1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুক্তিভঙ্গের হুমকি ইরানের

৪ জুলাই ২০১৯

পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, আগামী রবিবারের পর থেকে তাঁর দেশ আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে স্বাক্ষরিত চুক্তি মানবে না৷

USA Iran Spannungen Symbolbild Rohani im Atomkraftwerk in Bushehr
ছবি: picture-alliance/AP Photo/Iranian Presidency Office/M. Berno

রোহানিকে উদ্ধৃত করে দেশটির সংবাদ সংস্থা আইআরআইবি জানায়, চুক্তিতে অংশগ্রহনকারী দেশগুলো কোনো সুনির্দিষ্ট পথ বের করতে না পারলে ইরান নিজের ‘ইচ্ছামতো ও প্রয়োজনমতো' ইউরেনিয়াম সমৃদ্ধ  করবে৷

জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইরানকে তিন দশমিক ৬৭ মাত্রার তিন'শ কিলোগ্রাম পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়েছিল৷ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য রাষ্ট্র ও জার্মানিসহ মোট ছয়টি দেশের সাথে স্বাক্ষরিত এ চুক্তি থেকে গত বছর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়৷ চুক্তিতে ত্রুটি আছে দাবি করে ট্রাম্প ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে, যা ইরানের অর্থনীতিকে টালমাটাল অবস্থায় ফেলে দেয়৷ এর প্রতিক্রিয়ায় ইরান জানায়, চুক্তিতে অংশগ্রহনকারী বাকি দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের ক্ষতিপূরণের সঠিক পথ দেখাতে ব্যর্থ হয় তাহলে দেশটি পূনরায় ‘উন্নতমানের ইউরেনিয়াম' উৎপাদন শুরু করবে৷ আগামী রোববার, অর্থাৎ ৭ জুলাই ইরানের বেঁধে দেয়া ৬০ দিন শেষ হচ্ছে৷

রোহানি জানান ‘‘তিন দশমিক ৬৭ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে চুক্তি ছিল আমরা আর সেটি মানবো না৷ আমরা আমাদের প্রয়োজনমতো ইউরেনিয়াম সমৃদ্ধ করব৷''        

এ সময় তিনি আরো জানান, তাঁর দেশ ‘‘ চুক্তির শর্ত শতভাগ মেনে চলবে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রসহ স্বাক্ষরকারী অন্য দেশগুলো চুক্তিটি শতভাগ মেনে চলে৷''

ফ্রান্সের প্রতিক্রিয়া

ইরানের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, চুক্তি ভঙ্গ করে ইরান খুব বেশি কিছু অর্জন করতে পারবে না৷ চুক্তিটিকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলে তা শুধুমাত্র চলমান অস্থিরতাকেই বাড়াবে বলে মন্তব্য করেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র৷

আরআর/এসিবি (রয়টার্স, এপি)   

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ