1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের শহরগুলোতে বাড়ছে মানুষের ভিড়

২১ জানুয়ারি ২০১২

চীনের সাম্প্রতিক এক জরিপ জানিয়েছে, গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে শহরের মানুষের হার৷ এখানেই শেষ নয়, বিশেষজ্ঞরা অনুমান করে বলছেন, আগামী বিশ বছরে চীনে নগরবাসী মানুষের সংখ্যা দাঁড়াবে ৭৫ শতাংশ৷

People crowd at a whole sale market street where the ornaments for Spring Festival are sold at the centuries-old Yuyuan Garden, one of the most popular tourist spots in town, ahead of spring festival celebrations next week in Shanghai, China on Tuesday Jan. 17, 2012. ( AP Photo/Eugene Hoshiko)
ফাইল ছবিছবি: AP

এতোকাল গ্রামাঞ্চলেই ছিলো চীনের বেশির ভাগ মানুষের বাস৷ কিন্তু হিসেবটা এবার পাল্টে গেলো৷ গ্রাম নয়, শহরাঞ্চলেই বতর্মান চীনের অধিকাংশ জনগণের বসবাস৷ চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গতো মঙ্গলবার এ তথ্য জানিয়েছে৷

চীনের জনসংখ্যা এক'শ পঁয়ত্রিশ কোটি৷ এতো লোকের এই বিশাল দেশের মোট জনসংখ্যার প্রায় সাড়ে একান্ন শতাংশ বা ৬৯ কোটি মানুষ বতর্মানে নগরের বাসিন্দা৷ চীনের ইতিহাসে এই প্রথম বারের মত গ্রামাঞ্চলের জনসংখ্যাকে ছাড়িয়ে গেলো নগরবাসী জনতার হার৷

কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতির মানুষেরা খুব দ্রুত তাদের পেশার পরিবর্তন করছে৷ কম সময়ে অধিক মুনাফার আশায় তারা শহরে আসছে৷ বর্ধিষ্ণু জনসংখ্যার এই আধিক্য নগরের ওপর চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা৷

চীনের নানকাই বিশ্ববিদ্যালয়ের, জনসংখ্যা ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের প্রধান লি জিয়ামিন বলেন, নগরায়ণ হলো এমন একটি প্রক্রিয়া, যেখান থেকে আর কখনোই পেছনে ফিরে যাওয়া যায় না৷ একবার এই ঝোঁক শুরু হলে এটি কেবল বাড়তেই থাকে৷

এই যে, চীনে নগরবাসী মানুষের সংখ্যা বাড়ছে তা আর কখনোই কমার সম্ভাবনা নেই বলে মনে করেন লি৷ তাঁর মতে, আগামী ২০ বছরে এই সংখ্যা বেড়ে চীনে নগরবাসী মানুষের হার দাঁড়াবে ৭৫ শতাংশে৷

সাংহাই শহরছবি: picture-alliance/dpa

শহরমুখী মানুষের স্রোত ক্রমাগত বাড়ছেই৷ নিজের আবাস পরিবর্তনকারী এসব মানুষের সিংহভাগই শ্রমজীবী৷ চীনের জাতীয় গণনা সংস্থা গত মে মাসে জানিয়েছে, ২০২০ সালের মধ্যে আরো অন্তত এক কোটি মানুষ কৃষিকাজ ছেড়ে দেবে এবং নতুন কাজের খোজেঁ তারা গ্রাম ছেড়ে আসবে শহরে৷

বাড়তি মানুষের এতো চাপ সামলাতে গিয়ে স্থানীয় সম্পদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে৷ মানুষের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে পানি, বিদ্যুত ও পরিবহন বিভাগ৷ সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব বাড়ছে৷ অধিক জনসংখ্যার কারণে একদিকে সম্পদের বিলি-বন্টনে সমস্যা হচ্ছে, অন্যদিকে বাড়ছে সামাজিক অস্থিরতা ও বিশঙ্খলা৷

গ্রাম থেকে শহরে আসা শ্রমজীবী মানুষেরা শহরের স্থায়ী ও পুরোনো বাসিন্দাদের মত সমান সুযোগ সুবিধা পায় না৷ শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে তারা দ্বিতীয় শ্রণীর নাগরীকের মর্যাদা নিয়ে বেঁচে থাকে৷ কিন্তু সামাজিক এই বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা৷ ফলে সংঘাতের সম্ভাবনাও বাড়ছে৷

অতিরিক্ত মানুষের ভার বইতে না পেরে বড় নগরগুলো এবার নজর দিয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে৷ জনসংখ্যার আধিক্য কমানোর জন্য ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে বেইজিং এবং সাংহাই৷ তবে ছোট শহরগুলো এখনো সে রকম কিছু করে নি৷ বরং সেগুলো এখনো মানুষকে উৎসাহ দিচ্ছে নগরে ছুটে আসার জন্য৷ আর মানুষও নিজের গ্রাম ছেড়ে, ফসলের মাঠ ছেড়ে ধেয়ে আসছে আলোঝলমল নগরের দিকে৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ