1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারাদোনা

১৫ আগস্ট ২০১২

এবার সুদূর পুবের দিকে নজর দিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মারাদোনা৷ চীন সফরে গিয়ে জানালেন এই দেশেই তিনি কাজ করতে আগ্রহী৷

Diego Maradonaছবি: Reuters

চীনের ফুটবল সংস্থার বস ওয়েই দি'র সঙ্গে সাক্ষাৎ করতে আট দিনের সফরে চীনে গিয়েছেন ৫১ বছর বয়সী এই ‘ফুটবল গ্রেট'৷ তবে সফরটিকে ‘চ্যারিটি ট্রিপ' হিসেবে বলা হচ্ছে৷ চীনে পৌঁছনোর পর বেইজিং'এর এক সংবাদ সম্মেলনে মারাদোনা বললেন, ‘‘আমি চীনে কোচ হিসেবে কাজ করতে চাই৷ চীনের যুব ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই আমি৷''

চলতি বছরের শুরুতে অবশ্য জানা গিয়েছিল যে চীনের জাতীয় দলের কোচের পদটি পেতে আগ্রহী তিনি৷

চীনে গত কয়েক বছর ধরে ফুটবলের বড় বড় নামগুলোকে দেখা যাচ্ছে৷ মারাদোনা তাঁর সর্বশেষ সংস্করণ৷ চীনের সুপার লিগের দল শাংহাই শেনহুয়া দলের কোচ এখন সার্জিও বাতিস্তা, যিনি মারাদোনার পর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পান৷ ২০১০ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা ৪-০ গোলে হারার পর চাকরি খোয়ান মারাদোনা৷ এরপর বাতিস্তা সেই দায়িত্ব পেয়েছিলেন, তবে এখন তিনি চীনা ফুটবল দলকেই প্রশিক্ষণ দিচ্ছেন৷ তাঁর ক্লাব শাংহাই শেনহুয়াতে রয়েছেন চেলসির সাবেক দুই তারকা নিকোলাস অ্যানেল্কা আর দিদিয়ের দ্রগবা৷

চলতি বছরের শুরুতে অবশ্য জানা গিয়েছিল যে চীনের জাতীয় দলের কোচের পদটি পেতে আগ্রহী মারাদোনাছবি: dapd

এছাড়া চীনা লিগের আরেক বড় দল গুয়াংঝু তাদের কোচ হিসেবে ভিড়িয়েছে ২০০৬'এর বিশ্বকাপ জয়ী ইটালির কোচ মার্সেলো লিপ্পিকে৷ সুতরাং শুধু মারাদোনা কেন, ফুটবল সংশ্লিষ্ট সকলেরই এখন নজর চীনের দিকে৷ তবে মারাদোনা চাইলেই যে চীনে কাজ করতে পারবেন সেটি নিশ্চিত নয়৷ তার কারণ অবশ্য তিনি নিজেই৷ মারাদোনার ‘আনপ্রেডিক্টেবল' আচরণ দলের তো বটেই, বাকিদের জন্যও পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কিছুদিন আগেও আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল'এর কোচ ছিলেন তিনি৷ কিন্তু সেই ক্লাবটিও তাঁকে বরখাস্ত করেছে৷ সেখানেও মারাদোনা সমর্থকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন৷

শুরু হচ্ছে রেয়াল-বার্সা রেস

এদিকে, আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা৷ আর এতেও এবার যে বার্সা আর রেয়ালের শিরোপা জেতার দৌড় সবচেয়ে জোরদার থাকবে - তা বলাই বাহুল্য৷ টানা তিনবার বার্সেলোনার শিরোপা জয়ের পর, গতবার তার ছেদ ঘটাতে সক্ষম হয় জোসে মুরিনিয়োর রেয়াল মাদ্রিদ৷ তবে শিরোপা জেতার লড়াইয়ে এই দুটি দল বাকিদের চেয়ে ছিল অনেক এগিয়ে৷ তৃতীয় অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ার চেয়ে ৩৯ পয়েন্টে এগিয়েছিল রেয়াল মাদ্রিদ৷ আর বার্সা ছিল ৩০ পয়েন্টে এগিয়ে৷ গতবারের লা লিগায় রেকর্ড ১২১ গোলের পাশাপাশি ১০০ পয়েন্ট পার হয়ে শিরোপা নেয় মুরিনিয়োর দল৷ অন্যদিকে ন্যু ক্যাম্পে এবার নতুন যুগের সুচনা হতে যাচ্ছে৷ পেপ গুয়ার্দিওলার সাবেক সহকারী টিটো ভিলানোভার হাতে এবার মাঠে নামবে বার্সার ছেলেরা৷

আরআই / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ