1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে হামলা

১ জুলাই ২০১৩

গত সপ্তাহে দু দুটি হামলা হয়েছে চীনের শিনচিয়াং প্রদেশে৷ মারা গেছে ৩৫ জন৷ ভয়াবহ এ হামলা এবং সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে দেখা দেয়া উত্তেজনার জন্য সিরীয় বিদ্রোহীদের দায়ী করেছে চীন৷

GettyImages 171834886 Chinese armed police patrol the streets of the Muslim Uighur quarter in Urumqi on June 29, 2013 after a series of recent terrorist attacks hit the Xinjiang region. China's state-run media on June 29 blamed around 100 people it branded as 'terrorists' for sparking 'riots' in the ethnically-divided region of Xinjiang, where clashes killed 35 two days earlier. AFP PHOTO / Mark RALSTON (Photo credit should read MARK RALSTON/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

চীনের শিনচিয়াং প্রদেশে মুসলিম উইগুরদের স্বাধীকার আন্দোলন চলছে অনেক দিন ধরে৷ গত সপ্তাহে দু দুটি রক্তক্ষয়ী হামলায় ৩৫ জন প্রাণ হারান৷ হামলার জন্য ‘পূর্ব তুর্কস্তান' নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত উইগুরদেরই দায়ী করা হচ্ছে৷ তবে উইগুরদের প্রশিক্ষণ এবং অন্যান্য ধরণের সহযোগিতার জন্য চীন অভিযোগের আঙুল তুলেছে সিরিয়ার বিদ্রোহীদের দিকে৷ চীনের ‘দ্য গ্লোবাল টাইমস' পত্রিকার দেয়া খবর অনুযায়ী, সে দেশের সন্ত্রাস বিরোধী সংস্থা জানতে পেরেছে, উইগুরদের একটা অংশ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের হয়ে লড়ছে৷ বিদ্রোহীরা তাঁদের প্রশিক্ষণও দিচ্ছে৷ দ্য গ্লোবাল টাইমস চীনের সরকার নিয়ন্ত্রিত পত্রিকা৷ এর মাধ্যমে সরকারের মতামতই প্রকাশিত হয় বলে ধারণা করা হয়৷

সিরিয়ার যুদ্ধে এ পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে৷ শান্তি প্রতিষ্ঠার নানা রকমের উদ্যোগ চলছে৷ বাহরাইনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সঙ্গে উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও আলোচনা হয়েছে সিরিয়া সংকট নিয়ে৷ সেখানে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের চলমান উদ্যোগকে সফল করায় ভূমিকা রাখার অঙ্গীকারও করেছে দু'পক্ষ৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ