তাইওয়ানকে ঘিরে চীনের মহড়ার বিরুদ্ধে পালটা মহড়া করায় নিজ দেশের যুদ্ধ বিমানের পাইলটদের ধন্যবাদ দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে৷ মঙ্গলবার একটি সন্মুখসমর বিমান ঘাঁটিতে ঘটনাটি সম্পর্কে অবহিত হচ্ছিলেন তিনি৷
বিজ্ঞাপন
হুয়ালিয়েনের পূর্ব উপকূলীয় বিমান ঘাঁটি পরিদর্শন করেন তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে৷ সেখানে তাইওয়ানের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ ১৬ভি-য়ের বহর রয়েছে৷ এই জেট বিমানগুলোই চীনের মহড়ায় বাগড়া দেয়৷
সম্প্রতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেবার পর প্রেসিডেন্ট হিসেবে লাইয়ের সূচনা বক্তব্যের ‘শাস্তি' হিসেবে তাইওয়ানকে ঘিরে গত বৃহস্পতিবার দুই দিনের সামরিক মহড়া শুরু করে চীন৷ গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চলবলে দাবি করে চীন৷ মহড়ার নিন্দা জানায় তাইওয়ান৷
চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী' বলে আখ্যা দেয়৷ জবাবে লাই বলেন, শুধুমাত্র দ্বীপটির লোকেরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন৷
হুয়ালিয়েনের ঘাঁটিতে পাইলটদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন লাই৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি সব ভাই-বোনদের তাদের নিজ নিজ পোস্টে লেগে থাকার জন্য এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ধন্যবাদ জানাতে চাই৷'' তিনি আরো বলেন, ‘‘সাম্প্রতিক দিনগুলিতে চীনা সামরিক মহড়ার প্রতিক্রিয়ায়, সবাই ভালো কাজ করেছে৷''
লাই বলেন, তিনি পাইলটদের প্রতিক্রিয়া এবং তাইওয়ান যোদ্ধাদের দক্ষতা সম্পর্কে বিস্তারিত জেনেছেন৷ তিনি সবাই্কে ২৪ ঘণ্টার শিফটে স্ট্যান্ডবাই থাকার নির্দেশ দিয়েছেন৷
তাইওয়ানের সরকারের বক্তব্য, গণপ্রজাতন্ত্রী চীন যেহেতু দ্বীপটি কখনোই শাসন করেনি, তাই এটি দাবি করার বা এর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকারও তাদের নেই৷
জেডএ/এসিবি (রয়টার্স)
ফেব্রুয়ারির গ্যালারিটি দেখুন:
তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলা প্রতিরোধের মহড়া
তাইওয়ানের চারপাশে নিয়মিত শক্তি প্রদর্শন করে চলেছে চীন৷ দেশটির এমনই এক মহড়া যদি হঠাৎ করে যুদ্ধে রূপ নেয় তাহলে কীভাবে জবাব দেয়া যেতে পারে তারই অনুশীলন করেছে তাইওয়ানের সামরিক বাহিনী৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
নিজের অঞ্চল বলে দাবি
চীন তাইওয়ানকে নিজের অঞ্চল মনে করে৷ তাইওয়ানও যেন বিষয়টি মেনে নেয় সে ব্যাপারে চাপ প্রয়োগ করতে চীন নিয়মিতভাবে তাইওয়ানের চারপাশের আকাশ ও সাগরে মহড়া করছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ বুধবারও চীনের ২২টি যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে তারা৷ ছবিতে গত আগস্টে মহড়ায় অংশ নেওয়া চীনের দুটি যুদ্ধবিমান দেখা যাচ্ছে৷
ছবি: EASTERN THEATRE COMMAND/REUTERS
দুটি বড় মহড়া
গত দেড় বছরে চীন তাইওয়ানের আশেপাশে অন্তত দুইবার বড় ধরনের ‘ওয়ার গেম’ পরিচালনা করেছে৷ এর একটি ছিল গতবছর এপ্রিলে৷ কারণ, সেই সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন৷ বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভাবিয়ে তুলেছে৷ ছবিতে গতবছর এপ্রিলে তাইওয়ানের একটি দ্বীপের কাছে চীনা জাহাজ দেখা যাচ্ছে৷
ছবি: Thomas Peter/Reuters
মহড়া যদি যুদ্ধে রূপ নেয়?
চীনের এমন নিয়মিত মহড়ার কোনোটি হঠাৎ করে যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান৷ তেমনটা হলে কী করা যায়, বুধবার সেই অনুশীলন করেছে তাইওয়ানের সামরিক বাহিনী৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
কী ছিল মহড়ায়?
তাইওয়ানের পুবের তাইতুং কাউন্টিতে গণমাধ্যমের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়৷ শত্রুর হামলার মধ্যে সেনারা ট্যাঙ্ক ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুশীলন করেন৷ এছাড়া জল ও আকাশপথেও মহড়া অনুষ্ঠিত হয়৷
ছবি: Carlos Garcia Rawlins/REUTERS
মাইন ফেলার অনুশীলন
মহড়ার অংশ হিসেবে তাইওয়ান নৌবাহিনীর একটি যুদ্ধবিমান থেকে সাগরের জলে মাইন স্থাপন করতে দেখা যাচ্ছে৷ এসব মাইন জাহাজ ও ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম৷