1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে বছরে ২৪শ’ আর ইরানে ৩৬৯টি মৃত্যুদণ্ড

৩ নভেম্বর ২০১৪

মৃত্যুদণ্ড তুলে দেয়ার দাবি বিশ্বজুড়ে৷ কিন্তু বাস্তবতা হলো মৃত্যুদণ্ড কার্যকরও হচ্ছে বিভিন্ন দেশে৷ এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ২৪’শ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে চীনে৷

Symbolbild Todesstrafe Galgen
ছবি: picture-alliance/dpa

তালিকায় এর পরই আছে ইরান, ইরাক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র৷

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ডুই হুয়া ফাউন্ডেশন জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৩ সালে অন্তত ২৪শ লোককে মৃত্যুদণ্ড দিয়েছে৷ সংস্থাটি আরো জানায়, ২০১২ সালের তুলনায় শতকরা ২০ ভাগ কমলেও চীনে মৃত্যুদণ্ডের হার এখনো সবচেয়ে বেশি৷

অবশ্য চীন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তালিকা প্রকাশ করে না৷ সে কারণে গত জুনে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দেশটির নাম সবার উপরে রাখা হলেও, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রকৃত সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি৷ ২০১৩ সালে চীন অন্তত এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ধরে নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর তালিকায় তাদের সবার ওপরে রাখে অ্যামনেস্টি৷ তারপরই এসেছে ইরান আর ইরাকের নাম৷ প্রতিবেদনে বলা হয়, গত বছর চীন ছাড়া সারা বিশ্বে মোট ৭৭৮টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ এর মধ্যে ইরানে এই দণ্ড পাওয়ায় জীবনাবসান হয় ৩৬৯ জনের আর ইরাকে ১৬৯ জনের৷

মৃত্যুদণ্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে চীন, ইরান এবং ইরাকের পরেই স্থান পেয়েছে সৌদি আরব আর যুক্তরাষ্ট্র৷ ২০১৩ সালে অন্তত ৭৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র দিয়েছে ৩৯ জনকে৷ তবে আশার কথা হলো, গত চার বছরে প্রথম বারের মতো ইউরোপ আর মধ্য এশিয়ায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ