1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের কারণে যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি

১৪ জুন ২০১৯

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন ডনাল্ড ট্রাম্প৷ তার প্রভাব যুক্তরাষ্ট্রের পর্যটনেও পড়েছে৷ যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফেরাতে শুরু করেছেন চীনের পর্যটকরা৷

USA Chinesische Touristen in Washington
ছবি: Getty Images/AFP/A. Caballero

চীনের পর্যটকদের কাছ থেকে বছরে মোট ৩৬.২ বিলিয়ন ডলার (৩২ বিলিয়ন ইউরো) আয় হতো যুক্তরাষ্ট্রের৷ বিশ শতকের শুরু থেকে চীনের পর্যটকেরা ব্যাপক হারে যেতে শুরু করে যুক্তরাষ্ট্রে৷ ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরো দ্রুত বাড়তে থাকে চীনা পর্যটক৷ গত বছর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ শুরুর পরও জারি ছিল এই ধারা৷ যুক্তরাষ্টের পর্যটন বিভাগের প্রধান আশা করেছিলেন ২০২২ সাল পর্যন্ত এমনই চলবে৷ কিন্তু এ বছর কমতে শুরু করেছে চীনের পর্যটক৷সে দেশের ভ্রমণ ও পর্যটন কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী, এ বছর গত বছরের তুলনায় চীনা পর্যটক শতকরা সাড়ে পাঁচভাগ কমেছে৷

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণেই এমনটি হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা৷ পর্যটনখাতে এক রকমের ধস নামিয়ে দেয়া এই প্রবণতা রুখতে চীনাদের জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ৷ ম্যাকাউ বিশ্ববিদ্যালয়ের পর্যটন অনুষদের অধ্যাপক গ্লেন ম্যাককার্টনি জানান, ডিজাইনার ব্র্যান্ডগুলোর দোকান এবং হোটেলে মান্ডারিন ভাষা জানা কর্মীদের নিয়োগ দেয়া হচ্ছে৷ গ্রিন টি রাখা হচ্ছে  চীনা ক্রেতাদের কথা মাথায় রেখে৷কিন্তু এত করেও বিশেষ লাভ হচ্ছে না৷ যুক্তরাষ্ট্র বাদ দিয়ে এখন ইউরোপ বা এশিয়ার দেশগুলোতে যাচ্ছেন চীনের নাগরিকরা৷ যুক্তরাষ্ট্রে চীনের প্রত্যেক পর্যটক গড়ে পাঁচ হাজার নয়শো ইউরো ব্যয় করতেন৷ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কারণে তা চলে যাচ্ছে অন্য দেশে৷

নিক মার্টিন/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ