ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ইউরোপে চীন বিনিয়োগ করতে পারবে না। সিদ্ধান্ত ইইউ-র বৈঠকে।
বিজ্ঞাপন
আলোচনা চলছিল। বৃহস্পতিবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল ইউরোপীয় ইউনিয়ন। ইইউ-র কর্মকর্তাদের উপর থেকে চীন নিষেধাজ্ঞা না তুললে চীনের সঙ্গে যে বিনিয়োগ চুক্তি হয়েছে, তা কার্যকর হবে না। চীনের বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হলো।
ইইউ-যুক্তরাজ্য ব্রেক্সিট বাণিজ্য চুক্তিতে যা আছে
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পথ যতটা সম্ভব মসৃণ করতে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য৷ চলুন দেখে নেয়া যাক চুক্তির চুম্বক অংশগুলো....
ছবি: Getty Images/AFP/G. Kirk
শূন্য শুল্ক
যুক্তরাজ্য ইইউর বাজার ছাড়ার পর পণ্যের শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা দেবে এই চুক্তি৷ এর ফলে ২০২১ সালের জানুয়ারিতেও দ্বিপাক্ষিক বাণিজ্য নির্বিঘ্নে চলবে, ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে৷ ওয়াইন, অর্গ্যানিকস, অটোমোটিভ ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোর জন্য কিছু বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে এ চুক্তিতে৷
ছবি: Aaron Chown/AFP/Getty Images
যাতায়াত
এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মধ্যে অবাধ যাতায়াত, চাকরি, লেখাপড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা বা বসবাস করার সুযোগের অবসান হলো৷তবে সর্বোচ্চ ৯০ দিনের জন্য ইইউভুক্ত দেশ এবং যুক্তরাজ্যে যাওয়া আসার জন্য ভিসা লাগবে না৷ এছাড়া ইইউ বা যুক্তরাষ্ট্রের কোনো বাসিন্দার যদি কোনো চাকরি, ব্যবসা বা অবসরভাতার মতো কোনো বিষয় কিংবা বাবা-মায়ের রেখে যাওয়া সম্পদ থাকে, সেগুলো তাদেরই থাকবে৷
ছবি: picture-alliance/empics/S. Parsons
বিমান চলাচল এবং নিরাপত্তাজনিত সহযোগিতা
যুক্তরাজ্যের যাত্রীবাহী বিমানগুলো ইউরোপীয় ইউনিয়নে আগের মতো মুক্তভাবে যাতায়াতের অধিকার হারাবে৷এখন থেকে দু পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিমানের নিরাপদ চলাচল, নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে৷
ছবি: Markus Mainka/picture alliance
ডাক্তার-ইঞ্জিনিয়ারদের স্বীকৃতির প্রশ্ন
ইইউ এবং যুক্তরাজ্যের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার এবং এমন আরো কিছু পেশাজীবী যে আগে অবাধ স্বীকৃতি পেতেন, সেই সুযোগ আর থাকবে না৷
ছবি: Maciek Musialek/NurPhoto/picture alliance
জ্বালানি সহযোগিতা
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীন জ্বালানি বাজার, ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি এবং ইইউর এমিশন ট্রেডিং সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন৷
ছবি: Gareth Fuller/empics/picture alliance
বিজ্ঞান, গবেষণা
শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে এরাসমুস ইউনিভার্সিটি প্রোগ্রাম, গ্যালিলিও স্যাটেলাইট সিস্টেমসহ সব কর্মসূচি বন্ধ করবে যুক্তরাজ্য৷ তবে হরাইজন ইউরোপ, দ্য ইউরাটম রিসার্চ এবং ট্রেনিং প্রোগ্রামসহ ছয়টি কর্মসূচির সঙ্গে থাকবে ব্রিটেন৷
ছবি: Chris Ison/empics/picture alliance
ট্রাক যাতায়াত
যুক্তরাজ্যের ট্রাক আর আগের মতো অবাধে সীমান্ত পেরিয়ে ইইউ-তে আসতে পারবে না৷তবে একটি স্থান থেকে আরেকটি স্থানে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এই চক্তিতে৷
২০২০ সালের ডিসেম্বর মাসে চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ইইউ-র। ঠিক হয়েছিল, ইউরোপের বিভিন্ন দেশে চীন বিনিয়োগ করতে পারবে। প্রায় সাত বছর ধরে এই চুক্তিটি নিয়ে চীন এবং ইইউ-র মধ্যে আলোচনা হয়েছে। শেষপর্যন্ত ২০২০ সালের ডিসেম্বর মাসে দুই পক্ষ ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছায়।
২০২১ সালের মার্চ মাসে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ইইউ-র। উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই অভিযোগে চীনের চার কূটনীতিকের উপর নিষেধাজ্ঞা জারি করে ইইউ। চীনও পাল্টা ইইউ-র একাধিক কূটনীতিক, গবেষক, স্কলারের উপর নিষেধাজ্ঞা জারি করে।
বৃহস্পতিবারের বৈঠকে সে প্রসঙ্গটিই সামনে আসে। সিদ্ধান্ত হয়, চীন নিষেধাজ্ঞা না তুললে বিনিয়োগ করতে দেওয়া হবে না। তবে বৈঠকে জার্মানি চীনের বিনিয়োগের পক্ষে ছিল। চীনের সঙ্গে চুক্তিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছিল জার্মানি। ইউরোপে জার্মানি চীনের সব চেয়ে বড় বাজার।