1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে কারাওকে বারে ‘ক্ষতিকর’ গান নিষিদ্ধ

১১ আগস্ট ২০২১

চীনের কারাওকে বারগুলোতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে কিংবা ধর্মীয় চর্চায় বাধা দেয় বা মাদক গ্রহণে উৎসাহিত করে এমন গান বাজানো নিষিদ্ধ করা হচ্ছে৷

ছবি: Marc Fernandes/NurPhoto/picture alliance

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া মঙ্গলবার জানিয়েছে, বিনোদন কেন্দ্রগুলোতে ‘ক্ষতিকর গান' বাজানো বন্ধে এ উদ্যোগ নিয়েছে দেশটি৷ কোন গানগুলো বাজানো যাবে না তার তালিকা তৈরির কাজ শুরু করেছে চীনের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রণালয়৷ 

এই ‘কালো তালিকায়' জাতীয় সংহতি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সম্প্রীতির জন্য হুমকি হতে পারে এমন গানের পাশাপাশি রাষ্ট্রের ধর্মীয় নীতির বিপক্ষে যায় এমন সংগীতও যোগ করা হবে৷

পাশাপাশি জুয়া খেলা বা মাদক গ্রহণের মতো অবৈধ কর্মকাণ্ডে উৎসাহ জোগায় এমন গানও কারাওকে বারে নিষিদ্ধ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ 

‘ভালো এবং উৎসাহব্যঞ্জক' গান বাজানো যাবে

কারাওকে বারগুলোতে সাধারণত কোনো একটি গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেটি গাইতে পারেন সাধারণ মানুষ৷ পশ্চিমা দেশগুলোতেও এ ধরনের বার রয়েছে

চীনের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কারাওকে বারে যেসব প্রতিষ্ঠান গান সরবরাহ করছে, তাদের দায়িত্ব হবে কালোতালিকায় থাকা গানগুলো বাদ দেয়া৷ পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে বারে ‘ভালো এবং উৎসাহব্যঞ্জক' গান সরবরাহ করারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়৷ 

তিয়েনআনমেন আন্দোলনের ৩০ বছর

01:01

This browser does not support the video element.

সিনহুয়াতে প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনে পঞ্চাশ হাজারের মতো বিনোদনকেন্দ্র রয়েছে, যেখানে এক লাখের মতো গান বাজানো হয়৷ গত বছর বেইজিং ১০০ গান নিষিদ্ধ করেছিল, যেগুলো সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে দাবি কমিউনিস্ট দেশটির৷ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা, পর্নগ্রাফি এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মতামতের মতো কন্টেন্ট কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীন৷ দেশটিতে বাক এবং গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত সীমিত৷  

প্রতিবেদন: ফারাহ বাহগাট / এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ