চীনের প্রেসিডেন্ট রাশিয়ায়, কিয়েভে জাপানের প্রধানমন্ত্রী
২২ মার্চ ২০২৩
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন মস্কোয়, তখন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিডা কিয়েভ গেলেন।
ছবি: Iori Sagisawa/AP/picture alliance
বিজ্ঞাপন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এশিয়ায় কতটা পড়েছে তা এই দুই প্রতিবেশী দেশের শীর্ষনেতাদের দুই প্রতিদ্বন্দ্বী দেশে সফর থেকেই স্পষ্ট।
শি যখন পুটিনকে তার বন্ধু ও অংশীদার বলছেন, রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি ও সমঝোতায় সই করছেন, তখন কিশিদা কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলছেন, ইউক্রেনের পুনর্গঠনে জাপান পাশে থাকবে।
কিশিডার এই সফর পূর্বঘোষিত ছিল না। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার যুদ্ধরত কোনো দেশে সফর করলেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি কিয়েভে নামার সামান্য আগে জানানো হয়, কিশিডা ইউক্রেন সফরে গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার কারণেই তারা এই ব্যবস্থা নিয়েছেন।
মস্কোয় শি জিনপিং এবং পুটিন। ছবি: Sputnik/Mikhail Tereshchenko/Pool via REUTERS
কিশিডা বুচায় গিয়েছেন। ইউক্রেনের এই শহরে রাশিয়ার সেনার হাতে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। কিশিদা তাদের স্মরণে ফুলমালা দিয়েছেন এবং বলেছেন, এই ঘটনায় তিনি যারপরনাই ক্ষুব্ধ।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মানুষ যে সাহসের সঙ্গে দেশকে বাঁচানোর জন্য লড়াই করছেন, জাপান তাকে সমর্থন করছে ও তাদের পাশে আছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফ্রন্টলাইনে
ডনবাস অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর অন্য কয়েকটি ইউক্রেনীয় শহর দখলে রাশিয়া নতুন করে আক্রমণ শুরু করেছে৷ অন্যদিকে ইউক্রেনও ডনবাস পুনরুদ্ধারে নতুন কৌশল গ্রহণ করেছে৷ ছবিঘরে থাকছে যুদ্ধের ফ্রন্টলাইনের কিছু ছবি৷
ছবি: Vyacheslav Madiyevskyy/REUTERS
বিনা যুদ্ধে নাহি দিবো...
খারকিভকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে রাশিয়া৷ তবে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি নিজেদের দখলে রাখতে মরিয়া ইউক্রেনও৷ খারকিভের ফ্রন্টলাইনে রুশ সৈন্যদের লক্ষ্য করে মর্টার নিক্ষেপ করতে দেখা যাচ্ছে এক ইউক্রেনীয় সৈন্যকে৷
ছবি: Vyacheslav Madiyevskyy/REUTERS
পর্যাপ্ত সরবরাহ কি আছে?
দিনের পর দিন রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহরে৷ অ্যামেরিকাসহ ন্যাটোর অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্র থেকে নিয়মিতই সরবরাহ হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ৷ তবে তা অব্যাহত না থাকলে রুশ সৈন্যদের ঠেকিয়ে রাখতে বেশ বেগ পেতে হবে ইউক্রেনকে৷ ছবিতে দেখা যাচ্ছে এক সৈন্য গাড়িতে রাখা মর্টার নিয়ে যাচ্ছেন রুশ সৈন্যদের ঠেকিয়ে রাখার অংশ হিসাবে৷
ছবি: Vyacheslav Madiyevskyy/REUTERS
বেসামরিক স্থাপনাও রক্ষা পাচ্ছে না
ছবিটি ইউক্রেনের মাইকোলাইভ শহরের৷ রাশিয়ার বোমা হামলায় একটি স্কুল ধ্বংস হয়েছে৷ তবে ইউক্রেনের সৈন্যরা এখনো শহরটি রাশিয়ার সৈন্যদের দখলে চলে যাওয়া থেকে ঠেকিয়ে রেখেছেন৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
মেরামত চলছে...
ইউক্রেনের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরে একটি ট্যাংকের ওপর এক ইউক্রেনীয় সৈন্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷ বোমার আঘাতে নষ্ট হওয়া ট্যাংক মেরামত করছেন তার সহকর্মী৷ রুশ সৈন্যরা খারকিভ দখলে নিলেও পরবর্তীতে ইউক্রেনের পালটা আক্রমণে দখল হারায় রাশিয়া৷ তবে এখনো এর দখল নিয়ে দুই পক্ষে ব্যাপক লড়াই চলছে৷
ছবি: Clodagh Kilcoyne/REUTERS
মুখোমুখি লড়াই
কৃষ্ণসাগরের তীরবর্তী মাইকোলাইভ অঞ্চলে লড়াই তীব্র হয়েছে৷ ইউক্রেনের সৈন্য মাইকোলা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন৷ অদূরে অবস্থান করছে রুশ সৈন্যরা৷ তাদের ঠেকিয়ে রাখতে একে-৪৭ হাতে পাহারা দিচ্ছেন মাইকোলা৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
মাতৃভূমি রক্ষার লড়াই
আরেক ইউক্রেনীয় সৈন্য ভালেরি একে-৪৭ হাতে পরিখার মধ্যে বসে রয়েছেন৷ তবে সতর্ক প্রহরার পাশাপাশি মাঝেমধ্যে অন্যদিকেও নজর থাকছে তাদের৷ ফ্রন্টলাইনেই এক কুকুরকে দেখে ভালেরির হৃদয় আর্দ্র হয়ে উঠেছে৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
পালটা আক্রমণ
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝাপোরিজঝিয়া রয়েছে রাশিয়ার দখলে৷ এর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের সরকার৷ শহরটি পুনর্দখলের জন্য লড়াই করছে ইউক্রেনের সৈন্যরা৷ ছবিতে দেখা যাচ্ছে এক ইউক্রেনীয় সৈন্যকে গাড়িতে মোতায়েন করা হাওয়িৎজার এফএইচ-৭০ প্রস্তুত করতে৷
ছবি: REUTERS
7 ছবি1 | 7
কিশিডা ইউক্রেন সফরে যান, সেটা তার দলও চাইছিল। সপ্তাহখানেক আগে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জাপানে শীর্ষবৈঠক করেছেন। এবার তিনি ইউক্রেন গেলেন। অ্যামেরিকাও তার এই সফরকে স্বাগত জানিয়েছে।