1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে জাহাজডুবি

২ জুন ২০১৫

সোমবার সন্ধ্যায় ‘ইস্টার্ন স্টার' জাহাজটি ঝড়ে মাঝনদীতে ডুবে যায়৷ জাহাজের সাড়ে চারশ’র বেশি আরোহীর অধিকাংশই ছিলেন বর্ষীয়সী চীনা পর্যটক৷ জনা বারো মানুষ সাঁতরে তীরে পৌঁছান৷

China Schiffsuntergang auf dem Jangtse-Fluss
ছবি: imago/Xinhua/Xiao Yijiu

সোমবার রাত্রেই পাঁচটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ পাঁচশ’ যাত্রী ধরবার মতো বড় জাহাজটি পূর্ব চীনের নানজিং শহর থেকে দক্ষিণ পশ্চিমের চংকিং শহর অভিমুখে যাচ্ছিল৷ চংকিং ইস্টার্ন শিপিং কর্পোরেশনের জাহাজটি সাধারণত টুরিস্টদের তথাকথিত ‘থ্রি গর্জেস' বা ‘তিন গিরিসংকট' এলাকার মনোরম প্রাকৃতিক দৃশ্য ঘুরিয়ে দেখায়৷ ছ'হাজার তিনশো কিলোমিটার লম্বা ইয়াংৎসে চীনের দীর্ঘতম নদী৷

এ যাত্রাতেও জাহাজে শাংহাই-এর একটি ট্র্যাভেল এজেন্সির ৪০৬ জন টুরিস্ট ছিলেন বলে প্রকাশ, যাদের বয়স ৫০ থেকে ৮০-র মধ্যে৷ এছাড়া পাঁচজন ট্র্যাভেল এজেন্সির কর্মী ও ৪৭ জন মাল্লা৷ জাহাজের ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার, দু'জনেই প্রাণে বেঁচেছেন৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে, জাহাজটি একটি ‘সাইক্লোনে', অর্থাৎ ঘূর্ণিঝড়ে মিনিট দু'য়েকের মধ্যে ডুবে যায়৷ এমনকি জাহাজ থেকে বিপদসংকেত পাঠানোরও সময় পাওয়া যায়নি৷

ছবি: Reuters

আড়াইশো ফুট লম্বা জাহাজটি ডোবে মধ্য চীনের হুবাই প্রদেশের জিয়ানলি এলাকায়৷ ডোবার পর জাহাজটি আরো তিন কিলোমিটার ভেসে গেছে, জলের ওপর জাহাজের তলাটা শুধু বেরিয়ে রয়েছে৷ জলের গভীরতা এখানে প্রায় ১৫ মিটার৷ টিভি ফুটেজে দেখা গেছে, ত্রাণকর্মীরা হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভিতরে জীবিতরা আটকা পড়ে রয়েছেন কিনা, তা জানার চেষ্টা করছেন৷ দৃশ্যত তারা জবাবে ভিতর থেকে আওয়াজও পেয়েছেন৷ এ'ভাবে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বলে জানিয়েছে হুবাই ডেইলি পত্রিকা৷

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং উদ্ধারকাজে সর্বসাধ্য প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন৷ প্রধানমন্ত্রী লি কেচিয়াং মঙ্গলবারেই অকুস্থলে পৌঁছেছেন৷ হুবাই ডেইলি'র খবর অনুযায়ী একশো জেলেনৌকা সহ মোট দেড়শো বোট এবং নৌকা ও তিন হাজারের বেশি মানুষ উদ্ধারকাজে সংশ্লিষ্ট৷ বিশজনের বেশি ডুবুরিকে পাঠানো হচ্ছে জাহাজের অভ্যন্তরে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য৷

এসি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ