1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন-তাইওয়ান উত্তেজনায় পশ্চিমা সহায়তা চায় তাইওয়ান

৭ অক্টোবর ২০২১

গত শুক্রবার থেকে প্রতিদিন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ছে চীনের বিমানবাহিনী৷ এই অবস্থায় সমমনা গণতান্ত্রিক দেশের সহায়তা চাইছে তাইওয়ান৷

China Kampfjet Shenyang J-16
ছবি: Ministry of National Defense, R.O.C.

তাইওয়ান সফররত ফ্রান্সের চার সেনেটর ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টোনি অ্যাবটকে বৃহস্পতিবার এই কথা জানান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েন৷

তাইওয়ান উপত্যকায় বিরাজমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ফ্রান্সের সেনেটরদের ধন্যবাদ জানান ওয়েন৷ ফ্রান্সের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালা রিশার এই দলের নেতৃত্ব দিচ্ছেন৷

অবশ্য ফরাসি সেনেটের ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সরাসরি চীনের সাম্প্রতিক কর্মকাণ্ডের উল্লেখ করেননি৷ ফরাসি সেনেটর অ্যালা রিশারও তার বক্তব্যে চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক উত্তেজনার কথা উল্লেখ করেননি৷ তবে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যাবোট তাইওয়ানের গণতন্ত্রের প্রশংসা করে বলেন, ‘‘অবশ্য সবাই তাইওয়ানের উন্নতিতে খুশি নয়, এবং আমি জানি যে, বড় প্রতিবেশী দ্বারা প্রায় প্রতিদিনই তাইওয়ান চ্যালেঞ্জের মুখে পড়ছে৷''

তাইওয়ানের সঙ্গে অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও ফ্রান্স কিংবা অস্ট্রেলিয়ার নেই৷

ছবি: Daniel Ceng Shou-Yi/ZUMA Press Wire/picture alliance

গত মার্চ মাসে ফ্রান্সের কয়েকজন সাংসদের তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার খবরে প্যারিসে চীনের দূতাবাস সতর্কবাণী উচ্চারণ করেছিল৷ তবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়াভাবে জানিয়ে দিয়েছিল, ফরাসি সেনেটররা তাদের ইচ্ছামতো যে কারও সঙ্গে দেখা করতে পারেন৷

তাইওয়ানের আকাশে চীনের বিমান ঢুকে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন৷ এ বছরের মধ্যেই তারা ভার্চুয়ালি একটি শীর্ষ বৈঠক করবেন৷ তাইওয়ান ঐ বৈঠকের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷

তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র৷

এদিকে চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তাইওয়ানের কাছে চীনের পূর্বাঞ্চলের এক ঘাঁটিতে অত্যাধুনিক জে-১৬ডি ফাইটার জেট জড়ো করা হয়েছে৷ স্বশাসনে থাকা তাইওয়ানকে নিজের অঞ্চল বলে দাবি করে চীন৷ তারা মনে করে দরকার হলে বল প্রয়োগ করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে হবে৷ গতবছর প্রায় প্রতিদিনই তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে বিমান পাঠিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ