চীনের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জার্মান কোম্পানি
১৮ আগস্ট ২০২৫
বেশ কয়েকবার দেউলিয়া হয়ে গিয়েছিল৷ পরে চীনা এক কোম্পানি রাবের দায়িত্ব নেওয়ার পর এটি এখন শক্তি ফিরে পাবার চেষ্টা করছে৷
জলবায়ু পরিবর্তনের কারণে মাটি এখন বেশ শুষ্ক থাকে৷ এই অবস্থায় মাটির আর্দ্রতা ধরে রাখতে যন্ত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে৷ চীনা এক কোম্পানির সহায়তায় সেই পরিবর্তন করেছে রাবে৷
নতুন এই যন্ত্রের নাম ‘ফিনিক্স'৷ এটি বেশ কার্যকর বলে মনে করছেন কৃষকেরা৷
রাবে কোম্পানি বেশ কয়েকবার আর্থিক সংকটে পড়েছে৷ ১৯৯০ দশকের আগ পর্যন্ত পারিবারিক এই কোম্পানিটি অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতকারক ছিল৷ কর্মী সংখ্যা ছিল প্রায় এক হাজার৷ ব্যবসার দায়িত্ব তরুণ প্রজন্মের কাছে যাওয়ার পর এটি সফল হতে পারছিল না৷ বেশ কয়েকবার দেউলিয়াও হয়ে গিয়েছিল৷ বর্তমানে রাবে কোম্পানির মালিক চীনা নির্মাণ জায়ান্ট জুমলায়ন৷
রাবের ব্যবস্থাপনা পরিচালক টিম-রান্ডি সিয়া বলেন, ‘‘জুমলায়ন প্রায় পাঁচ বছর আগে রাবে কিনে নেয়৷ সেই সময় তাদের কিছু কর্মী আমাদের প্রযুক্তিগত দক্ষতা চীনে নিয়ে গিয়েছিলেন৷ আপনি হয়তো ভেবেছিলেন, তিন মাস পর তারা আমাদের কোম্পানি বন্ধ করে দেবে৷ কিন্তু ঘটনা ঘটেছে উলটো৷ জুমলায়ন এখন রাবেকে পণ্য বিকাশে, বাজার সম্প্রসারণে এবং আবারও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে সাহায্য করছে৷ তারা এখানে শুধু দক্ষতা কেড়ে নিয়ে চলে যেতে আসেনি৷''
নির্মাণ যন্ত্রপাতির ক্ষেত্রে জুমলায়ন চীনের বৃহত্তম প্রস্তুতকারক, এবং বিশ্বে তার অবস্থান পঞ্চম৷ এই কোম্পানিতে প্রায় ৩৫ হাজার জন কাজ করেন এবং এর প্রায় ১৭ হাজার পেটেন্ট রয়েছে৷ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় কারখানাগুলো অত্যন্ত স্বয়ংক্রিয় এবং সেগুলোতে খুব কম কর্মীর প্রয়োজন হয়৷
রাবের বিক্রয় প্রধান ক্রিস্টিয়ান ব্ল্যোকার সম্প্রতি চীনে জুমলায়নের কারখানা পরিদর্শন করেছেন৷ জ্বালানির খরচ কম এবং অটোমেশনের কারণে তারা রাবের শক্তিশালী অংশীদার হয়ে উঠেছে৷ তিনি বলেন, ‘‘উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রে তারা অনেক এগিয়ে আছে৷ ইউরোপে আমাদের নিজেদের একটি বিষয় মেনে নিতে হবে - তাদের পণ্য সস্তা কিংবা নকল নয়৷ মোটেও তা নয়৷''
শক্তি পুনরুদ্ধার করতে রাবে যেমন চীনের সহায়তা নিচ্ছে তেমনি ইউরোপের বাজারে ঢুকতে জুমলায়ন রাবের বিতরণ নেটওয়ার্ক ব্যবহার করছে৷ জার্মানিতে তাদের কারখানা থেকে তারা যন্ত্র বিক্রি করছে৷
ক্রিস্টিয়ান হারেনব্রক/জেডএইচ