1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে ইন্টারপোল প্রধান ঘুষ নেয়ার অভিযোগে আটক

৮ অক্টোবর ২০১৮

ইন্টারপোল প্রধান মেং হোংওয়েকে ঘুষ নেয়ার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে চীন৷ ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে চীন আসার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ মেং-এর স্ত্রীর দাবি, তাঁর স্বামীর জীবন হুমকির মুখে৷

Meng Hongwei Interpol-Präsident wird in China vermisst
ছবি: picture-alliance/dpa/W. Maye-E

নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর সোমবার চীনের নিরাপত্তা মন্ত্রণালয় মেংকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো৷

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘মেং-এর বিরুদ্ধে ঘুষ নেয়া এবং আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে৷'' একই সাথে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও ইঙ্গিত মিলেছে বিবৃতিতে৷ বলা হয়েছে, মেং ‘‘নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন৷''

ইতিহাসের প্রথম চীনাইন্টারপোল প্রধান নির্বাচিত হওয়ার পাশাপাশি চীনা সরকারের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রীরও দায়িত্ব পালন করছিলেন মেং৷

রোববার চীনের দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছিল, সম্প্রতি গঠন করা ন্যাশনাল সুপারভাইজরি কমিশন মেং-এর বিরুদ্ধে তদন্ত করছে৷ কিন্তু তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা তখন জানানো হয়নি৷

ইন্টারপোল জানিয়েছে, মেং সংস্থাটির প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন৷ জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম জং ইয়াংকে দেয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব৷

আতঙ্কে পরিবার

মেং নিখোঁজ হওয়ার পর প্রথম ফ্রান্সের লিওঁতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মেং-এর স্ত্রী গ্রেস মেং৷স্বামীর জীবন হুমকির মুখে বলে মনে করেন গ্রেস৷

গ্রেস জানান, ২৫ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার আগে মেং তাঁকে একটি ছুরির ছবি পাঠিয়েছেন৷ এর মাধ্যমে মেং যে বিপদে পড়েছেন, সেটিই বোঝাতে চেয়েছেন বলেও দাবি গ্রেসের৷

এর চার মিনিট পর আরেকটি মেসেজ পান গ্রেস, যাতে লেখা ছিল, ‘‘আমার কলের জন্য অপেক্ষা করো৷'' তবে এরপর মেং-এর মোবাইল ফোন থেকে আর কোনো মেসেজ বা কল আসেনি৷

নিজের ও দুই সন্তানের জীবন নিয়ে আশংকায় থাকার কথাও জানিয়েছেন গ্রেস৷ বিপদের কথা চিন্তা করে, সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তাঁর চেহারা সংবাদমাধ্যমে প্রকাশ না করার অনুরোধও করেন৷

চীনে ন্যাশনাল সুপারভাইজরি কমিশনকে দেশের সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি ও তাঁদের বিরুদ্ধে তদন্ত, এমনকি আটকের ক্ষমতাও দেয়া হয়েছে৷ এবং এ কাজে তেমন কোনো জবাবদিহিতার মুখোমুখিও হতে হয় না কমিশনকে৷

আইন অনুযায়ী, কাউকে আটক করা হলে তাঁর পরিবারের সদস্যদের এ ব্যাপারে জানানোর কথা থাকলেও জাতীয় নিরাপত্তা, জঙ্গিবাদ অথবা তথ্য পাচারের অভিযোগ ইস্যুতে কমিশনের সদস্যদের ছাড় দেয়া হয়েছে৷

এই কমিশন গঠন হওয়ার পর থেকে কোনো তথ্য ছাড়াই কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত আটকে রাখা হয়েছে অনেককেই৷ তবে ইন্টারপোলের প্রথম চীনা প্রেসিডেন্ট মেং কোন ইস্যুতে চীন সরকারের তদন্তের মুখোমুখি হতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি৷

২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে চীনে প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন৷ তাঁর এই উদ্যোগে ছয় বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে৷ চীনাদের কাছে এই অভিযান বেশ জনপ্রিয় হলেও এর মাধ্যমে শি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের ঘায়েল করছেন বলেও মনে করেন বিশ্লেষকরা৷

এডিকে/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ