চীনের শিনঝিয়াং প্রদেশে প্রায় এক কোটি মুসলমানের বাস৷ সেখানকার কয়েকটি সরকারি অফিসের ওয়েবসাইটে রোজা রাখা ও ধর্মীয় রীতি পালনের উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে৷
বিজ্ঞাপন
রাজ্যের করলা শহর কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শিশুরা রোজা রাখতে পারবেন না এবং কোনো ধর্মীয় রীতি পালন করতে পারবেন না৷'' এছাড়া রোজার মাসে খাবার ও পানীয়ের দোকানও বন্ধ রাখা যাবে না বলে জানানো হয়েছে৷ যদিও চীনের মন্ত্রিসভা বলেছে, মুসলমানরা চাইলে রোজার সময় তাদের রেস্তোরাঁ ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে৷
শুইমগু জেলার শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একটি নোটিস জারি করা হয়েছে৷ তাতে রোজার মাসে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মসজিদে যেতে নিষেধ করা হয়েছে৷
উল্লেখ্য, শিনঝিয়াং রাজ্যের মুসলমানরা উইগুর সম্প্রদায়ের৷ সেখানকার নিরাপত্তা কর্মীদের সঙ্গে উইগুরদের মাঝেমধ্যেই সংঘাত লেগে থাকে৷ মানবাধিকার সংস্থাগুলোর মতে, সংখ্যালঘু উইগুরদের উপর বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা শিনচিয়াং রাজ্যে উত্তেজনার কারণ৷
সবচেয়ে লম্বা সময়ের রোজা যেসব দেশে
বিশ্বের উত্তর গোলার্ধের কিছু দেশে মুসলিমদের ১৭ ঘণ্টা পর্যন্ত এবার রোজা রাখতে হচ্ছে৷ ছবিঘরে দেখে নিন কোন দেশগুলোতে মুসলমানদের কত সময় রোজা রাখতে হচ্ছে৷
ছবি: KIRILL KUDRYAVTSEV/AFP/Getty Images
আইসল্যান্ড – সাড়ে ১৭ ঘণ্টা
আইসল্যান্ডে প্রায় তিন হাজার মুসলিমের বাস৷ তাদের মধ্যে যারা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করেন, তারা একদিক থেকে বিশ্বের আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান৷ আইসল্যান্ডের রাজধানীতে এবারের রোজার শুরুতে সেহরি সারতে হচ্ছে পাঁচটা ১২ মিনিটের মধ্যে আর ইফতার সাতটা ১৯ মিনিটে৷ রোজার শেষ নাগাদ সেহরি খেতে হবে তিনটা ২০-এ আর ইফতার রাত ৮টা ৪৫ মিনিটে৷ কত হলো? ১৭ ঘণ্টা ২৫ মিনিট!
ছবি: Fotolia/Dietmar Schäffer
ফিনল্যান্ড- ১৭ ঘণ্টা
ফিনল্যান্ডের হেলসিনকিতে প্রথম রোজায় সেহরির শেষ সময় ছিল ভোর চারটা ২৮ মিনিটে৷ আর ইফতারের সময় সন্ধ্যা ছয়টা ১২৷ শেষ রোজায় সেহরি খেতে হবে রাত তিনটা ১৭ মিনিটে আর ইফতার আটটা ২৬ মিনিটে৷ অর্থাৎ, ১৭ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে৷
ছবি: NATALIA KOLESNIKOVA/AFP
নরওয়ে – ১৭ ঘণ্টা
নরওয়ের রাজধানী অসলোতে প্রথম রোজায় সেহরির সময় ছিল রাত চারটা ২২ মিনিট পর্যন্ত৷ আর ইফাতারের সময় সন্ধ্যা ছয়টা ১১৷ শুরুতে পৌনে ১৪ ঘণ্টা হলেও শেষ দিকে গিয়ে রোজা রাখতে হবে প্রায় ১৭ ঘণ্টা, ভোর রাত তিনটা ২৫ থেকে পরবর্তী রাত আটটা ১৯ পর্যন্ত৷
ছবি: Dalibor Brlek/Zoonar/picture alliance
মস্কো, রাশিয়া–১৬ ঘণ্টা
রাশিয়ার রাজধানী মস্কোতে শুরুর দিকে ১৩ ঘণ্টা ২২ মিনিট রোজা রাখতে হচ্ছে৷ তবে শেষে তা আরো তিন ঘণ্টা বৃদ্ধি পাবে৷ রাত তিনটা ৩৩-এ সেহরি খেয়ে ইফতারের সুযোগ মিলবে সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে৷
ছবি: picture-alliance/dpa/Sputnik/N. Seliverstova
জার্মানি – ১৬ ঘণ্টা
এ বছর জার্মানির বার্লিনে রোজার শুরুতে ধর্মপ্রাণ মুসলমানকে সেহরি খেতে হচ্ছে শেষ রাত চারটা ৪২ মিনিটে আর ইফতার সন্ধ্যা ছয়টা ১৬ মিনিটে৷ আর শেষ রোজায় সেহরির সময় চারটা ১৮ মিনিট আর ইফতার রাত আটটা নয় মিনিটে৷ অর্থাৎ, ১৫ ঘণ্টা ৫১ মিনিট রোজা রাখতে হবে৷
ছবি: picture-alliance/Frank Rumpenhorst
ইংল্যান্ড – ১৫ ঘণ্টা
ইংল্যান্ডে শেষ রোজায় সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য প্রায় সোয়া ১৫ ঘণ্টা৷ প্রথম রমজানে সেহরির সময়সীমা প্রায় পৌনে চারটা পর্যন্ত৷ ইফতার সন্ধ্যা ছয়টা নাগাদ, যা শেষ রোজায় প্রায় আটটায় গিয়ে ঠেকবে৷
ছবি: Getty Images/P. Macdiarmid
ক্যানাডা – ১৩ ঘণ্টা
প্রায় ১৮ লাখ মুসলিমের বসবাস ক্যানাডায়৷ রাজধানী অটোয়ায় শুরুর দিকে ভোর ছয়টা পর্যন্ত সেহরি খেয়ে সন্ধ্যা সাতটার কিছু পরে ইফতারের সময় হবে৷ অর্থাৎ, পৌনে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে দেশটিতে বসবাসরত মুসলিমদেরকে৷
ছবি: Sean Kilpatrick/empics/picture alliance
তুরস্ক – পৌনে ১৩ ঘণ্টা
মুসলিমপ্রধান দেশ তুরস্কে এবার সেহরির প্রায় ১৪ ঘণ্টা পর ইফতার করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের৷ আঙ্কারায় প্রথম রোজায় সেহরির সময়সীমা ছিল বিকাল সাড়ে পাঁচটায় আর ইফতার ছয়টা ৫২-তে৷ শেষ দিকে পৌনে পাঁচটার মধ্যে সেহরি খেয়ে ইফতার করা যাবে সন্ধ্যা সাতটা ২২ মিনিটে৷
ছবি: Kianoosh Mohseni
সৌদি আরব– পৌনে ১৪ ঘণ্টা
সৌদি আরবে এবার রোজা রাখতে হচ্ছে ১৩ ঘণ্টা থেকে প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত৷ রাজধানী রিয়াদে শুরুর দিকে ভোর প্রায় পাঁচটা পর্যন্ত সেহরি খাওয়ার সময় পাওয়া যাবে৷ আর ইফতার করা যাবে সন্ধ্যা ছয়টার দিকে৷ শেষ রোজায় সেহরি সারতে হবে সোয়া চারটার মধ্যে৷
ছবি: FAYEZ NURELDINE/AFP/Getty Images
9 ছবি1 | 9
বিশ্ব উইগুর কংগ্রেস এর দিলশাত রক্ষিত রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘চীন মনে করে উইগুরদের ইসলামি বিশ্বাস বেইজিং-এর শাসকদের জন্য হুমকি৷''
ভারতের মুসলমানরা চীনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷ তারা চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর প্রতিমূর্তি পুড়িয়েছে৷
এদিকে, শিনঝিয়াং প্রদেশের সরকারি কার্যালয় থেকে যখন রোজার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখন ঐ রাজ্যেরই শীর্ষ কমিউনিস্ট নেতা মুসলমানদের রোজার শুভেচ্ছা জানিয়েছেন৷
#
রমজানে রকমারি ইফতার পাবেন যেখানে
সারাদিন রোজা রাখার পর ইফতারে বিশেষ কিছু খেতে চান মুসলমানরা৷ আর তাঁদের সেই চাহিদার কথা বিবেচনা করেই ঢাকার বিভিন্ন স্থানে বসে ইফতারির বাজার৷ চলুন আমাদের আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের চোখে দেখা যাক ইফতারির রকমারি আয়োজন৷
ছবি: DW/Mustafiz Mamun
চকবাজারের ইফতারির বাজার
ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারের বাজার৷ চকবাজারের শাহী মসজিদের সামনের সড়ক জুড়ে বসে ইফতারের এ বাজার৷ রমজান মাসে প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বাজারে ইফতারি সামগ্রী বিকিকিনি হয়৷
ছবি: DW/Mustafiz Mamun
মানুষের ভিড়
চকবাজারে ইফতারি সামগ্রী কিনতে মানুষের ভিড়৷ সাধারণত দুপুরের পর থেকে এ বাজার বসলেও ভিড় লাগে আসরের নামাজের পর৷ এ বাজারের মূল ক্রেতা পুরনো ঢাকার বাসিন্দারা হলেও, ঢাকা শহরের সব যায়গা থেকেই কম-বেশি ক্রেতার সমাগম ঘটে৷
ছবি: DW/Mustafiz Mamun
আগের মতো ব্যবসা নেই
পুরনো ঢাকার ইফতারি সামগ্রীর মধ্যে মুরগি আর খাসির রোস্ট অন্যতম৷ প্রতি রমজান মানে এখানে প্রায় ৪০ বছর ধরে এ খাবারটি বিক্রি করেন নান্নু মিয়া৷ তিনি জানালেন, সব কিছুর দাম বেড়ে যাওয়ায় এখন আর আগের মতো ব্যবসা নেই তাঁর৷ তারপরেও বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে রমজানে ইফতারি বিক্রি করেন তিনি৷
ছবি: DW/Mustafiz Mamun
‘বড় বাপের পোলায় খায়’
পুরনো ঢাকার ইফতারি সামগ্রীর মধ্যে সবচেয়ে নাম ডাক যে খাবারটি, তার নাম ‘বড় বাপের পোলায় খায়’৷ প্রায় ১৫ পদের খাবারের সঙ্গে ১৬ পদের মশলার মিশ্রণে তৈরি হয় বিশেষ এই খাবার৷ খাবারটি তৈরিতে প্রয়োজন হয় বুটো ডাল, চিড়া, খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, কোয়েলের মাংস, গরুর মগজ, কলিজা, মুরগির ডিম, সরিষার তেল, ঘি আরো অনেক কিছু্৷
ছবি: DW/Mustafiz Mamun
আরো যা জনপ্রিয়
চকবাজারের ইফতারির মধ্যে চপ, পিয়াজু বা পেয়াজি এবং কাবাবও বেশ জনপ্রিয়৷
ছবি: DW/Mustafiz Mamun
‘তেল ভাজা খাবার ক্ষতিকর’
চকবাজারের তেলে ইফতারি সামগ্রী ভাজছেন বিক্রেতারা৷ এখানকার ইফতারি সামগ্রী মধ্যে তৈলাক্ত খাবারের প্রাধান্যই বেশি৷ সারাদিন রোজা রাখার পরে অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
ছবি: DW/Mustafiz Mamun
স্বাস্থ্য সচেতন ইফতারি
চকবাজারে তৈলাক্ত খাবারের পাশাপাশি তাজা ফলও পাওয়া যায় ইফতারির জন্য৷ যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন তাদের কাছে ইফতারিতে তাজা ফলের কদর বেশি৷
ছবি: DW/Mustafiz Mamun
ধর্মীয় আলোচনা
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রোজার সময় ইসলামি আলোচনা করছেন৷ রমজান মাসে দুপুরের পর থেকে এ মসজিদে নানান দলে বিভক্ত হয়ে ইসলামি আলোচনা কিংবা কোরআন শিক্ষার আসর বসান৷
ছবি: DW/Mustafiz Mamun
ইফতারির ব্যস্ততা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইফতারি তৈরিতে ব্যস্ত লোকজন৷ রোজার মাসে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এখানে প্রতিদিন কয়েকশ লোক ইফতারি করেন৷ সবার জন্যই এ ইফতারি উম্মুক্ত৷
ছবি: DW/Mustafiz Mamun
ইফতারির অপেক্ষা
বায়তুল মোকাররম মসজিদে ইফতারির অপেক্ষায় মুসলমানরা৷ জাতীয় এ মসজিদের পেছনের অংশে সাড়িবদ্ধভাবে বসে রোজাদাররা ইফতারি করেন৷
ছবি: DW/Mustafiz Mamun
গণইফতারির একাংশ
বায়তুল মোকাররম মসজিদে গণইফতারির একাংশ৷ এখানে একটি প্লেটে সাত থেকে আটজন খাবার খেয়ে থাকেন৷ রোজাদারদের অনেকেই মনে করেন একসঙ্গে খাওয়া নাকি পুণ্যের৷
ছবি: DW/Mustafiz Mamun
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইফতারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বন্ধুরা মিলে ইফতারিতে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ ইফতারের সময় এখানে দেখা যায ভিন্ন চিত্র৷ প্রাক্তন শিক্ষার্থীরাও দল বেধে ইফতারি করতে টিএসসিতে আসেন৷