1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে মাদক পাচারের দায়ে ক্যানাডিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড

১৫ জানুয়ারি ২০১৯

মাদক পাচারের অভিযোগে চীনে মৃত্যুদণ্ড দেওয়া হলো এক ক্যানাডিয়ান নাগরিককে৷ সাজাপ্রাপ্ত ব্যক্তির আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷

China, Liaoning: Todesurteil für kanadischen Drogenschmuggler
ছবি: picture-alliance/dpa/CCTV

২০১৪ সালে, ৩৬ বছর বয়সি ক্যানাডিয়ান নাগরিক রবার্ট শেলেনবার্গকে মাদক পাচারের দায়ে চীনের গুয়াংঝোউ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযোগপত্র অনুযায়ী, মোট ২২২ কিলোগ্রাম মেথামফেটামিন অস্ট্রেলিয়ায় পাচারের চেষ্টা করছিলেন রবার্ট৷ ঘটনাটি ২০১৪ সালে সেভাবে খবরে না এলেও গত কয়েক মাসে নতুন করে শুরু হয়েছে আলোচনা৷

প্রথমে আদালত ১৫ বছরের কারাদণ্ড দিলেও ২০১৮ সালের ডিসেম্বরে সাজা বাড়িয়ে মৃত্যদণ্ড দেয়া হয়৷

এ ঘটনা ঘিরে চাপান-উতোরের মধ্যে দিয়ে যাচ্ছে চীন-ক্যানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক৷ ইতিমধ্যে ফাঁসির আদেশের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো৷

মাদক-জালে চীন-ক্যানাডা সম্পর্ক

 রবার্টের এর আগে ক্যানাডাতেও মাদক পাচারের দায়ে জেল খাটার অভিজ্ঞতা রয়েছে৷ ক্যানাডিয়ান সূত্র অনুযায়ী, সেখানেও তিনি মাদকচক্রের সাথে জড়িত ছিলেন৷

কিন্তু রবার্টের আইনজীবীর মতে, এই তথ্যগুলি আগেই আদালতের কাছে পেশ করা হয়েছিল, যার ভিত্তিতে আদালত রবার্টকে ১৫ বছর কারাবাসের সাজা দেয়৷

যথেষ্ট নতুন সাক্ষ্য বা প্রমাণ না থাকা সত্ত্বেও যেভাবে একদিনের মধ্যেই রবার্টের সাজা বাড়িয়ে মৃত্যদণ্ড করা হলো, তা নিয়ে অনেকেই আঙুল তুলছেন চীন ও ক্যানাডার মধ্যে খারাপ হতে থাকা সম্পর্কের দিকে৷

 গত ডিসেম্বরে চীনা নাগরিক ও প্রযুক্তি সংস্থা ‘হুয়াওয়েই'-র কর্মকর্তা মেং ওয়ানচৌ-কেও মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করে ক্যানাডিয়ান পুলিশ৷

ডিসেম্বরের পর থেকে আরো দু'জন ক্যানাডিয়ান নাগরিককে অবৈধ মাদক পাচারের দায়ে  গ্রেপ্তার করেছে চীনা কর্তৃপক্ষ৷ কিন্তু কারো সাজাই রবার্টের মতন চরম হয়নি৷ যদিও চীনা পুলিশের মতে রবার্টের গ্রেপ্তার হওয়ার সাথে বাকি দুটি ঘটনার কোনো সম্পর্ক নেই৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ