1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের হামলার শঙ্কায় তাইওয়ানে জাদুঘর রক্ষার প্রস্তুতি

১৮ আগস্ট ২০২২

ছোট প্রতিবেশী ইউক্রেনে বড় প্রতিবেশী রাশিয়া হামলা চালানোয় হংকং গত ফেব্রুয়ারি থেকেই শঙ্কিত৷ তাদের আশঙ্কা- যে কোনো সময় হামলা চালাতে পারে চীন৷ সম্ভাব্য হামলা থেকে জাদুঘর রক্ষার প্রস্তুতিও শুরু করেছে তারা৷

Taiwan | Nationales Palastmuseums in Taipeh
ছবি: David Chang/EPA/dpa/picture alliance

গতমাসে ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ' সেরে নিয়েছে তাইওয়ানের ন্যাশনাল প্যালেস মিউজিয়াম৷ হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে কীভাবে সব গুরুত্বপূর্ণ শিল্পকর্ম রক্ষা করতে হবে, প্রয়োজনে সব কিছু নিরাপদ স্থানে সরাতেও হবে তা শেখানো হয়েছে কর্মীদের৷
তবুও নিশ্চিন্ত হতে পারছে না সরকার৷ চীন হামলা চলাতে পারে- এ আশঙ্কা কাটছেই না৷ তাই জাতীয় সংসদ সব জাদুঘরকে যুদ্ধকালীন প্রটোকল চূড়ান্ত করার তাগিদ দিচ্ছে৷ এই তাগাদা শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে৷

ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের পরিচালক মি-চা উ জানান, ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ'-এর পর জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যুদ্ধ শুরু হলে জাদুঘরের সব নিদর্শন কোথায় কোথায় সরিয়ে নেয়া যেতে পারে তা ঠিক করার চেষ্টা করা হচ্ছে৷ এর বাইরেও চলছে জাদুঘর রক্ষার আরো কিছু আগাম প্রস্তুতি৷ গত ৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের জাতীয় সংসদের স্পিকার ইউ সি-কুন জানান, সরকারের নির্বাহী শাখা জাদুঘরের সব নিদর্শন রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে সেসব দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছেন তারা৷

তাইওয়ানের জাদুঘর কি সত্যিই হামলার ঝুঁকিতে?

রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে গত ফেব্রুয়ারিতে৷ সেই থেকে তাইওয়ান চীনের হামলার আশঙ্কায় পড়লেও শঙ্কাটা অনেক বেড়েছে চলতি মাসে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পরে৷ যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এর স্পিকার পেলোসির সফরের পরই তাইওয়ানের চার পাশে ব্যাপক পরিসরে সামরিক মহড়া করে চীন৷ সাতদিনের সেই মহড়ার সময় চীনে খবর ছড়িয়ে পড়ে, নিজেদের যাবতীয় সংগ্রহ জাপান এবং যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে তাইওয়ান ন্যাশনাল প্যালেস মিউজিয়াম৷জাদুঘর কর্তৃপক্ষ অবশ্য পরে বিবৃতি দিয়ে বলেছে খবরটা গুজব ছাড়া কিছুই নয়৷

জাদুঘরের সব সামগ্রী জাপান ও যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়ার খবর গুজব হলেও তাইওয়ান যে চীনের হামলার আশঙ্কায় জাদুঘরের নিরাপত্তার বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে, তা সত্যি৷ ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ'  তারই একটা অংশ৷ সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মোট সাত লাখ গুরুত্বপূর্ণ আইটেম থেকে ৯০ হাজারটি নিয়ে ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ' করা হয়৷

সত্যি সত্যি যুদ্ধ হলে এতগুলো অমূল্য নিদর্শন কোথায় সরিয়ে নেবে জাদুঘর কর্তৃপক্ষ? ন্যাশনাল তাইপে ইউনিভার্সিটি অব এডুকেশন-এর মিউজিয়াম স্টাডিজ-এর বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া হুয়াং বলেন, ‘‘এত সম্পদ কিভাবে, কোথায় সরিয়ে নেয়া সম্ভব তা আমি জানি না- সত্যিই জানি না৷'' তিনি বলেন, তাইওয়ানের অধিকাংশ জাদুঘরে স্বাভাবিক জরুরি পরিস্থিতি, অর্থাৎ আগুন, বন্যা বা সন্ত্রাসী হামলার সময় সব নিদর্শন রক্ষা করার ব্যবস্থা রয়েছে, তবে সেই ব্যবস্থা যুদ্ধের কথা ভেবে দাঁড় করানো হয়নি৷
উইলিয়াম ইয়াং (তাইপে), এসিবি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ