1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চীন নতুন যুগে প্রবেশ করছে’

১৮ অক্টোবর ২০১৭

সোমবার চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেস শুরু হয়েছে৷ উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ‘নতুন যুগে’ প্রবেশ করছে৷

China Peking Kommunistischer Parteitag Xi Jinping
ছবি: picture-alliance/AP Photo/N. Han Guan

তিনি বলেন, চীনের ভবিষ্যৎ উজ্জ্বল৷ তবে চ্যালেঞ্জও অনেক বলে মনে করেন প্রেসিডেন্ট জিনপিং৷ ‘‘দেশে ও দেশের বাইরে অনেক জটিল পরিবর্তন হচ্ছে,'' প্রায় তিন ঘণ্টার বক্তব্যে বলেন তিনি৷ জিনপিং বলেন, ‘‘চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে৷''

চীনের অর্থনীতিকে আরও উন্মুক্ত করা হবে বলে জানান তিনি৷ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' নীতিরও ঘোষণা দেন৷ তবে দলের দুর্নীতিগ্রস্ত সদস্যদের যে এতদিন বিচার-বহির্ভূতভাবে আটক ও তাঁদের বিরুদ্ধে তদন্ত চালানো হতো তাতে পরিবর্তন আসবে বলে জানান তিনি৷ 

স্ব-শাসিত তাইওয়ানকে হুমকি দিয়ে জিনপিং বলেন, ‘‘তাইওয়ানের স্বাধীনতার দাবিতে যে-কোনো বিচ্ছিন্নতাবাদী উদ্যোগকে দমন করার ক্ষমতা চীনের আছে৷''

উল্লেখ্য, প্রতি পাঁচ বছরে একবার কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়৷ এবার দলের শীর্ষ পর্যায়ের প্রায় ২,৩০০ সদস্য অংশ নিচ্ছেন৷ বেইজিংয়ের ‘গ্রেট ওয়াল অফ দ্য পিপল'-এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে৷

কংগ্রেসে দলের শীর্ষ নেতাদের নির্বাচন করা হয়৷ শক্তিশালী ‘পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি'ও গঠন করা হয়৷ প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কোচিয়াং নতুন কমিটিতেও ঠাঁই পাবেন বলে ধরে নেয়া হচ্ছে৷ বাকি পাঁচজন পদত্যাগ করতে পারেন৷ কারণ তাঁদের বয়স ৬৮-র বেশি হয়ে গেছে, যা অবসর নেয়ার অনানুষ্ঠানিক বয়স৷

তবে এঁদের মধ্যে ৬৯ বছর বয়সি ওয়াং কিশানকে কমিটিতে রেখে দিতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানাতে পারেন প্রেসিডেন্ট জিনপিং৷ কারণ, তাঁর সিদ্ধান্তে শুরু হওয়া দুর্নীতি দমন অভিযান পরিচালনার মূল দায়িত্বে আছেন কিশান৷ এই অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট জিনপিং দলে তাঁর প্রতিদ্বন্দ্বীদের দূরে রাখতে সক্ষম হয়েছেন৷ গত পাঁচ বছরে এই অভিযানের মাধ্যমে কমিউনিস্ট পার্টির প্রায় ১৩ লক্ষ সদস্যকে শাস্তি দেয়া হয়েছে বলে জানা গেছে৷

আধুনিক চীনের জনক মাও সেতুং-এর পর চিনপিংকে কমিউনিস্ট পার্টির দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করা হচ্ছে৷ সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি অলিখিত দুই মেয়াদের বেশিও দলের মহাসচিব হিসেবে থেকে যেতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা৷ ২০১২ সালের তিনি প্রথম দলের মহাসচিব নির্বাচিত হন৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ