1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে বায়ুদূষণ রোধে কর্মসূচি

২৯ অক্টোবর ২০১৩

চীনের উত্তরাঞ্চলে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে, যা সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এ জন্য বায়ুদূষণের প্রভাব নির্ণয়ে জাতীয় নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে দেশটি৷ এমনটাই সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও৷

Visitors wearing masks are seen at the Tiananmen Square in heavy smog in Beijing, China, 28 February 2013. Beijing warned residents to stay indoors as air pollution exceeded hazardous levels five days before Chinas national legislature begins its annual meeting, with thousands of delegates expected in the capital. Concentrations of PM2.5, fine air particles that pose the greatest health risk, rose to 469 micrograms per cubic meter at 10 a.m., near Tiananmen Square compared to an average of 275 in the past 24 hours, the Beijing government reported. The World Health Organization recommends 24-hour exposure to PM2.5 of no higher than 25. The level dropped to 163 at 12 p.m. The country opens its annual National Peoples Congress on March 5 to set this years growth target and discuss policies.
ছবি: picture-alliance/dpa

ডাব্লিউএইচও-র রিপোর্ট অনুযায়ী, কোনো জায়গায় দিনে পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫-এর মাত্রা ২০-র বেশি হওয়া উচিত নয়৷ আর এই মাত্রা ৩০০-এর বেশি হলে তা মারাত্মক৷ অথচ গত সপ্তাহে চীনের উত্তর পূর্বাঞ্চরীয় হাইলংজিয়াং প্রদেশের রাজধানী হার্বিনের কয়েকটি এলাকায় পিএম২.৫-এর রিডিং ১০০০-এ পৌঁছেছিল, যা ভয়াবহ৷

গত জুলাই মাসে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণার রিপোর্ট অনুযায়ী, গত সাড়ে পাঁচ বছরে চীনের দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে বায়ু দূষণের কারণে মানুষের আয়ু কমে গেছে৷ এছাড়া, শহরাঞ্চলে জনসংখ্যা বেড়ে যাওয়ায় কেবল বায়ু নয়, পানি ও মাটিতে দূষণ হচ্ছে, যা চীনা সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷

গত কয়েক বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করলেও উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তার বাস্তবায়ন খুব একটা চোখে পড়েনি৷ এ কারণেই মানব স্বাস্থ্যের উপর মারাত্মক বায়ু দূষণের সুদুরপ্রসারী প্রভাব সম্পর্কে জানতে এবং তা পর্যবেক্ষণ করতে পাঁচ বছরের জন্য একটি জাতীয় নেটওয়ার্ক বসাতে যাচ্ছে সোমবার এ তথ্য জানিয়েছে চীনের গণমাধ্যম৷ মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই নেটওয়ার্ক৷

জানা গেছে, যেসব শহরে বায়ু দূষণ সবচেয়ে বেশি, নেটওয়ার্কটি সবার আগে সেসব স্থানের তথ্য সংগ্রহ করবে এবং সেইসাথে স্থানীয় আবহাওয়া এবং বাসিন্দাদের রোগ ও মৃত্যু সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছাবে৷

এপিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ