1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদী আমলে ভারত-চীন সম্পর্ক

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৬ সেপ্টেম্বর ২০১৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে ভারতে আসছেন ১৭ই সেপ্টেম্বর৷ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক জটিলতা থাকলেও সম্পর্কে একটা ভারসাম্য রাখার চেষ্টা হচ্ছে৷ কৌশলগত কূটনীতি যাই হোক, অ্যাজেন্ডার শীর্ষে থাকছে অর্থনীতি৷

Indisch-Chinesische Grenze Grenzpass
ছবি: Getty Images

চীনের প্রেসিডন্ট শি জিনপিং প্রথমে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদে৷ তিনি আসছেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রথম জন্মদিনে, অর্থাৎ ১৭ই সেপ্টেম্বরে৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মোদী স্বয়ং৷ সঙ্গে আসছেন চীনের শীর্ষ স্থানীয় কূটনৈতিক ও বিদেশনীতি বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক কর্তা-ব্যক্তিরা৷ বেজিং ছাড়ার আগে চীন সরকারের তরফে বলা হয়েছে প্রেসিডেন্টের ভারত সফর বিশ্বকে দেবে এক ইতিবাচক বার্তা৷ দু'দেশের সহযোগিতা দ্বিপাক্ষিক উন্নয়নেই সহায়ক হবে না, গোটা এশিয়া তাতে উপকৃত হবে৷

এশিয়ার দুটি শক্তিশালী দেশের শীর্ষ বৈঠক যাতে সফল হয়, তার জন্য উভয় দেশ সচেষ্ট৷ পাশাপাশি এটাও স্পষ্ট করে দেয়া হয়েছে ভারতের তরফে যে, অর্থনৈতিক বিষয় আলোচনার শীর্ষে থাকলেও সীমান্ত সমস্যা, ভারতের সীমান্তে চীনা অনুপ্রবেশের মতো কৌশলগত ইস্যুগুলিও বৈঠকে উঠবে৷ পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্মরণ করিয়ে দিয়েছেন, ভারত যেমন ‘এক ও অখণ্ড' চীন নীতিতে বিশ্বাসী, তেমনি চীনকেও মনে রাখতে হবে ভারতের অখণ্ডতা৷ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশ ভারতের এমন একটি অঙ্গরাজ্য যার, চূড়ান্ত ভৌগলিক সীমা চিহ্নিতকরণ আজও অমিংমাসিত৷ এটাই ভারত-চীনের সম্পর্ক উন্নয়নের বড় কাঁটা হয়ে আছে৷ এছাড়া অরুণাচল ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জন্য চীনের ‘স্টেপল' ভিসা, দক্ষিণ চীন সাগরে চীনের অতি সক্রিয়তার প্রসঙ্গ আলোচনায় উঠতে পারে৷

উল্লেখ্য, ১৯১৪ সালে স্বাধীন তিব্বত ও ব্রিটিশ শাসনাধীন ভারতের মধ্যে স্বাক্ষরিত ‘ম্যাক মোহন লাইন' স্বীকার করে না চীন৷ মানতে চায় না তিব্বত এক সময়ে স্বাধীন দেশ ছিল৷ ১৯৫০-এর দশকে মাও সে তুং চীন দখল করে৷ তিব্বতের সর্বময় ধর্মীয় গুরু দালাই লামা পালিয়ে আসেন ভারতে৷ গঠন করেন নির্বাসিত তিব্বতি সরকার, যার সদর দপ্তর হিমাচল প্রদেশের ধর্মশালায়৷ মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বসিত তিব্বতি সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় বেজিং ক্ষুব্ধ হয়৷ সেই ক্ষোভ প্রশমিত করতে এবং সৌহার্দের বাতাবরণ বজায় রাখতে ঐ সময়ে দলাই লামার ডাকা একটি ধর্মীয় সভা পিছিয়ে দেবার অনুরোধ করেছে মোদী সরকার৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চীনের প্রেসিডেন্টের দিল্লিতে থাকাকালীন তিব্বতিদের প্রতিবাদ বিক্ষোভের ওপর৷ স্মরণ করা যেতে পারে, বছর তিনেক আগে দ্বিপাক্ষিক সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে চীনের বিশেষ কূটনৈতিক প্রতিনিধি দাই বিনগুয়ো তাঁর দিল্লি সফর বাতিল করেছিলেন ঐ সময়ে দিল্লিতে বিশ্ব বৌদ্ধ শীর্ষ সম্মেলন বসার কারণে৷

ভারত-চীন শীর্ষ নেতৃত্বের বৈঠকের কেন্দ্রবিন্দু দু'দেশের অর্থনৈতিক সহযোগিতা৷ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নতি করে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির মধ্যে একটা ভারসাম্য আনা মোদীর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে পড়ে৷

পর্যবেক্ষক মহল মনে করছেন, জাপানকে পেছনে ফেলতে চীন হয়ত ১,০০০কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে পারে যারমধ্যে আছে পরিকাঠামো, গুজরাট ও মহারাষ্ট্রে শিল্প পার্ক এবং রেলওয়ের আধুনিকীকরণ৷ জাপানের মতো ভারতে বুলেট ট্রেনসহ উচ্চগতিসম্পন্ন ট্রেন এবং সেজন্য রেললাইনের সংস্কার ইত্যাদি৷ চীনের বুলেট ট্রেনের জন্য চেন্নাই-ব্যাঙ্গালোর কিংবা ব্যাঙ্গালোর-মুম্বই রুট নির্দ্রিষ্ট করা হতে পারে, বলছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিরা৷ দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি পূরণে মোদীর ‘মেক-ইন-ইন্ডিয়া' নীতির সূত্র ধরে ভারতে কারখানা তৈরির জন্য চীনকে বলা হবে৷ উৎপাদন হবে ভারতে৷ ভারতের বিশাল বাজারের চাহিদা মিটিয়ে সেইসব পণ্য অন্যদেশেও রপ্তানি করা য়েতে পারে৷ তবে এই সফরের সাফল্যের মাপকাঠি হবে দু'দেশের মধ্যে আস্থার ঘাটতি দূর করার ওপর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ