1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নব্য মধ্যবিত্তদের যত সমস্যা

২৭ মে ২০১৩

চীনের অর্থনৈতিক উন্নয়নের কথা সবার জানা৷ গত কয়েক বছরের সাফল্যে দেশটির জনগণের একটা অংশের আয়ও বেড়েছে৷ তাই বলে তারা যে সমস্যা থেকে মুক্তি পেয়েছে তা নয়৷ শুধু সমস্যার ধরণে কিছুটা পরিবর্তন এসেছে৷

Three generations of a family, baby, mother and grandmother walk together on a street in Beijing 04 January 2005. The population in China, the worlds most populous nation, will officially hit 1.3 billion this week according to state-run Xinhua news citing government figures. AFP PHOTO/Peter PARKS (Photo credit should read PETER PARKS/AFP/Getty Images)
ছবি: PETER PARKS/AFP/Getty Images

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডি'র হিসেবে চীনের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ এখন মধ্যবিত্তের পর্যায়ে পড়ে৷ ২০২০ সালের মধ্যে সেটা বেড়ে ৪০ শতাংশ হতে পারে বলেও জানাচ্ছে সংস্থাটি৷

এই মধ্যবিত্ত সমাজের সদস্যদের মৌলিক চাহিদার অভাব না থাকলেও রয়েছে অন্য সমস্যা৷ যেমন শহরের বায়ু দূষণ, সন্তানের জন্য ভাল শিক্ষার ব্যবস্থা, ভেজালমুক্ত খাবার এসব৷

একটি পরিবারের উদাহরণ দিলে বিষয়টা হয়তো আরেকটু পরিষ্কার হবে৷ ৪২ বছরের লি না স্বামী ৪৮ বছরের চি শুব ও মেয়ে ১১ বছরের ন্যান্সিকে নিয়ে থাকেন বেইজিং এর উপকণ্ঠে, নিজেদের কেনা ফ্ল্যাটে৷

বেইজিং এর বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় তারা চিন্তিতছবি: AP

লি না বলছেন, তিনি ও তাঁর স্বামী জীবনের অর্ধেকটা সময় ব্যয় করেছেন নিজেদের একটি ফ্ল্যাটের স্বপ্ন পূরণে৷ আজ থেকে ২০ বছর আগে তিনি শ্যানডং প্রদেশ থেকে এসেছেন বেইজিং এ৷ সে সময় তিনি আরেকজনের সঙ্গে মিলে বাসা ভাড়া করতে থাকতেন৷ এখন তিনি একটি চিড়িয়াখানায় খাদ্য সরবরাহের কাজ করেন৷ আর তাঁর স্বামী সরকারি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করেন৷

বর্তমানে তাদের আর্থিক অবস্থা এমন যে, নিজেদের ফ্ল্যাট ছাড়াও রয়েছে দুটি গাড়ি, রয়েছে রাঁধুনি৷ আর প্রতি বছর ছুটি কাটাতে যান জাপান, কোরিয়া বা অ্যামেরিকায়৷

কিন্তু তাই বলে যে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছেন তা নয়৷ এই যেমন বেইজিং এর বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় তারা চিন্তিত৷ এছাড়া মেয়ের জন্য ভালো স্কুলের ব্যবস্থা করা নিয়েও ভাবনায় রয়েছেন তাঁরা৷ কেননা ভালো স্কুলগুলোতে আজকাল প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে৷ তাই সেখানে সুযোগ পাওয়াটা কঠিন৷ তবে বিকল্প হিসেবে কেউ যদি বড় অংকের আর্থিক অনুদান দিতে পারে তাহলে আবার প্রতিযোগিতা ছাড়াই ভালো স্কুলে পড়ার সুযোগ পাওয়া যায়৷ তাই বাধ্য হয়ে অনেক বাবা-মাকে এই বাড়তি টাকাটা জোগাড়ের ব্যবস্থা করতে হচ্ছে৷

এর বাইরে রয়েছে ভেজালমুক্ত খাবারের সমস্যা৷ এজন্য সবাই মিলে বাইরে একসঙ্গে খেতে যাওয়ার সাহস করছে না লি না পরিবার৷ কেননা পয়োনালিতে পড়ে থাকা তেল তুলে এনে সেটা নতুন বলে বিক্রি করা, ভেড়ার মাংসের আড়ালে ইঁদুরের মাংস বিক্রি – এমন সব ঘটনা ঘটে গেছে সম্প্রতি৷ যা চিন্তায় ফেলে দিয়েছে লি না'কে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ