1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে ছুরি হামলায় নিহত ৩

১ অক্টোবর ২০২৪

চীনের সাংহাইয়ে একটি সুপারমার্কেটে ছুরি হামরায় তিনজন নিহত হয়েছেন৷ সোমবারের এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

চীনের সাংহাই শহরচীনের সাংহাই শহরচীনের সাংহাই শহর
বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বরে পরিচিত চীনের সাংহাই শহরে ছুরি হামলার ঘটনা বিরলছবি: CFOTO/picture alliance

মঙ্গলবার এক বিবৃতিতে চীনের সংজিয়াং ডিস্ট্রিক্টের পুলিশ জানায়, ৩৭ বছরের হামলাকারীকে আটক করা হয়েছে৷  

জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির সপ্তাহব্যাপী ‘গোল্ডেন হলিডে' ছুটি শুরু হওয়ার ঠিক আগে এমন ঘটনা ঘটেছে৷ অবশ্য চলতি বছর চীনের বড় শহরগুলোতে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছিল৷

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, হামলাকারী অর্থনৈতিক বিষয়ে একটি ব্যক্তিগত বিবাদের জেরে এমন হামলার ঘটনা ঘটিয়েছে৷ বিবাদের কারণে তৈরি হওয়া ক্রোধ মেটাতে তিনি হামলার উদ্দেশ্যে সাংহাই আসেন৷ 

গত কয়েক বছরে চীনে এমন হামলার ঘটনা বাড়ছে৷ স্কুলের শিশুরা এসব হামলায় প্রায়ই লক্ষ্যবস্তু হয়ে থাকে৷ সেপ্টেম্বর মাসে দেশটির দক্ষিণাঞ্চলের সেনজেন শহরের একটি স্কুলের বাইরে ছুরি হামলায় এক জাপানি শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন৷ তার আগে গত জুন মাসে চীনের পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে দুই জাপানি নাগরিকের উপর হামলার ঘটনা ঘটে৷

বিভিন্ন অঞ্চলে এমন হামলার ঘটনা ঘটলেও বিশ্ব বাণিজ্যের কেন্দ্র সাংহাই শহরে অবশ্য এমন ঘটনা বিরল৷

২০২২ সালে এক ব্যক্তি সাংহাইয়ের একটি হাসপাতালে ছুরি নিয়ে হামলা চালালে ১৫জন আহত হয়৷

আরআর/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ