1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের সংসদে হংকং নিরাপত্তা আইনের প্রস্তাব পাস

২৮ মে ২০২০

চলমান বিক্ষোভ সত্ত্বেও বিতর্কিত হংকং নিরাপত্তা আইনের প্রস্তাব অনুমোদন করেছে চীনের সংসদ৷ পক্ষে পড়েছে দু হাজার ৮৭৮ ভোট আর বিপক্ষে মাত্র একটি৷

ছবি: picture-alliance/AP Photo/V. Yu

চীনের এ উদ্যোগের কঠোর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্র মনে করে, এমন আইন প্রণয়ন করা হলে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের স্বাধীনতা হুমকির মুখে পড়বে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে চীনের বিরুদ্ধে ক্রমাগত এমন সব কার্যকলাপের অভিযোগ তুলেছিলেন যার মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন ধ্বংস হতে পারে৷

হংকং নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার চীনের জাতীয় সংগীতের অবমাননাকারীর জন্য শাস্তির বিধান রেখে হংকং নিরাপত্তা আইনের অনুমোদন দেয় গণপরিষদের কংগ্রেস৷ এর ফলে হংকংয়ের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অপরাধসহ বিভিন্ন অপরাধের শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদিত হলো৷

হংকংয়ের গণতন্ত্রপন্থিরা ‘এক দেশ, দুই ব্যবস্থার' বিরোধিতায় দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন৷ চীনের সংসদে বিতর্কিত বিলটি অনুমোদনের সময়ও বিক্ষোভ হয়েছে৷ তবে আগে থেকেই দাঙ্গা পুলিশ মোতায়েন করায় বিক্ষোভে ব্যাপক লোকসমাগম হয়নি৷ বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছিল হংকংয়ে৷ ৩৬০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ

এসিবি/কেএম (এফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ