1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে ইইউ

১৭ মার্চ ২০২১

মানবাধিকার লঙ্ঘনের কারণে চীনসহ ছয়টি দেশের  ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ৷ বুধবার ইইউর রাষ্ট্রদূতরা তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাবে সম্মতি দেন৷

DW Investigativ Projekt: Uiguren Umerziehungslager in China ACHTUNG SPERRFRIST 17.02.2020/17.00 Uhr MEZ
ছবি: AFP/G. Baker

১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চীনের পাঁচজন এবং বাকিরা রাশিয়া, লিবিয়া, দক্ষিণ কোরিয়া, সুদান এবং উত্তর কোরিয়ার কর্মকর্তা৷

এ নিষেধাজ্ঞার প্রস্তাবে ইইউর ২৭টি সদস্য দেশের প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন বলে ইইউর দুই কূটনীতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান৷

এর আগে ইইউ-তে ২৭ সদস্য দেশের রাষ্ট্রদূতরা চীনের শিনজিয়াং অঞ্চল সফর করতে চাইলে চীন তাতে সম্মতি দেয়৷ কিন্তু উইগুর অধ্যুষিত ওই অঞ্চলে গিয়ে কারাবন্দি শিক্ষাবিদ ইলহাম তোহতির সঙ্গে দেখা করার পরিকল্পনার কথা জানালে সফর বাতিল করা হয়৷

ইইউ-তে চীনের দূত ঝ্যাং মিং বলেন, সফর চূড়ান্ত করার পরও তা বাতিল করা হয়েছে, কারণ, ‘‘তারা (ইইউ) চীনের আইনে সাজাপ্রাপ্ত এক দুষ্কৃতির সঙ্গে সাক্ষাত করতে চেয়েছে৷ এমন অনুরোধ অগ্রহণযোগ্য৷''

ইইউ-র মানবাধিকার পুরস্কার এবং শাখারপ পুরস্কারজয়ী অর্থনীতিবিদ তোহতির বিরুদ্ধে ২০১৪ সালে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়৷ এ কারণে ২০১৯ সাল থেকে তিনি কারাবন্দি৷

ইইউর দুই কূটনীতিক জানান, ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত নামগুলো এখনো প্রকাশ করা হয়নি৷ আগামী সোমবার ইইউ-র পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক অনুমোদনের পর তালিকাটি প্রকাশ করা হবে৷

ইইউর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন৷

১৯৮৯ সালে তিয়ানমেন স্কয়ারের অভিযানের পর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ৷ তারপর এই প্রথম বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে হাঁটছে ইউরোপীয় জোট৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ