয়্যার স্থাপনের পেছনে সরকারের হীন উদ্দেশ্য দেখছেন৷

টুইটারে একটি পোস্টে বার্ডস নেস্ট স্টেডিয়ামের স্থপতি ওয়েইওয়েই জুলাইয়ের এক তারিখ থেকে ইন্টারনেট ব্যবহার না করার জন্য চীনাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ চীনের প্রায় ৩০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে৷ প্রসঙ্গত, ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন৷

প্রতিবদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ