1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

২৫ জুন ২০২৪

চীনের পূর্বাঞ্চলের শহর সুঝৌতে এক জাপানি স্কুল বাসে ছুরিকাঘাতের ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৷

চীনের একটি রাস্তার ছবি
শাংহাইতে অবস্থিত জাপান দূতাবাসের এক কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, একটি বাস স্টপে অপেক্ষা করার সময় এক জাপানি নারী ও তার স্কুলপড়ুয়া সন্তানের ওপর হামলা করা হয়৷ এই ঘটনায় এক চীনা নারীও আহত হয়েছেনছবি: CFOTO/picture alliance

মঙ্গলবার ঘটনার সময় দুই জাপানি নাগরিকও ওই বাসে ছিলেন৷ ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন৷

গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স পঞ্চাশের কোঠায়৷ তদন্তাধীন এই ব্যক্তি বর্তমানে বেকার বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ৷

শাংহাইতে অবস্থিত জাপান দূতাবাসের এক কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, একটি বাস স্টপে অপেক্ষা করার সময় এক জাপানি নারী ও তার স্কুলপড়ুয়া সন্তানের ওপর হামলা করা হয়৷ এই ঘটনায় এক চীনা নারীও আহত হয়েছেন৷

মা ও সন্তানের আঘাত গুরুতর না হলেও চীনা নারীর অবস্থা সঙ্গীন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী,  হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই হামলাকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা' বলেন, যা তার মতে, ‘দেশের যে কোনো অংশেই' ঘটতে পারতো৷

গত কয়েক মাসে চীনের বিভিন্ন প্রান্তে এমন বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে৷

গত সপ্তাহে, শাংহাইয়ের সাবওয়ে স্টেশনে ছুরি দিয়ে তিনজনকে আহত করার অভিযোগে ৫৪ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷

দু'সপ্তাহ আগে, দেশটির উত্তর-পূর্বের রাজ্য জিলিনে একটি মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে আসা চারজন প্রশিক্ষকের ওপর ছুরি হামলা চালানো হয়৷ সেই ঘটনার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয় বেইজিং কর্তৃপক্ষ৷

একই দিনে ৫৫ বছর বয়সি স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়৷

মে মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান রাজ্যে এমনই একটি ঘটনায় দুজন নিহত হন, আহত হন ২১জন৷ সেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হন এক ৪০ বছর বয়সি পুরুষ৷

একই মাসে গুইশি শহরে ছুরিকাঘাত করে দুজনকে মেরে ফেলা ও ১০জনকে আহত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ৪৫ বছর বয়সি নারীকে৷

চীনে এই ধারাবাহিক ছুরিকাঘাতের ঘটনার কারণে নিজেদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে চীনের জাপান দূতাবাস৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ