1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে হামলা

১ জুলাই ২০১৩

গত সপ্তাহে দু দুটি হামলা হয়েছে চীনের শিনচিয়াং প্রদেশে৷ মারা গেছে ৩৫ জন৷ ভয়াবহ এ হামলা এবং সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে দেখা দেয়া উত্তেজনার জন্য সিরীয় বিদ্রোহীদের দায়ী করেছে চীন৷

GettyImages 171834886 Chinese armed police patrol the streets of the Muslim Uighur quarter in Urumqi on June 29, 2013 after a series of recent terrorist attacks hit the Xinjiang region. China's state-run media on June 29 blamed around 100 people it branded as 'terrorists' for sparking 'riots' in the ethnically-divided region of Xinjiang, where clashes killed 35 two days earlier. AFP PHOTO / Mark RALSTON (Photo credit should read MARK RALSTON/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

চীনের শিনচিয়াং প্রদেশে মুসলিম উইগুরদের স্বাধীকার আন্দোলন চলছে অনেক দিন ধরে৷ গত সপ্তাহে দু দুটি রক্তক্ষয়ী হামলায় ৩৫ জন প্রাণ হারান৷ হামলার জন্য ‘পূর্ব তুর্কস্তান' নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত উইগুরদেরই দায়ী করা হচ্ছে৷ তবে উইগুরদের প্রশিক্ষণ এবং অন্যান্য ধরণের সহযোগিতার জন্য চীন অভিযোগের আঙুল তুলেছে সিরিয়ার বিদ্রোহীদের দিকে৷ চীনের ‘দ্য গ্লোবাল টাইমস' পত্রিকার দেয়া খবর অনুযায়ী, সে দেশের সন্ত্রাস বিরোধী সংস্থা জানতে পেরেছে, উইগুরদের একটা অংশ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের হয়ে লড়ছে৷ বিদ্রোহীরা তাঁদের প্রশিক্ষণও দিচ্ছে৷ দ্য গ্লোবাল টাইমস চীনের সরকার নিয়ন্ত্রিত পত্রিকা৷ এর মাধ্যমে সরকারের মতামতই প্রকাশিত হয় বলে ধারণা করা হয়৷

সিরিয়ার যুদ্ধে এ পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে৷ শান্তি প্রতিষ্ঠার নানা রকমের উদ্যোগ চলছে৷ বাহরাইনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সঙ্গে উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও আলোচনা হয়েছে সিরিয়া সংকট নিয়ে৷ সেখানে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের চলমান উদ্যোগকে সফল করায় ভূমিকা রাখার অঙ্গীকারও করেছে দু'পক্ষ৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ