1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে জাহাজ দুর্ঘটনা

২ জুন ২০১৫

চীনে জাহাজ দুর্ঘটনায় এত মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে সরকার ও প্রশাসনের কড়া নিয়ন্ত্রণের ফলে চীনের মানুষের ক্ষোভ-দুঃখ তেমন একটা চোখে পড়ছে না৷

China Schiffsuntergang auf dem Jangtse-Fluss
ছবি: Reuters/cnsphoto

যে কোনো দেশে এমন জাহাজডুবির ঘটনার পর সাধারণত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে ভিড় করেন৷ এমনকি এই অতি-তৎপরতার ফলে উদ্ধারকার্যেও অনেক সময়ে বিঘ্ন ঘটে৷ কিন্তু চীনে এভাবে সংবাদ পরিবেশন সহজ নয়৷ ক্যানাডার টেলিভিশনের চীন প্রতিনিধি জ্যানিস ম্যাকে ফ্রেয়ার টুইটারে অভিযোগ করেছেন, যে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ছাড়া বেশিরভাগ সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না বলে তাঁর কাছে খবর এসেছে৷

এমন বিপর্যয়ের পর ক্ষতিপূরণের বিষয়টিও গুরুত্ব পায়৷ চীনের বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে চায়না নিউজ লিংকস৷

বলা বাহুল্য, ফেরি বা জাহাজ দুর্ঘটনায় চালক সহ অন্যান্য কর্মীদের ভূমিকা ও তাঁদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন ওঠে৷ ফার্গাল ব্যারি মার্ফি জানিয়েছেন, এশিয়ায় আবার ফেরি দুর্ঘটনার সময় চালকই প্রায় সবার আগে জাহাজ ছেড়ে চলে গেলেন৷

দুর্ঘটনাগ্রস্ত জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অনেকে৷

দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর ফলে সমবেদনার ঢেউ উঠেছে৷ সম্প্রতি চীনের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়াইবো-তে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই দুর্ঘটনার পর তিনি সেখানে সমবেদনা জানিয়েছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ