১৫ বছর আগে বিশ্বনবি হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিদ্রুপাত্মক ছবি প্রকাশ করেছিল তারা৷ ডেনমার্কের সেই পত্রিকায় এবার ছাপা হয়েছে করোনা ভাইরাসে ভরা চীনের পতাকা৷
বিজ্ঞাপন
ডেনমার্কের জাইলান্ডস-পস্টেন পত্রিকায় মহানবি মোহাম্মদ (সা.)-এর বিদ্রুপাত্মক ছবি ছাপা হয়েছিল ২০০৫ সালে৷ প্রতিবাদের ঝড় উঠেছিল তখন বিশ্বের নানা দেশে৷
সোমবার সেই পত্রিকাতেই ছাপা হয়েছে করোনা ভাইরাস নিয়ে একটি ছবি৷ এবারের ছবি নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ ছবিটির কারণে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে চীন৷ ডেনমার্কে চীনের রাষ্ট্রদূত বলেছেন, চীনের পতাকায় যে পাঁচটি তারা রয়েছে সেগুলোতে করোনা ভাইরাস এঁকে দিয়ে সৌজন্যবোধ এবং মত প্রকাশের স্বাধীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে৷ এ কারণে শিল্পী নিলস বো বোয়েসেন এবং জায়লান্ডস-পস্টেন পত্রিকাকে ক্ষমা চাইতেও বলেছেন তিনি৷
করোনা ভাইরাস কী, কীভাবে ছড়ায়?
বেশ কয়েকটি দেশ থেকেই করোনা ভাইরাস আক্রান্তের খবর এসেছে৷ এ ভাইরাসটি আসলে কী এবং কীভাবে ছড়ায় দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
কি ধরনের ভাইরাস এটি?
করোনা ভাইরাস এক ধরনের ভাইরাস যার কারণে শ্বাসকষ্টসহ, ঠান্ডাজনিত নানা ধরনের শারিরীক সমস্যা দেখা দেয়৷ মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্স এবং সিভিয়ার একুউট রেসপাইরেটরি সিন্ড্রম বা সার্সও করোনা ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত৷
ছবি: imago/Science Photo Library
কখন ধরা পড়ে
প্রথমে চীনে ২০০২ সালে বিড়াল থেকে মানবশরীরে এ ভাইরাস (সার্স) সংক্রমণের কথা জানা যায়৷ পরে ২০১২ সালে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের উটের শরীর থেকে মানবদেহে এ ধরনের ভাইরাসের (মার্স) সংক্রমণের বিষয়টিও ধরা পড়ে৷ বর্তমানে চীনে এটি নতুন রূপে দেখা দিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/C. Gateau
লক্ষণ কী?
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত যে লক্ষণগুলো ধরা পড়ে তা হলো শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিকাশি৷ পাশাপাশি নিউমোনিয়া, কিডনিতে সমস্যাসহ নানা ধরনের জটিলতা তৈরি হয়৷
ছবি: Reuters/M. Pollard
মানুষ থেকে মানুষে কি সংক্রমিত হয়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে৷
ছবি: picture-alliance/newscom/UPI PHoto/S. Shaver
চিকিৎসা কী?
রোগটি একেবারেই নতুন হওয়ায় এখনও এর ভ্যাকসিন আবিষ্কার হয়নি৷ তবে এ ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট শারীরিক সমস্যায় সাধারণ চিকিৎসাই প্রদান করা হয়ে থাকে৷ সবচেয়ে জরুরি হলো রোগীর জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা৷
ছবি: Reuters
কীভাবে নিজেকে রক্ষা করবেন?
এই ভাইরাস থেকে দূরে থাকতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, হাত পরিস্কার রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিরাপদ খাবারের উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: AFP/M. Ralston
কীভাবে নিরাপদ থাকবেন স্বাস্থ্যকর্মীরা?
রোগীর সেবায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীরা একটু বেশি ঝুঁকিতে থাকেন৷ আর তাই তাদেরকে যথাযথভাবে সংক্রমণনিরোধী বিষয়গুলো মেনে চলতে হবে৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
সরকারের করণীয় কি?
এ রোগের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারকে নজরদারি বাড়ানোর কথা বলছে৷ এ ধরনের ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া মাত্র তাদেরকে জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে সংস্থাটি৷
8 ছবি1 | 8
তবে ডেনিশ পত্রিকার এডিটর-ইন চিফ ইয়াকব নাইব্রো-র দাবি, করোনা ভাইরাসে এ পর্যন্ত ১০৬ জন মারা গেছে, এমন একটি বিষয়কে নিয়ে মজা করার উদ্দেশ্যে ছবিটি আঁকা বা প্রকাশ করা হয়নি৷ ‘‘ভুল মনে করি না এমন কাজের জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারি না'' বলে চীনের রাষ্ট্রদূতের আহ্বান প্রত্যাখ্যানও করেছেন তিনি৷
এদিকে চীনের পতাকায় করোনা ভাইরাস বসানো ছবি প্রকাশকে সমর্থন করেছেন ডেনমার্কের কনজারভেটিভ পার্টির নেতা সোরেন পেপ পাউলসেন৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘‘জায়লান্ডস-পস্টেনের প্রতি পূর্ণ সমর্থন৷''
করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার উপায়
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ এ থেকে নিজেকে রক্ষার কিছু উপায়ের কথা থাকছে ছবিঘরে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের ভিত্তিতে পরামর্শগুলো দেয়া হলো৷
ছবি: Getty Images/X. Chu
কিছু না থাকার চেয়ে ভালো
ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো অন্তত কিছু জীবাণু মুখ কিংবা নাকে যাওয়া ঠেকাতে পারে৷ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাস্ক পরা থাকলে মানুষের হাত যখন-তখন মুখ বা নাকে যায় না৷ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন মাস্ক অন্যদের আক্রমণ থেকে বাঁচাবে৷
ছবি: Getty Images/Stringer
হাত ধোয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে কিন্তু মাস্ক পরার কথা নেই৷ তাদের এক নম্বর পরামর্শটি হচ্ছে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া৷ সবচেয়ে ভালো হয় অ্যালকোহলসমৃদ্ধ তরল ব্যবহার করা, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa/S. Pilick
সাবান, পানি হলেও চলবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পানি ও সাবান দিয়ে হাত ধুলেও চলবে৷ তবে নিশ্চিত করতে হবে যেন পুরো হাত ভালোভাবে ধোয়া হয়৷
ছবি: picture alliance/dpa/C. Klose
সঠিকভাবে হাঁচি-কাশি দেয়া
ছবিটি ভালোভাবে খেয়াল করুন৷ হাঁচি-কাশি দেয়ার সময় ঠিক এভাবে মুখ আর নাক ঢাকতে হবে৷ তবে টিস্যুও ব্যবহার করতে পারেন৷ সেক্ষেত্রে ব্যবহারের পর টিস্যুটি দূরে ফেলে দিয়ে হাত ভালোভাবে ধুতে হবে৷ তেমনিভাবে শার্ট আর সোয়েটারটিও ধুয়ে ফেলতে হবে৷
ছবি: Fotolia/Brenda Carson
দূরে থাকুন!
এই পরামর্শটি সবার জন্য কার্যকর নাও হতে পারে৷ সেটি হচ্ছে, যার জ্বর ও কাশি আছে তার কাছ থেকে দূরে থাকুন৷ আপনার যদি অসুস্থ মানুষের সেবা করতে হয় তাহলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিন৷
ছবি: picture alliance/empics
জ্বর হলে ডাক্তারের কাছে যান, ঘুরতে নয়!
জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে৷ যেখানে জনসমাগম বেশি সেসব জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন৷
ছবি: Reuters/P. Mikheyev
অর্ধসিদ্ধ নয়!
মাংস খুব ভালোভাবে রান্না করতে হবে৷ অর্ধসিদ্ধ হলে চলবে না৷ কাচা মাংস, দুধ কিংবা প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে নড়াচড়া করতে হবে যেন সেগুলো রান্না হয়নি এমন খাবারের সংস্পর্শে আসতে না পারে৷