1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন-অ্যামেরিকা সংঘাতের মুখে বিশ্ব বাণিজ্য

১৯ নভেম্বর ২০১৮

এই প্রথম যৌথ ঘোষণাপত্র ছাড়াই শেষ হলো অ্যাপেক সম্মেলন৷ অ্যামেরিকা ও চীনের মধ্যে জোরালো সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আরো বাধাবিঘ্নের আশঙ্কা দেখা যাচ্ছে৷

Papua-Neuguinea APEC Gipfel
ছবি: Getty Images/AFP/S. Khan

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের বাণিজ্যিক গোষ্ঠী অ্যাপেক বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতির উপর বড় প্রভাব ফেলে৷ এতকাল এই গোষ্ঠীর বাৎসরিক শীর্ষ সম্মেলনে অনেক বিরোধ ও সংকট মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে৷ কিন্তু পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মর্সবি শহরে এ বারের সম্মেলনে গোষ্ঠীর ইতিহাসে এই প্রথম কোনো যৌথ ঘোষণাপত্র সম্পর্কে ঐকমত্য হাসিল করা সম্ভব হলো না৷মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেড়ে চলা সংঘাতের কারণেইএমন অচলাবস্থা সৃষ্টি হয়েছে৷ আয়োজক দেশের প্রধানমন্ত্রী পিটার ও'নেইল বলেন, ‘‘ঘরে যে দুই দৈত্য রয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে৷''

এবারের সম্মেলনে একাধিক বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সংঘাতের প্রতিফলন ঘটেছে৷ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিইটিও-র সংস্কারের প্রস্তাব তার মধ্যে অন্যতম৷ বাণিজ্য সংক্রান্ত বিরোধ মেটাতে এই প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিয়েও বিতর্ক দেখা গেছে৷

পোর্ট মর্সবি শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন৷ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অ্যামেরিকার প্রতিনিধিত্ব করেন৷রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরপুটিন-ও আসেননি৷ তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত জোরালোভাবে গোটা অঞ্চলে নিজের দেশের প্রভাব-প্রতিপত্তি আরো মজবুত করার চেষ্টা চালিয়ে গেছেন৷ উপস্থিত নেতাদের তিনি নিজের ‘বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগে অংশ নেবার আহ্বান জানিয়েছেন৷

মাইক পেন্স তাঁর ভাষণে এবং পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে কোনো রাখঢাক না করেই চীনের তীব্র সমালোচনা করেন৷ তিনি সাফ জানিয়ে দেন, চীন তার নীতির পরিবর্তন না করলে প্রায় ২৫,০০০ কোটি ডলার মূল্যের চীনা পণ্যের উপর থেকে শাস্তিমূলক শুল্ক তুলে নেওয়া হবে না৷ তাঁর অভিযোগ, বেইজিং নিজস্ব স্বার্থের দোহাই দিয়ে শুল্ক ও কোটা ব্যবস্থা চালু রেখেছে, বিদেশি কোম্পানিগুলিকে প্রযুক্তি হস্তান্তর করতে বাধ্য করে এবং মেধাসত্ত্ব চুরি করে৷ সেইসঙ্গে চীন গোটা অঞ্চলে সমুদ্রপথে বাধা সৃষ্টি করছে৷ সে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও দুশ্চিন্তার কারণ৷ চীন সহযোগিতার নামে বিভিন্ন দেশগুলির উপর অস্বাভাবিক মাত্রায় ঋণের বোঝা চাপিয়ে দেয় বলে অভিযোগ করেন পেন্স৷

চীন ও অ্যামেরিকার মধ্যে এই সংঘাতের ফলে অ্যাপেকের বাকি সদস্যদেশগুলির মধ্যেও অস্বস্তি লক্ষ্য করা গেছে৷ অনেকের পক্ষেই কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়া সহজ নয়৷ পাপুয়া নিউগিনির মতো দেশ এতকাল এই দুই দেশ থেকেই বিনিয়োগ আদায় করে উপকৃত হয়েছে৷ তবে অন্য অনেক দেশের পক্ষে দুই নৌকায় পা দিয়ে চলা সহজ হচ্ছে না৷ চীন ও অ্যামেরিকার মধ্যে এমন বিষাক্ত পরিবেশে এমনকি ভবিষ্যতে বাৎসরিক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে৷ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আরো ব্যাঘাতের সম্ভাবনার প্রেক্ষাপটে সার্বিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ