পূর্ব চীন সাগরে উত্তেজনা
২৯ নভেম্বর ২০১৩কয়েকটি দ্বীপমালার মালিকানা নিয়ে চীন এবং জাপানের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে৷ দ্বীপগুলো এখন জাপানের নিয়ন্ত্রণে৷ সম্প্রতি নির্ধারিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে কোনো বিমান প্রবেশ করলে পরিচয় প্রকাশ জানাতে হবে – চীনের এ ঘোষণার পরই উত্তেজনা নতুন করে বাড়তে থাকে পূর্ব চীন সাগরের ওই অঞ্চলে৷ চীনের এ ঘোষণার সমালোচনা করে তা না মানার কথাও জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও জাপান৷ তারপর সেখানে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে জাপান আর দক্ষিণ কোরিয়াও বিমান পাঠায়৷ তারই পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও সেখানে বিমান পাঠিয়েছে৷ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে৷ চীনের জঙ্গি বিমান এখন সে এলাকায় টহল দিচ্ছে৷
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁদের দুটি বি-৫২ বিমান স্বাভাবিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সে এলাকা ঘুরে আসে৷ অন্যদিকে চীনের গণ মুক্তি সেনার মুখপাত্র শেন জিয়ানকে বলেছেন, ‘‘আমাদের বিমান প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে টহল দিচ্ছে এবং তা করা হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম মেনে৷'' নিরাপত্তা বিঘ্নিত হতে পারে – এমন কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া কী হতে পারে সে সম্পর্কে ধারণা দেয়ার জন্যও এই বিমান টহল বলেও জানিয়েছে চীন৷
এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)