1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারাদোনা

১৫ আগস্ট ২০১২

এবার সুদূর পুবের দিকে নজর দিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মারাদোনা৷ চীন সফরে গিয়ে জানালেন এই দেশেই তিনি কাজ করতে আগ্রহী৷

Diego Maradonaছবি: Reuters

চীনের ফুটবল সংস্থার বস ওয়েই দি'র সঙ্গে সাক্ষাৎ করতে আট দিনের সফরে চীনে গিয়েছেন ৫১ বছর বয়সী এই ‘ফুটবল গ্রেট'৷ তবে সফরটিকে ‘চ্যারিটি ট্রিপ' হিসেবে বলা হচ্ছে৷ চীনে পৌঁছনোর পর বেইজিং'এর এক সংবাদ সম্মেলনে মারাদোনা বললেন, ‘‘আমি চীনে কোচ হিসেবে কাজ করতে চাই৷ চীনের যুব ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই আমি৷''

চলতি বছরের শুরুতে অবশ্য জানা গিয়েছিল যে চীনের জাতীয় দলের কোচের পদটি পেতে আগ্রহী তিনি৷

চীনে গত কয়েক বছর ধরে ফুটবলের বড় বড় নামগুলোকে দেখা যাচ্ছে৷ মারাদোনা তাঁর সর্বশেষ সংস্করণ৷ চীনের সুপার লিগের দল শাংহাই শেনহুয়া দলের কোচ এখন সার্জিও বাতিস্তা, যিনি মারাদোনার পর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পান৷ ২০১০ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা ৪-০ গোলে হারার পর চাকরি খোয়ান মারাদোনা৷ এরপর বাতিস্তা সেই দায়িত্ব পেয়েছিলেন, তবে এখন তিনি চীনা ফুটবল দলকেই প্রশিক্ষণ দিচ্ছেন৷ তাঁর ক্লাব শাংহাই শেনহুয়াতে রয়েছেন চেলসির সাবেক দুই তারকা নিকোলাস অ্যানেল্কা আর দিদিয়ের দ্রগবা৷

চলতি বছরের শুরুতে অবশ্য জানা গিয়েছিল যে চীনের জাতীয় দলের কোচের পদটি পেতে আগ্রহী মারাদোনাছবি: dapd

এছাড়া চীনা লিগের আরেক বড় দল গুয়াংঝু তাদের কোচ হিসেবে ভিড়িয়েছে ২০০৬'এর বিশ্বকাপ জয়ী ইটালির কোচ মার্সেলো লিপ্পিকে৷ সুতরাং শুধু মারাদোনা কেন, ফুটবল সংশ্লিষ্ট সকলেরই এখন নজর চীনের দিকে৷ তবে মারাদোনা চাইলেই যে চীনে কাজ করতে পারবেন সেটি নিশ্চিত নয়৷ তার কারণ অবশ্য তিনি নিজেই৷ মারাদোনার ‘আনপ্রেডিক্টেবল' আচরণ দলের তো বটেই, বাকিদের জন্যও পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কিছুদিন আগেও আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল'এর কোচ ছিলেন তিনি৷ কিন্তু সেই ক্লাবটিও তাঁকে বরখাস্ত করেছে৷ সেখানেও মারাদোনা সমর্থকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন৷

শুরু হচ্ছে রেয়াল-বার্সা রেস

এদিকে, আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা৷ আর এতেও এবার যে বার্সা আর রেয়ালের শিরোপা জেতার দৌড় সবচেয়ে জোরদার থাকবে - তা বলাই বাহুল্য৷ টানা তিনবার বার্সেলোনার শিরোপা জয়ের পর, গতবার তার ছেদ ঘটাতে সক্ষম হয় জোসে মুরিনিয়োর রেয়াল মাদ্রিদ৷ তবে শিরোপা জেতার লড়াইয়ে এই দুটি দল বাকিদের চেয়ে ছিল অনেক এগিয়ে৷ তৃতীয় অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ার চেয়ে ৩৯ পয়েন্টে এগিয়েছিল রেয়াল মাদ্রিদ৷ আর বার্সা ছিল ৩০ পয়েন্টে এগিয়ে৷ গতবারের লা লিগায় রেকর্ড ১২১ গোলের পাশাপাশি ১০০ পয়েন্ট পার হয়ে শিরোপা নেয় মুরিনিয়োর দল৷ অন্যদিকে ন্যু ক্যাম্পে এবার নতুন যুগের সুচনা হতে যাচ্ছে৷ পেপ গুয়ার্দিওলার সাবেক সহকারী টিটো ভিলানোভার হাতে এবার মাঠে নামবে বার্সার ছেলেরা৷

আরআই / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ