1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসিয়ান-চীন উত্তেজনা

১ আগস্ট ২০১২

এশিয়ায় চীনের বেড়ে চলা আধিপত্য অনেক দেশের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ বিশেষ করে প্রাকৃতিক সম্পদে ভরা দক্ষিণ চীন সাগরের উপর চীনের দাবির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে৷

ছবি: Reuters

দক্ষিণ চীন সাগরের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান'এর দেশগুলির স্বার্থও জড়িয়ে রয়েছে৷ কিন্তু চীনের আধিপত্য ও তার মোকাবিলার প্রশ্নে তাদের মধ্যে ঐকমত্য নেই৷ ২০১৫ সালের মধ্যে আসিয়ান রাষ্ট্রজোট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মতো কাঠামো চালু করতে চায়৷ ফলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য সেই স্বপ্নের পথে বড় অন্তরায় হয়ে উঠতে পারে৷

আসিয়ান'এর মধ্যে একদিকে আছে সিঙ্গাপুরের মতো ধনী, সমৃদ্ধ দেশ৷ অন্যদিকে রয়েছে মিয়ানমারের মতো দরিদ্র দেশ৷ চীন মিয়ানমার সহ অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করে চলেছে৷ ফলে জোটের মধ্যে বেড়ে চলেছে চীনের প্রভাব প্রতিপত্তিও, যা কাজে লাগিয়ে চীন প্রয়োজনে আসিয়ান'এর যে কোনো সম্মিলিত সিদ্ধান্ত আটকে দেওয়ার ক্ষমতা রাখে৷ দক্ষিণ চীন সাগর নিয়ে বিতর্কের ক্ষেত্রে চীন এবার সেই জোর খাটাচ্ছে৷ তাছাড়া মিয়ানমার ও কাম্বোডিয়ার মতো দেশের উন্নয়নে চীন হাতেনাতে কাজ করছে৷ আসিয়ান'এর ভূমিকা সেখানে নগণ্য৷

দক্ষিণ চীন সাগরের সীমা নিয়ে একাধিক দেশের বিরোধ চলছেছবি: Reuters

আসিয়ান'এর মহাসচিব সুরিন পিটসুওয়ান অবশ্য দুটি বিষয় আলাদা রাখতে চান৷ চীনের অভিসন্ধি নিয়ে মতপার্থক্যের কারণে আসিয়ান'এর মধ্যে আরও সমন্বয়ের পরিকল্পনার পথে বাধা সৃষ্টি হোক, সেটা একেবারেই কাম্য নয়, বলেন তিনি৷ জাকার্তায় তিনি কূটনীতিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন৷ সম্প্রতি কাম্বোডিয়ায় আয়োজিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছিল৷ এর ফলে জোটের ইতিহাসে এই প্রথম কোনো যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হয় নি৷

ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক ও অর্থনৈতিক সংকটের জের ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোট বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে৷ তারাও চায়, ১০টি দেশের এই জোট ইউরোপীয় ইউনিয়নের মতো এক কাঠামো চালু করুক৷ সেক্ষেত্রে প্রায় ২ লক্ষ কোটি ডলার অঙ্কের যৌথ অর্থনৈতিক কাঠামোর মধ্যে বিনা শুল্কে পণ্য ও পরিষেবা চলাচল করতে পারবে৷ বিনিয়োগ ও কর্মী-শ্রমিকদের ক্ষেত্রেও যাতায়াতে কোনো বাধা থাকবে না৷

আসিয়ান'কে ইইউ'র ধাঁচে সাজাতে পারলে গোটা অঞ্চলের অর্থনীতি লাভবান হবে, এ নিয়ে কারো মনে কোনো সংশয় নেই৷ আসিয়ান নেতারাও সেটাই চান৷ কিন্তু বেশ কিছু রাজনৈতিক প্রশ্নে তাদের ঐক্যবদ্ধ অবস্থান দেখা যাচ্ছে না৷ এর মধ্যে রয়েছে কিছু দ্বিপাক্ষিক সমস্যাও৷ যেমন থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে৷ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে চলছে সাংস্কৃতিক বিরোধ৷ তাছাড়া খোদ দক্ষিণ চীন সাগরের উপর কর্তৃত্ব নিয়ে যে বিবাদ চলছে, তাতে চীন ও তাইওয়ান ছাড়াও আসিয়ান'এর ৪টি দেশ জড়িত৷

এসবি / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ