1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে নেই আইফোন ৬

১৫ সেপ্টেম্বর ২০১৪

অ্যাপলের আইফোন ৬ বাজারে ছাড়ার ঘোষণা ইতোমধ্যে গোটা বিশ্বে সাড়া জাগিয়েছে৷ এবার একই সঙ্গে দু’টি আকারের আইফোন বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি৷ আইফোন ৬' ও ‘আইফোন ৬' প্লাস৷ তবে চীনে এই ফোন এখনই বিক্রি হচ্ছে না৷

Fans warten sehnsüchtig auf das neue iPhone 6
আইফোনের জন্য অপেক্ষাছবি: picture-alliance/dpa/J.Taggart

অ্যাপল কোম্পানির ‘আইফোন ৬' কিংবা ‘আইফোন ৬' প্লাস এখন ইন্টারনেটে আগাম অর্ডার দেয়া যাচ্ছে৷ ফোনগুলো ক্রেতাদের হাতে পৌঁছাবে ১৯ সেপ্টেম্বর থেকে৷ তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অ্যাপল শুরুতে যে দশটি দেশ এবং অঞ্চলে আইফোন ৬ বিক্রি করছে তার মধ্যে চীন নেই৷ অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনই হচ্ছে অ্যাপলের সবচেয়ে বড় বাজার৷ এমনকি সর্বশেষ আইফোন ৫এস এবং আইফোন ৫সি সিরিজের ফোন বাজারে ছাড়ার সময় শুরুর তালিকাতেই ছিল চীন৷

ঠিক কি কারণে অ্যাপল এবার শুরুতে চীনকে বাদ দিয়ে গেলো তা জানা যায়নি৷ কবে নাগাদ ফোনটি চীনের বাজারে বিক্রি করা হবে, সেটাও অজানা৷ এই বিষয়ে বার্তাসংস্থা এএফপি-র তরফ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও বিশেষ কিছু জানা যায়নি৷ আর প্রতিষ্ঠানটির চীনা ভাষার ওয়েবসাইটে বৃহস্পতিবারও আইফোন ৫এস-এর বিজ্ঞাপন দেখা গেছে৷

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে অবশ্য গত কিছুদিন ধরেই অ্যাপলের নিরাপত্তা নিয়ে সমালোচনা হচ্ছিল৷ অ্যাপল তার ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারে বলে দাবি করে সেদেশের গণমাধ্যম৷ আর এটাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছে তারা৷ অ্যাপল অবশ্য এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তবে চীনের শিল্প এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইফোন ৬ বাজারে ছাড়ার অনুমোদন এখনো দেয়নি৷ আর এ কারণেই ফোনটি বিক্রির প্রাথমিক তালিকা থেকে অ্যাপল চীনকে বাদ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই৷

চীনে আপাতত বিক্রি হবে না আইফোন ৬ছবি: picture-alliance/dpa

এদিকে, চীনে সরাসরি আইফোন বিক্রি না হওয়ায় চোরাকারবারীদের পোয়াবারো৷ শুক্রবার হংকংয়ে ফোনের আগাম অর্ডার নেয়া শুরু হওয়ার দু'ঘণ্টার মধ্যেই সব আইফোন ৬ আগাম বিক্রি হয়ে গেছে৷ এসব ফোন চারগুণ বেশি দামে চীনে কালোবাজে বিক্রি করা হবে বলে ধারণা করা হচ্ছে৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ