1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের সঙ্গে ‘নাইকি’-র চুক্তিতে ঘুস কেলেঙ্কারির সন্দেহ

১৬ সেপ্টেম্বর ২০১০

আবারও ঘুস কেলেঙ্কারি! তবে ক্রিকেট নয়, ফুটবলে৷ বড় ধরনের ঘুস কেলেঙ্কারির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য, এবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুতো প্রস্তুতকারী সংস্থা ‘নাইকি’-র এক শীর্ষস্থানীয় নির্বাহীকে৷

খেলার জগতে ‘নাইকি’-র বিখ্যাত জুতো ‘নাইকি এয়ার’ছবি: AP

চীনের ফুটবল সংস্থার সিএফএ-র সঙ্গে জুয়া এবং ঘুস গ্রহণ জড়িত ঘটনার তদন্তে ‘সহায়তার জন্য' পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে চীনে ‘নাইকি'-র বিপণন পরিচালক লী টং'কে৷ জানিয়েছে ‘ইস্টার্ন স্পোর্টস ডেইলি' পত্রিকা৷ চীনের পেশাগত লীগের সঙ্গে ‘নাইকি'-এর সম্ভাব্য স্পনসরশিপ এবং সিএফএ-র সাবেক প্রধান নান ইয়ং-এর সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্ক নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

গত বছরে ‘নাইকি' ১৫ মিলিয়ন ডলারের স্পনসরশিপ চুক্তি করেছে সুপার লীগের সঙ্গে৷ আরো জানা গেছে যে, এই চুক্তি ১০ বছরের জন্য বাড়ানো হতে পারে৷ এবং এতে অর্থ সংযোজন হবে মোট ২শ মিলিয়ন ডলার৷ পত্রিকাটি অজ্ঞাত পুলিশ সূত্রের বরাত দিয়ে বলছে, ‘নাইকি'র এই চুক্তিটি অত্যন্ত স্বল্প মূল্যের হবার কারণেই এই ক্ষেত্রে ঘুস গ্রাহণ করা হয়েছে বলে সন্দেহ৷

পত্রিকাটি আরো বলেছে, জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার বা খেলার সরঞ্জাম প্রস্তুতকারী ‘অ্যাডিডাস'-এর সঙ্গে চীনের জাতীয় দলের অতীতে একটি ৫শ মিলিয়ন ডলারের স্পনসরশিপ চুক্তি ছিল ৬ বছরের জন্য৷ প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশ সূত্র অনুযায়ী, এই চুক্তি করার সময় লী কোন অবৈধ কাজ করেছে কিনা - তা স্পষ্ট হতে সময় লাগবে৷

তবে এই ব্যাপারে তাৎক্ষনিক মন্তব্যের জন্য চীনে ‘নাইকি'-র কাউকে পাওয়া যায়নি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ