জার্মানিতে জোট সরকার গঠনের অংশ হিসেবে দুই দলের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয়েছিল, ইয়েমেন যুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে অস্ত্র বিক্রি করা হবে না৷ কিন্তু সেই চুক্তি না মেনে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে সরকার৷
বিজ্ঞাপন
সংসদীয় কমিটির কাছে পাঠানো অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পেটার আল্টমায়ারের এক চিঠিতে এই অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে৷ বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখেছে৷
সাজোয়া যানে ব্যবহারের জন্য চারটি রাডার বিক্রি করবে জার্মানি৷ এই রাডারের সাহায্যে শত্রুপক্ষের হামলার স্থান চিহ্নিত করা যাবে৷ ফলে পালটা হামলা চালানো সহজ হবে৷
ইয়েমেন: যুদ্ধের বাইরে আর এক যুদ্ধ
ইয়েমেনে তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে লাখো মানুষ খাদ্যাভাবে রয়েছে৷ কয়েক লাখ মানুষ কলেরায় আক্রান্ত৷ এর সাথে যোগ হয়েছে মারণব্যাধি ক্যানসার৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইয়েমেনে বর্তমানে ৩৫ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত৷
ছবি: Reuters/K. Abdullah
ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা
গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের অর্থনৈতিক এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে৷ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে৷ লাখো মানুষ খাদ্যাভাবে রয়েছে, দেখা দিয়েছে কলেরা, ডিপথেরিয়া এবং ম্যালেরিয়ার মতো রোগ৷
ছবি: Reuters/K. Abdullah
প্রতি মাসে নতুন রোগী
সানা’র ন্যাশনাল অনকোলজি সেন্টারে প্রতি মাসে অন্তত ৬০০ জন নতুন ক্যানসার রোগী ভর্তি হচ্ছেন৷ গত বছর হাসপাতালটি আন্তর্জাতিক ও সরকারি সহায়তা পেয়েছে মাত্র ১০ লাখ ডলার৷
ছবি: Reuters/K. Abdullah
সরকারি সহায়তা অপ্রতুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে হাসপাতালটি প্রতি বছর দেড় কোটি মার্কিন ডলার সরকারি সহায়তা পেতো৷ বাজেটে একটি অংশ থাকতো অনকোলজি সেন্টারসহ পুরো দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের জন্য কেমোথেরাপি চিকিৎসা, ক্যানসারবিরোধী ওষুধ ইত্যাদি কেনার জন্য৷
ছবি: Reuters/K. Abdullah
ব্যয়বহুল চিকিৎসা
ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে মায়ের ক্যানসার চিকিৎসার জন্য হোডাইডাহ শহরের একটি ক্লিনিকে এসেছেন মোহাম্মেদ আল হোসামি৷ চিকিৎসায় সাহায্য করেছেন তাঁর গ্রামের মানুষ৷ তিনি জানালেন, ক্যানসারের চিকিৎসা খুব ব্যয়বহুল এবং সব মানুষের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়৷
ছবি: Reuters/K. Abdullah
চিকিৎসার জন্য অপেক্ষা
এই ছবিতে দেখা যাচ্ছে, এক মা তাঁর সন্তানকে নিয়ে রাজধানী সানা’র জাতীয় অনকোলজি সেন্টারে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন৷
ছবি: Reuters/K. Abdullah
ক্যানসার আক্রান্ত শিশু
এই ছবিতে এক ক্যানসার আক্রান্ত শিশুকে দেখা যাচ্ছে৷ শিশুটির হাতে ইনট্রাভেনাস ড্রিপ লাগানো৷
ছবি: Reuters/K. Abdullah
শিশুদের জন্য স্বল্প স্থান
শিশুদের জন্য হাসপাতালে খুব কম সংখ্যক ‘বেড’ রয়েছে৷ অনেক রোগীকে হাতে স্যালাইন লাগানো অবস্থায় চেয়ারে অপেক্ষা করতে দেখা যাচ্ছে, যাদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট৷
ছবি: Reuters/K. Abdullah
ক্যানসার আক্রান্ত আরেক শিশু
ছবিতে ন্যাশনাল অনকোলজি সেন্টারের বেডে শুয়ে আছে ক্যানসার আক্রান্ত ছোট্ট এই মেয়েটি৷
ছবি: Reuters/K. Abdullah
রেডিয়েশন থেরাপি
অনকোলজি সেন্টারের রেডিয়েশন থেরাপি কক্ষে একজন ক্যানসার রোগী৷
ছবি: Reuters/K. Abdullah
বন্ধ হতে পারে ক্যানসার হাসপাতাল
আল আমাল সেন্টার ফর ক্যানসার ট্রিটমেন্ট-এর প্রধান ইয়াসির আবদুল্লাহ নূর রয়টার্সকে জানিয়েছেন, হোডাইডাহ-র এ হাসপাতালটিতে ৫ হাজার ৩০০’র বেশি ক্যানসার রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে৷ কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য উপকরণের অভাবে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের৷ সরকারি সহায়তা না পেলে হয়ত খুব শিগগিরই হাসপাতালটি বন্ধ করে দিতে হবে বলেও মনে করেন তিনি৷
ছবি: Reuters/K. Abdullah
10 ছবি1 | 10
সৌদি আরব ছাড়াও ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া সৌদি জোটের সদস্য আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানির ‘ফেডারেল সিকিউরিটি কাউন্সিল'৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ছাড়াও কয়েকজন মন্ত্রী এই কাউন্সিলের সদস্য৷
আরব আমিরাতের কাছে জাহাজে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য ৯১টি হোমিং হেড ও ৪৮টি টর্পেডো বিক্রি করা হবে৷
উল্লেখ্য, ২০১৫ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদির সরকারকে উৎখাত করলে সেখানে অভিযান শুরু করে সৌদি আরব ও আরব আমিরাত৷
সেই থেকে ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ এছাড়া সৌদি জোট ইয়েমেনে নৌ অবরোধ জারি করায় সে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে৷ ফলে কয়েক লক্ষ মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে৷ আর শিশুরা ভুগছে প্রচণ্ড অপুষ্টিতে৷
এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগও উঠেছে৷
জেডএইচ/এসিবি (কেএনএ, রয়টার্স)
ইয়েমেনের শহরটি যেন এখন মৃত্যুপুরী
তিন বছর ধরে যুদ্ধ চলছে ইয়েমেনে৷ চলছে মৃত্যুর মিছিল৷ গুলি, বোমায় মৃত্যু, অনাহারে থেকে থেকে মৃত্যু, বিনা চিকিৎসায় ভুগে ভুগে মৃত্যু৷ যারা বেঁচে আছে আতঙ্কের সঙ্গেই তাদের নিত্য বসবাস৷ মানুষ এখন মৃত্যু এড়াতে ছুটছে...
ছবি: REUTERS
জীবনে যুদ্ধ, খেলাতেও যুদ্ধ
এই কিশোরীর হাতে কিন্তু খেলনা বন্দুক! হোদাইদায় শিশু-কিশোররা এখন জেগে যুদ্ধ দেখে, স্বপ্নেও বোধহয় যুদ্ধই দেখে৷ প্রাণ হাতে নিয়ে যখন সবাই শহর ছেড়ে পালাচ্ছে এই কিশোরী কিন্তু খেলনা বন্দুকটি সঙ্গে নিতে ভোলেনি!
ছবি: REUTERS
আতঙ্কগ্রস্ত মা-মেয়ে
সম্প্রতি ইয়েমেনের বন্দর নগর হোদাইদায় জোরদার হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট৷ গৃহহারা হয় অনেক মানুষ৷ ছবির এই মা-মেয়েও এখন ঘরছাড়া৷ হোদাইদার এক স্কুলই তাদের অস্থায় ঘর৷
ছবি: REUTERS
ক্লান্তিতে ঘুম
শহর ছেড়ে পালাচ্ছে হোদাইদার এক গৃহহারা পরিবার৷ যাত্রাপথে গাড়িতেই এক শিশুর ঘুম৷
ছবি: Reuters/M. al-Sayaghi
স্কুলই তার আশ্রয়
বাবা-মা ঘরছাড়া, তাই এই শিশুরও দিন-রাত কাটে স্কুলে৷ স্কুলই তার ক্রীড়াঙ্গন৷
ছবি: REUTERS
দৃষ্টিতে অনিশ্চিত ভবিষ্যৎ
কে জানে এই মা আর শিশুর ভবিষ্যতে কী আছে!
ছবি: Reuters/K. Abdullah
কান্না কে দেখে!
আতঙ্কে, নাকি অনাহারে কাঁদছে স্কুলে আশ্রয় পাওয়া এই শিশু?