1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা

১৯ জানুয়ারি ২০২১

এক বিশেষজ্ঞ দলের মতে, গত বছরের জানুয়ারি মাসে করোনা সংকট সামলাতে ব্যর্থ হওয়ায় চীন ও ডাব্লিউএইচও যথেষ্ট উদ্যোগ নেয় নি৷ তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমূল সংস্কারের পরামর্শ দিয়েছেন৷

এক বিশেষজ্ঞ দলের মতে, গত বছরের জানুয়ারি মাসে করোনা সংকট সামলাতে ব্যর্থ হওয়ায় চীন ও ডাব্লিউএইচও যথেষ্ট উদ্যোগ নেয় নি৷ তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমূল সংস্কারের পরামর্শ দিয়েছেন৷
ছবি: Vincent Yu/AP Photo/picture alliance

বিশ্বব্যাপী করোনা সংকট প্রায় এক বছর পূর্ণ করতে চলেছে৷ এই সময়কালে বারে বারে প্রশ্ন উঠেছে – ঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নিলে কি এমন বিপর্যয় এড়ানো সম্ভব হতো? নিরপেক্ষ বিশেষজ্ঞদের এক দল ঠিক এমনটাই মনে করছে৷ তাদের মতে, গত বছরের জানুয়ারি মাসে কোভিড ১৯-এর প্রাথমিক প্রাদুর্ভাব সামলাতে চীনের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত ছিল৷ সে দেশের গণস্বাস্থ্য অবকাঠামো শুরুতেই কড়া পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারতো৷ সেইসঙ্গে ৩০শে জানুয়ারির মধ্যে ডাব্লিউএইচও আন্তর্জাতিক স্তরে জরুরি অবস্থা ঘোষণা করলে করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বজুড়ে এমন মারাত্মক আকার ধারণ করতো না বলেও বিশেষজ্ঞরা মনে করছেন৷ তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্টেই এমন চিত্র উঠে এসেছে৷ আগামী মে মাসে ডাব্লিউএইচও-র ১৯৪-টি সদস্য দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে৷

নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ও লাইবেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এলেন জনসনের নেতৃত্বে বিশেষজ্ঞদের দল ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের পরামর্শ দিয়েছেন৷ বিশ্বের একাধিক দেশে কোভিড ১৯-এর মতো ছোঁয়াচে ভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠান দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এমন সংস্কার জরুরি বলে তারা মনে করেন৷ উল্লেখ্য, কঠিন পরিস্থিতি সত্ত্বেও ডাব্লিউএইচও-র এমার্জেন্সি কমিটির প্রথম বৈঠক ২০২০ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিল৷ ১১ই মার্চ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি শব্দটিই ব্যবহার করেনি৷ তবে সব দায় শুধু এই প্রতিষ্ঠানের উপর না চাপিয়ে বিশেষ করে মহামারির বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সীমিত ক্ষমতার প্রতি নজর আকর্ষণ করেছেন বিশেষজ্ঞরা৷

এমন এক সময় বিশেষজ্ঞদের রিপোর্ট প্রকাশিত হলো, যখন বিশ্বের অনেক প্রান্তে করোনা সংকট সবচেয়ে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ এমারজেন্সি বিশেষজ্ঞ মাইক রায়ান মনে করছেন, অদূর ভবিষ্যতে প্রতি সপ্তাহে করোনাভাইরাসের কারণে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে৷

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনো মহামারি এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতার কড়া সমালোচনা করেছিলেন৷ এই প্রতিষ্ঠানকে ‘চীন-কেন্দ্রিক' আখ্যা দিয়ে তিনি অ্যামেরিকার সদস্যপদ বাতিল করেছিলেন৷ অন্যদিকে ফ্রান্স ও জার্মানির মতো দেশ এই প্রতিষ্ঠানের দুর্বলতা কাটাতে বাড়তি অর্থ ও ক্ষমতার প্রস্তাব দিয়েছে৷

এদিকে করোনা সংকট মোকাবিলা করতে টিকাদান কর্মসূচি যথেষ্ট দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে না বলে বিশ্বের অনেক প্রান্তে অভিযোগ উঠছে৷ চলতি সপ্তাহে বিভিন্ন দেশ তাই নড়েচড়ে বসছে৷ রাশিয়া সে দেশের সব নাগরিকের জন্য টিকার ব্যবস্থা করেছে বলে জানিয়েছে৷ তবে রাজধানী মস্কোয় যথেষ্ট ‘স্পুটনিক ভি' টিকা পাওয়া গেলেও দেশের সব প্রান্তে এখনো যথেষ্ট পরিমাণে সরবরাহ হচ্ছে না৷ ভারতেও বিশাল আকারে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ তবে তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে সেই টিকা গ্রহণ করছেন না৷ নরওয়েতে ৩৩ জন অশীতিপর বৃদ্ধের মৃত্যুর পর এমন ধরনের মানুষের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ