1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তর্কে রাশিয়া-অ্যামেরিকা

২৩ আগস্ট ২০১৯

জাতিসংঘের একটি বৈঠকে বৃহস্পতিবার রাশিয়া ও অ্যামেরিকার প্রতিনিধিদের মধ্যে তুমুল তর্ক হয়, বিষয়, বিশ্বে বাড়ন্ত সামরিকীকরণের দায় আসলেই কার৷

USA San Nicolas | Start Mittelstreckenrakete
ছবি: picture-alliance/dpa/Scott Howe/The Defense Department of the US

রাশিয়ার অনুরোধে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের আয়োজন করা হয়৷ সেই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনও উপস্থিত ছিল৷

বৈঠকের বিষয়, ঠাণ্ডাযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার ও আইএনএফ বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি লঙ্ঘন৷ সেই বৈঠকে রাশিয়া ও অ্যামেরিকা একে অপরের দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও চীনা প্রতিনিধি নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন৷

দু'পক্ষেই লঙ্ঘনের দায়

রাশিয়ান প্রতিনিধি ডিমিট্রি পোলিয়ানস্কি মার্কিন ‘দ্বিচারিতার' প্রসঙ্গে বলেন যে অ্যামেরিকা জেনেশুনেই আইএনএফ চুক্তির লঙ্ঘন করেছে৷ তাঁর বক্তব্যের প্রমাণ হিসাবে তিনি তুলে ধরেন ১৮আগস্ট সম্পন্ন হওয়া মার্কিন পরমাণু পরীক্ষার উদাহরণ৷ তিনি বলেন যে, রাশিয়া যখন প্রকৃত সংলাপের পথে যাচ্ছে, সেই সময় মার্কিন অবস্থান আসলে বাড়তি সামরিকীকরণেরই লক্ষণ৷

উত্তরে, মার্কিন প্রতিনিধি জনাথন কোহেন বলেন, ‘‘চীন ও রাশিয়া আসলে এমন বিশ্বের স্বপ্ন দেখে যেখানে শুধু অ্যামেরিকাই নিজেকে সংযত করবে, কিন্তু নিজেরা চালিয়ে যাবে আরো নতুন অস্ত্র কেনা ও তৈরি করার কাজ৷'' রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অভিযোগ, ১০ বছর আগেই রাশিয়া লঙ্ঘন করেছে আইএনএফ চুক্তি, ফলে এমন অভিযোগ করার নৈতিক অধিকার রাশিয়ার নেই৷

বিশ্বে আরো কার্যকরী অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কোহেন প্রশ্ন তুললে চীনা প্রতিনিধি ঝাং চুন বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে এমন চুক্তিতে যাওয়ার ইচ্ছা তাদের নেই৷

উল্লেখ্য, আলোচিত এই আইএনএফ চুক্তিতে রাশিয়া ও অ্যামেরিকা সই করে ঠাণ্ডা যুদ্ধের সময়৷

এসএস/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ