1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে নতুন ভাইরাস, বাড়ছে আক্রান্তের সংখ্যা

২০ জানুয়ারি ২০২০

নতুন ভাইরাসের প্রকোপ চীনে। আক্রান্ত বহু। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত এর মোকাবিলা করার মতো কোনও ওষুধ তৈরি হয়নি।

ছবি: Getty Images/AFP/STR

মারণ ভাইরাসের প্রকোপ ক্রমশ বাড়ছে চীনে। মধ্য চীনের ইউহান প্রদেশে নতুন করে ১৩৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বেজিং জানিয়েছে, এই নিয়ে মোট ২০০ জন আক্রান্ত হলেন কোরোনা ভাইরাসে।

গত কয়েক দিন ধরেই অজানা অসুখে ভুগতে শুরু করেছিলেন চীনের বিভিন্ন এলাকার মানুষ। প্রাথমিক ভাবে অসুখের কারণ বার করতে পারছিলেন বিশেষজ্ঞরা। পরে আবিষ্কার হয় নতুন একটি ভাইরাসের। তার জেরেই অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। তবে এখনও পর্যন্ত ভাইরাসটির কোনও প্রতিষেধক বার করা যায়নি। সাধারণ ওষুধ দিয়েই রোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন চিকিৎসকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও বা হু জানিয়েছে, সম্ভবত কোনও পশুর শরীর থেকেই এই সংক্রমণ মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে। কী ভাবে এর হাত থেকে বাঁচতে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞেরা বলছেন, দ্রুত এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ভাইরাসটি অসম্ভব ছোঁয়াচে। অতি সহজেই তা একজনের শরীর থেকে অন্য লোকের শরীরে প্রবেশ করতে পারে।

তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তার জন্য চীন সরকারের তরফ থেকেও নির্দেশিকা জারি করা হয়েছে। এ দিকে জাপান এবং থাইল্যান্ডেও ছড়িয়েছে ভাইরাসটি। অ্যামেরিকা ইতিমধ্যে তাদের দেশের বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছে। পূর্ব এশিয়া থেকে যাওয়া যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। দেখা হচ্ছে কোনও ভাবে তাদের শরীরে সংক্রমণ আছে কি না।

এর আগে একাধিক ভাইরাসের আক্রমণে মহামারি হয়েছে চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। তবে চীন প্রশাসন জানিয়েছে, মহামারি আটকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ