চীনে টিকা কার্যক্রমে ধীর গতি ও কার্যকারিতা নিয়ে সন্দেহ
১৪ এপ্রিল ২০২১
শুরুতে ধীর গতি থাকলেও করোনার টিকাদানের হার দ্রুত বাড়াতে চায় চীন৷ কিন্তু টিকার সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে দেশটির মানুষের মধ্যে সন্দেহ রয়েছে৷
বিজ্ঞাপন
১১ এপ্রিল পর্যন্ত চীন ১৬ কোটি মানুষকে করোনার টিকা দিয়েছে৷ এই হার মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ হলেও চীনের লক্ষ্যের তুলনায় এটি এখনও বেশ কম৷ সরকারের পরিকল্পনা অনুযায়ী, জুনের মধ্যে ৫৬ কোটি মানুষকে টিকা দেয়া হবে, যা দেশটির মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশ৷
টিকাদানের ক্ষেত্রে একেক শহর ও প্রতিষ্ঠান এক এক ধরনের নিয়ম অনুসরণ করছে৷ কোথাও টিকা বিনামূল্যে দেয়া হচ্ছে, কোথাও শিক্ষকদের দিয়ে অভিভাবকদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাধ্যতামূলকভাবে কর্মীদের টিকার আওতায় আনছে৷ এমন ক্ষেত্রে কোন কর্মী টিকা দিতে না চাইলে তাকে চাকরিচ্যুত করার হুমকিও দেয়া হচ্ছে৷
কোন প্রতিষ্ঠানের টিকা দেয়া হচ্ছে সেটিও টিকা গ্রহীতাকে বলা হচ্ছে না বলে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে৷ একটি সরকারি হাসপাতালে কর্মরত লি নামের এক নারী ডয়চে ভেলেকে জানান, বিশেষ শারীরিক অবস্থা ছাড়া টিকা নেয়া থেকে তারা ছাড় পাচ্ছেন না৷ তিনি জানান, কিছু বেসরকারি কোম্পানি টিকা না নিলে তাদের কর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে৷ ‘‘বেশিরভাগ মানুষ চীনের টিকা এড়াতে চাইলেও তাদের সামনে সে সুযোগ নেই, কেননা সরকারের চাপ সামলানো তাদের পক্ষে সম্ভব নয়,’’ বলেন তিনি৷
কী করছে করোনার সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট?
16:32
উহানে গত কয়েক সপ্তাহে মানুষ লাইন ধরে টিকা নিয়েছেন৷ এর মধ্যে অনেকে স্বেচ্ছায় টিকা নিয়েছেন৷ কিন্তু টিকা সংক্রান্ত তথ্য কঠোরভাবে গোপন করা হচ্ছে বলে অভিযোগ আছে৷ লিন নামে এক ব্যক্তি ডয়চে ভেলেকে বলেন, ‘‘অনেকে জানেন যে চীনের টিকা কিছু দেশ গ্রহণ করেছে, কিন্তু তারা কেউ জানেন না টিকা কার্যক্রম শুরুর পর তা সংক্রমণ ঠেকাতে কতটা কার্যকার হয়েছে৷ উহানে সবাই সিনোফার্ম এর টিকা নিচ্ছে, তবে প্রতিবেশি শহরগুলোর কোনো কোনোটিতে সিনোভ্যাক এর টিকা দেয়া হচ্ছে৷’’
টিকার কার্যকারিতা নিয়ে অনেকের মনেই সন্দেহ আছে৷ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক গাও ফু বলেছেন, করোনা প্রতিরোধে টিকার কার্যকারিতার হার বৃদ্ধির জন্য তারা কাজ করছেন৷ এক্ষেত্রে একটি উপায় হতে পারে বিভিন্ন টিকার মধ্যে মিশ্রণ ঘটনো৷ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে পরে তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে৷
এদিকে টিকা কার্যক্রমের গতি বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা বাড়িয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া৷ গাও ফু এর বক্তব্য অনুযায়ী চলতি বছরের শেষ থেকে আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটি ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আওতা বৃদ্ধি নয় বরং টিকার কার্যকারিতা কতটা তা বেশি গুরুত্বপূর্ণ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিসি, আউটকামস অ্যান্ড প্রিভেনশন এর পরিচালক জ্যাসন ওয়াং মনে করেন এক্ষেত্রে একবার সীমান্ত উন্মুক্ত হলে বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে আবারো নাগরিকরা সংক্রমিত হতে পারেন, যা পরবর্তীতে পুরো দেশেই ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷
উইলিয়াম ইয়াং/এফএস
প্রশ্ন-উত্তরে করোনার টিকা
করোনার টিকা কি হালাল, শিশু ও গর্ভবতীরা কি টিকা নিতে পারবে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কি, কতদিন স্বাস্থ্য়বিধি মানতে হবে- এমন সব প্রশ্নের উত্তর থাকছে ছবিঘরে৷
ছবি: Leon Neal/Getty Images
কতগুলো টিকা অনুমোদন পেয়েছে
ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বায়োনটেক-ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, এই তিন টিকার অনুমোদন দিয়েছে৷ এর বাইরে রাশিয়া স্পুটনিক ৫ ও চীন সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে৷
ছবি: Sven Hoppe/dpa/picture alliance
পার্থক্য
বায়োনটেক-ফাইজার ও মডার্নার টিকা হচ্ছে এমআরএনএ টিকা৷ মডার্নার টিকা ঘরের রেফ্রিজারেটরে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত রাখা যায়৷ বায়োনটেক-ফাইজারের টিকার মতো মডার্নার টিকাকে পরিবহনের সময় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় না৷ আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভেক্টর ভাইরাস টিকা, যা সাধারণ রেফ্রিজারেটরে রাখা যায়৷
ছবি: ULMER Pressebildagentur/picture alliance
দ্বিতীয় ডোজে অন্য টিকা?
তিনটি টিকার ক্ষেত্রেই দুটো করে ডোজ দিতে হয় এবং ডোজ দুটো একই টিকার হতে হবে৷ কারণ দুই ডোজে দুই ধরনের টিকা নিলে কী হতে পারে সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই৷
ছবি: TASR/dpa/picture alliance
করোনা হলেও টিকা নিতে হবে?
হ্যাঁ, নেয়া ভালো৷ কারণ একবার সংক্রমিত হলে পরে আর হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই৷
ছবি: Abdesslam Mirdass/Hans Lucas/imago images
কী অবস্থায় টিকা নেয়া যাবেনা?
করোনায় আক্রান্ত অবস্থায় এবং সাধারণ সর্দি, কাশি ও জ্বর থাকলে সেই সময় টিকা নেয়া যাবে না৷ কোয়ারান্টিনে থাকার সময়ও টিকা নেয়া যাবে না৷ যাদের কোনো বিষয়ে অ্যালার্জি আছে তাদের বেশিরভাগই টিকা নিতে পারবেন৷
ছবি: Markus Schreiber/AP Photo/picture alliance
শিশুদের টিকা?
টিকাগুলো ১৬ বছর বা তার বেশি বয়সিদের দেয়ার জন্য অনুমোদন পেয়েছে৷ শিশুদের টিকা দেয়ার বিষয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট৷
ছবি: Getty Images/S. Gallup
গর্ভবতীরা টিকা নিতে পারবেন?
‘জার্মান স্ট্যান্ডিং কমিশন অন ভ্য়াকসিনেশন’ বা স্টিকো গর্ভবতীদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেনা৷ আবার না-ও করছেনা৷ তবে গর্ভবতী মায়েদের মধ্যে যাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ঝুঁকি-লাভ বিবেচনা করে টিকা নিতে পারেন বলে জানিয়েছে স্টিকো৷ এদিকে, এমআরএনএ টিকা গর্ভবতী মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বলে বিশ্বাস করেননা বিশেষজ্ঞরা৷ তবে এ বিষয়ে এখন প্রাণীর উপর গবেষণা চলছে৷
টিকা নেয়ার পর তিনদিনের মধ্যে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে৷ যেমন টিকার স্থান ফুলে যাওয়া, মাথাব্য়াথা, জ্বর, দুর্বল লাগা ইত্যাদি৷ তবে দুদিনের মধ্যে এগুলো সেরে যাবার কথা৷
ছবি: Imago Images/M. Eichhammer
অন্য টিকা নিতে কতদিন অপেক্ষা?
ইনফ্লুয়েঞ্জা, হাম, রুবেলা কিংবা টিটেনাসের টিকা নিতে চাইলে করোনার টিকা নেয়ার আগে বা পরে ১৪ দিন অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
ছবি: imago/blickwinkel
টিকা হালাল?
ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্ররা টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন তাদের টিকায় শূকরের কিছু নেই৷
ছবি: Dominic Lipinski/picture-alliance
টিকা নেয়ার পরও হাত ধোঁয়া, মাস্ক পরতে হবে?
টিকা আপনাকে কতদিন রক্ষা করতে পারে সে বিষয়ে এখনও কোনো গবেষণা নেই৷ তাই টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা চালিয়ে যেতে হবে৷