1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ান যাচ্ছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী

৫ আগস্ট ২০২০

‘এক চীন নীতি’ উপেক্ষা করে তাইওয়ানে মন্ত্রী পর্যায়ের সফরের ঘোষণা করলো ওয়াশিংটন৷ করোনা মহামারি মোকাবিলার ক্ষেত্রে তাইওয়ানকে মডেল হিসেবে প্রশংসা করে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে৷

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারছবি: picture-alliance/AP Photo/P. Semansky

চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের লাগাতার অবনতি ঘটে চললেও ট্রাম্প প্রশাসন এতকাল ‘এক চীন নীতি’ বর্জন করে নি৷ অর্থাৎ বিশ্বের প্রায় সব দেশের মতো তাইওয়ানের বদলে গণপ্রজাতন্ত্রী চীনকেই স্বীকৃতি দিয়ে এসেছে ওয়াশিংটন৷ অর্থাৎ তাইওয়ানের উপর চীনের অধিকারের দাবি মেনে চলা হয়েছে৷ বৃহত্তর স্বার্থে ১৯৭৯ সাল থেকে বেইজিং-এর সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে অ্যামেরিকা৷ ফলে বিগত দশকগুলিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য অনেক ক্ষেত্রে সম্পর্ক এবং বেশ কিছু ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতা বেড়েই চলেছে৷ তবে বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক অভূতপূর্ব চাপের মুখে রয়েছে বলে ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মনে করছেন৷

এবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন সেই নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তাইওয়ান সফর করবে৷ শুধু তাই নয়, আজার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গেও প্রকাশ্যে সাক্ষাৎ করবেন বলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷ উল্লেখ্য, গত চার দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের এত উচ্চপদস্থ কোনো প্রতিনিধি তাইওয়ান সফর করেন নি৷ তাইওয়ান এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চীন এই ঘোষণার কড়া সমালোচনা করবে বলে অনুমান করা হচ্ছে৷ মহামারির সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাইওয়ান৷

ঠিক এই মুহূর্তে বেইজিং-কে চটিয়ে তাইওয়ানের সঙ্গে প্রকাশ্য সখ্যতার কারণ কী? প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস প্রসারের জন্য বার বার সরাসরি চীনকে দায়ী করে চলেছেন৷ তিনি করোনার বদলে ‘চায়না ভাইরাস’ বলতেই ভালবাসেন৷ মঙ্গলবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার এক বিবৃতিতে করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে তাইওয়ানের ভূয়সী প্রশংসা করেন৷ মহামারির সময় বিশ্ব স্বাস্থ্য কাঠামোয় স্বচ্ছতা ও সহযোগিতার মডেল হিসেবে সে দেশকে তুলে ধরেন তিনি৷ গণস্বাস্থ্যের সুরক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে মুক্ত ও গণতান্ত্রিক সমাজই সেরা মডেল, বলেন আজার৷

বাণিজ্যসহ একাধিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক যতই শীতল হচ্ছে, তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের সখ্যতা ততই বেড়ে চলেছে৷ এপ্রিল মাসেই মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আজার তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শি চুং-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ মার্চ মাসে নতুন আইনে স্বাক্ষর করে ট্রাম্প তাইওয়ানের বেড়ে চলা আন্তর্জাতিক ভূমিকার প্রতি মার্কিন সমর্থন প্রকাশ করেন৷ কার্যভার গ্রহণের পর তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলে ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন সৃষ্টি করেন৷ ১৯৭৯ সালের পর অ্যামেরিকার কোনো প্রেসিডেন্ট এমনটা করেন নি৷ ট্রাম্প তাইওয়ানকে বোমারু বিমানসহ অনেক সামরিক সরঞ্জাম সরবরাহের ছাড়পত্র দিয়েছেন৷ তাঁর পূর্বসূরীরা বেইজিং-কে চটানোর ভয়ে অনেক সতর্ক ছিলেন৷ তবে বর্তমানে অ্যামেরিকার দুই রাজনৈতিক শিবিরই তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নতির পক্ষে অবস্থান নিচ্ছে৷ বিশেষ করে সম্প্রতি হংকং সম্পর্কে চীনের বিতর্কিত নীতির প্রেক্ষাপটে এই মনোভাব আরও জোরালো হচ্ছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ