ইইউ ইউক্রেনকে সাহায্য করে রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেছে। এর ফল ইইউ-কে ভুগতে হবে, বলেছেন লাভরভ।
বিজ্ঞাপন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ সোমবার দেশের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনকে যেভাবে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি, তা দৃষ্টিকটূ। এর জন্য রাশিয়ার সঙ্গে ইইউ-র ক্রমশ দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব আরো বাড়বে এবং ইইউ-কে তার ফল ভুগতে হবে। রাশিয়া দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনোরকম আপোস করবে না। এবং তার জন্য সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।
অন্যদিকে, সম্প্রতি চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফর নিয়েও বহু কথা বলেছেন লাভরভ। জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টের ১০ ঘণ্টার উপর আলোচনা হয়েছে। চীন এবং রাশিয়া কৌশলগতভাবে কমরেড। আগামী দিনে দুই দেশের সমঝোতা যাতে আরো মজবুত হয়, তা নিয়ে আলোচনা হয়েছে শি জিনপিং এবং ভ্লাদিমির পুটিনের।
ইউক্রেন-রাশিয়ার তীব্র ড্রোনযুদ্ধ
কয়েকদিন আগেও ইরানের ড্রোনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে দেশে দেশে৷ বিক্ষোভকারীদের দাবি ছিল- ইরানের দেয়া ড্রোন দিয়ে রাশিয়ার হামলা থামাতে হবে৷ সম্প্রতি ইউক্রেনও ড্রোন হামলা শুরু করায় যুদ্ধ রূপ নিয়েছে ‘ড্রোনাড্রোনিতে’৷
ছবি: Stringer/REUTERS
ইউক্রেন তখন অসহায়
২০২২ সালের শেষ দিকে ইউক্রেনে নিয়মিত দেখা যেতো এমন দৃশ্য ৷ নিয়মিত বিরতিতে মৃত্যুদূত হয়ে উড়ে আসতো রাশিয়ার পাঠানো ড্রোন৷ সেই ড্রোনের ফেলা বোমায় ধসে পড়তো ভবন, মৃত্যু হতো অনেকের৷ ড্রোনের বিরুদ্ধে লড়াই এভাবে বন্দুক দিয়েই করতেন ইউক্রেনের সৈন্যরা৷ দূর আকাশে কিছু দেখা গেলেই এভাবে বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়তেন তারা৷
ছবি: Vadim Sarakhan/REUTERS
প্রথম মাসে ২২০টি ড্রোন ধ্বংস
২০২২ সালের অক্টোবরে ইউক্রেনের সৈন্যরা গুলি করে কমপক্ষে ২২০টি ড্রোন ধ্বংস করে৷ তারপরও অবশ্য ড্রোন হামলার ভয়াবহতা কমানো যাচ্ছিল না৷
ছবি: Roman Petushkov/REUTERS
যুদ্ধ রাশিয়ার, আলোচনায় ইরান
ওপরের ছবিতে ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক এলাকা৷ এমন ভয়াবহ সব হামলার জন্য রাশিয়ার প্রতি নিন্দা জানালেও বারবারই ঘুরেফিরে আসছিল ইরানের কথা৷ কারণ, ইউক্রেনের দাবি- ইরানের দেয়া শাহেদ-১৩৬ ড্রোন দিয়েই এসব হামলা চালাচ্ছিল রাশিয়া৷ ইউক্রেন তখন রাশিয়াকে এভাবে ড্রোন দিয়ে সহায়তা করায় বিশ্ব নেতৃত্বের প্রতি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও তোলে৷
ছবি: Oleksii Chumachenko/ZUMA Wire/IMAGO
কিয়েভে ইরান-বিরোধী বিক্ষোভ
রাশিয়া ইরানের দেয়া ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে- এই অভিযোগে কিয়েভে ইরান দূতাবাসের সামনে বেশ কয়েকবার বিক্ষোভ সমাবেশ করেন কিয়েভবাসীরা৷
গত ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরেও ইউক্রেনীয় শরণার্থীরা রাশিয়াকে ড্রোন দেয়ায় ইরানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন৷
ছবি: Sachelle Babbar/ZUMAPRESS/picture alliance
ড্রোনের জবাবে ড্রোন
তবে ইউক্রেন এখন আর শুধু ড্রোন-হামলা ঠেকিয়েই অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে না৷ ইউক্রেনীয় সৈন্যরাও ড্রোন পাঠিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সৈন্যদের ওপর৷ ওপরের ছবিতে দনেৎস্কের ভুলেদার এলাকা থেকে ড্রোন হামলা চালাচ্ছেন এক ইউক্রেনীয় সৈন্য৷
ছবি: Lisi Niesner/REUTERS
সার্চ লাইটের আলোয় ড্রোন খোঁজা
শুধু হামলা চালালেই তো হবে না, প্রতিরক্ষের হামলা নস্যাৎও করতে হবে৷ কিয়েভের আকাশে সার্চ লাইটের আলো ফেলে তা-ই নিশ্চিত করার চেষ্টা করছেন ইউক্রেনের সৈন্যরা৷ আলোয় রাশিয়ার কোনো ড্রোন দেখা গেলেই গুলি চালান তারা৷
ছবি: Gleb Garanich/REUTERS
অ্যান্টি-ড্রোন রাইফেল
দনেৎস্কের হরলিভকা এলাকায় অ্যান্টি-ড্রোন রাইফেল হাতে ইউক্রেনের এক সৈন্য৷
ছবি: Oleksandr Ratushniak/REUTERS
রিমোট হাতে যুদ্ধ
ইউক্রেনে প্রায়ই সৈন্যদের হাতে এক ধরনের রিমোট দেখা যায়, যেগুলোর একমাত্র কাজ ড্রোন পরিচালনা করা৷ ছবির এই সৈন্যের হাতেও ড্রোন চালানোর একটি রিমোট৷
ছবি: Lisi Niesner/REUTERS
রাশিয়াতেও ড্রোন-আতঙ্ক
ইদানীং রাশিয়ার কিছু অঞ্চলে ইউক্রেনের ড্রোন বেশ আতঙ্ক ছড়িয়েছে৷ ওপরের ছবিটি রবিবার (২৬ মার্চ) রাশিয়ার তুলা অঞ্চলের কিরীভস্ক শহরে তোলা৷ ইউক্রেনের পাঠানো ড্রোন থেকে ফেলা বোমায় সেখানকার ভবনও বিধ্বস্ত৷
ছবি: Vitaliy Belousov/SNA/IMAGO
ভরসার অপর নাম ইউএভি
কোনো চালক ছাড়াই ছোট ছোট এসব বাহন উড়ে যে কোনো জায়গায় চলে যেতে পারে বলে এগুলোর আরেক নাম আনম্যানড এরিয়াল ভেহিকেল, সংক্ষেপে ইউএভি৷ জাপোরোনিঝিয়ায় ইউক্রেনীয় এই সেনার হাত থেকে এক্ষুনি উড়ে যাবে ইউএভিটি৷
ছবি: Stringer/REUTERS
12 ছবি1 | 12
বস্তুত, শি যে সময় রাশিয়া সফর করেছেন, ঠিক সেই সময়েই পুটিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক আদালত। ঠিক সেই সময়ে শি রাশিয়া পৌঁছানোয় ইউরোপের বহু বিশ্লেষক বলেছিলেন, ক্ষমতা জাহির করতেই এই সময় শিয়ের সঙ্গে বৈঠকে বসছেন পুটিন। একইসঙ্গে তারা বলেছিলেন, রাশিয়া এবং চীনের মধ্যে অসম সমঝোতা তৈরি হচ্ছে। চীন রাশিয়ার পরিস্থিতির সুযোগ নিয়ে সস্তায় প্রাকৃতিক গ্যাস এবং তেল নেওয়ার চেষ্টা করছে।
এদিন, এই বক্তব্যের ঘোর সমালোচনা করেছেন লাভরভ। তার বক্তব্য, দুই দেশ সমানে সমানে কৌশলগত সমঝোতা করেছে। লাভরভের পাল্টা সমালোচনা, রাশিয়া এবং চীনের এই সমঝোতায় অস্বস্তিতে পড়েছে ইইউ। সে কারণেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে।
গ্রেপ্তারি পরোয়ানার পরই মারিউপোল আর ক্রাইমিয়া সফরে পুটিন
আইসিসি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১৭ মার্চ ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ ঠিক পরের দিনই ইউক্রেনে রাশিয়ার দখল করা শহর মারিউপোল সফর করলেন পুটিন৷ দেখুন ছবিঘরে...
ছবি: POOL Russian TV/AP/picture alliance
ক্রাইমিয়ায় পুটিন
নয় বছর আগে ক্রাইমিয়া দখল করে নেয় রাশিয়া৷ দখলকে অবশ্য রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার পুনর্মিলনী মনে করে রাশিয়া৷ সেই পুনর্মিলনীর নবম বছর পূর্তি উপলক্ষে শনিবার ক্রাইমিয়ার সেভাস্তোপোল শহরের শিশুদের শিল্পকলা কেন্দ্র পরিদর্শন করেন পুটিন৷ এ সময় ক্রাইমিয়ার প্যাট্রিয়ার্কিয়েল কাউন্সিল ফর কালচার-এর চেয়ারম্যান তিখন শেভকুনোভও ছিলেন তার সঙ্গে৷
সেভাস্তোপোলে শিশুদের শিল্পকলা কেন্দ্র ঘুরে দেখছেন পুটিন৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে নির্মাণ করা এই কেন্দ্র পরিদর্শনের সময় ক্রাইমিয়ার প্যাট্রিয়ার্কিয়েল কাউন্সিল ফর কালচার-এর চেয়ারম্যান তিখন শেভকুনোভ তার সঙ্গে ছিলেন৷
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরের দিনই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল সফরে যান রুশ প্রেসিডেন্ট৷ ছবিতে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোৎহায়েভের সঙ্গে পুটিন৷
ছবি: Russian Presidential Press Office/SNA/IMAGO
থিয়েটারে পুটিন
রাশিয়ার টিভি পুলের ভিডিও থেকে নেয়া ছবিতে মারিউপোল সফররত পুটিন৷ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিনকে সঙ্গে নিয়ে স্থানীয় থিয়েটার ঘুরে দেখতে দেখা যাচ্ছে তাকে৷
ছবি: Pool Photo via AP/picture alliance
আলোচনায় ব্যস্ত পুটিন
মারিউপোল থিয়েটারের ভিতরে বসে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিনের সঙ্গে কথা বলছেন ভ্লাদিমির পুটিন৷
ছবি: Pool Photo via AP/picture alliance
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরের দিনই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল সফরে যান রুশ প্রেসিডেন্ট৷ সফরের এক পর্যায়ে মারিউপোলের স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়ও করেন পুটিন৷ ওপরের ছবিতে মারিউপোলের এক বাসিন্দার সঙ্গে তার নতুন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট৷
ছবি: Pool Photo via AP/picture alliance
গাড়ি চালাচ্ছেন পুটিন
রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার ‘পুনর্মিলনী’র নবম বর্ষপূর্তি উপলক্ষে ক্রাইমিয়ায় গিয়ে নিজে গাড়ি চালিয়ে মারিউপোল ঘুরে দেখার সুযোগও ছাড়েননি পুটিন৷ ওপরের ছবিতে উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিনকে সঙ্গে নিয়ে গাড়িতে মারিউপোল ঘুরে দেখার একটি মুহূর্ত৷
ছবি: POOL Russian TV/AP/picture alliance
8 ছবি1 | 8
ইইউ-র প্রতি যথেষ্ট ক্ষোভ জানিয়েছেন লাভরভ। তার বক্তব্য, ইইউ-র সঙ্গে রাশিয়ার সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইউক্রেনকে যেভাবে অস্ত্র এবং ট্রেনিং দেওয়া হচ্ছে, তা অভূতপূর্ব। এর ফলে ইইউ-র সঙ্গে রাশিয়ার দূরত্ব ক্রমশ বেড়েছে। এই দূরত্ব আর কমানো যাবে না। রাশিয়ার কাছে জাতীয় স্বার্থ সবচেয়ে বড়। ইইউ সেখানেই আঘাত করেছে। এর ফল ইইউ-কে ভুগতে হবে।
বেয়ারবকের বক্তব্য
সোমবার ছিল আন্তর্জাতিক মাইন দিবস। এই দিনটিকে মনে রেখে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়া ইউক্রেনের খেতে মাইন পুঁতে দিয়েছে। ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। দ্রুত ওই মাইনগুলি তুলে ফেলা উচিত। বেসামরিক মানুষের উপর আঘাত হানা যুদ্ধাপরাধ বলে জানিয়েছেন বেয়ারবক।
ওডেসা বন্দর ক্ষতিগ্রস্ত
মঙ্গলবার ভোরের দিকে ইউক্রেনের ওডেসা বন্দরে আঘাত হানে রাশিয়ার ড্রোন। ইউক্রেন জানিয়েছে, ড্রোন হামলায় প্রচুর ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে বন্দরের একাংশ। এই বন্দর দিয়ে কৃষ্ণসাগরে রসদ পাঠাচ্ছিল ইউক্রেন। ফলে সে কাজও ক্ষতিগ্রস্ত হলো বলে মনে করা হচ্ছে।