1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুটি হেফটলি স্টিকার অ্যালবাম

ইয়খেন লোমান/এসি৩০ জুন ২০১৬

সুইজারল্যান্ডের চুটি হেফটলি স্টিকার অ্যালবাম: ইউরোপীয় ফুটবলের তারকাদের ছবি দেওয়া স্টিকার এই হেফটলি বা অ্যালবামে লাগানো যায়৷ স্টিকারের ছবিগুলো কিন্তু ফটো বা ডিজিটাল নয়, বিভিন্ন শিল্পীর হাতে আঁকা ছবি৷

ছাত্ররা একে অপরের সাথে ফুটবল খেলোয়াড়দের ছবি বদল করছে
ছবি: picture-alliance/dpa

শিল্পীদের হাতে আঁকা ছবি দিয়ে অ্যালবাম

04:19

This browser does not support the video element.

আঁকা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছবি৷ কেভিন সুসেট থাকেন সুইজারল্যান্ডের জুরিখ শহরে৷ রোনাল্ডোর ছবিটি আঁকছেন ‘চুটি হেফটলি' নামের একটি স্টিকার অ্যালবামের জন্য৷

এমনকি শিল্পীর আত্মপ্রতিকৃতিও স্টিকার হিসেবে পাওয়া যায়৷ ছবি-আঁকিয়ে কেভিন সুসেট বলেন, ‘‘রোনাল্ডোর ছবি আঁকাটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল কেননা সকলেই তাকে চেনে – সবাই তাকে পছন্দ করে কিনা, সেটা আরেক কথা৷ দ্বন্দ্বটা চিরকালই পর্তুগিজ দলে ছিল, তাদের আকর্ষণও বেড়েছে ঐ কারণে৷''

আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলছে, এমন প্রত্যেকটি দলের সদস্যদের ছবি আঁকার ভার দেওয়া হয়েছে আলাদা একজন শিল্পীকে৷ চুটি হেফটলি স্টিকার অ্যালবামের ছবি আঁকার যোগ্যতা অর্জন করার জন্য কেভিন সুসেট-কে একটি প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে ও জিনেদিন জিদানের ছবি আঁকতে হয়েছে৷ সারা ইউরোপ থেকে প্রায় ২০০ শিল্পী ছবি পাঠিয়েছিলেন – জুরি তাদের মধ্যে সেরা ২৪ জনকে বেছে নেন৷

কেভিন সুসেট রং-পেন্সিল দিয়ে একটি ছবি এঁকেছেন৷ প্রতিটি ছবির জন্য তাঁর আধদিন সময় লাগে৷ কেভিন বললেন, ‘‘আজকাল বহু ছবি আঁকা হয় কম্পিউটারে, ডিজিটাল পদ্ধতিতে৷ আমার এখনও হাতে আঁকতেই ভালো লাগে, পেন্সিল হাতে নিয়ে৷ তার পিছনে যে নন্দনতত্ত্ব আছে, সেটা ভালো লাগে৷''

ইটালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন-এর ছবিটা বাস্তববাদী৷ ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েন রুনি-র ছবিটায় রেখাচিত্রের ধরনই বেশি৷ মেসুত ও্যজিল-এর দুঃখী-দুঃখী ভাব! চেক গোলকিপার পেটার চেশ-এর বাঁদরটুপি! সুইডেনের স্লাটান ইব্রাহিমোভিচের একরোখা ভাব৷ পোল্যান্ডের গোলগেটার রবার্ট লেভানডোভস্কি তো বেশ রংচংয়ে৷ চুটি হেফটলি স্টিকার অ্যালবামে সকলেই আছেন৷ সিলভান গ্লানৎসমান চুটি হেফটলি-র স্রষ্টাদের একজন৷

চুটি হেফটলি-র প্রতিষ্ঠাতা সিলভান গ্লানৎসমান, ‘‘চুটেন হচ্ছে একটি সুইস-জার্মান শব্দ, যার মানে হলো ফুটবল খেলা৷ এসেছে ইংরেজি ‘টু শুট' কথাটা থেকে, মানে বল কিক করা৷ ইংল্যান্ড থেকে ফুটবল খেলাটা যখন সুইজারল্যান্ডে আসে, তখন ঐ টু শুট কথাটা জার্মান হয়ে গিয়ে দাঁড়ায় চুটেন-এ৷''

প্রথম চুটি হেফটলি স্টিকার অ্যালবামটি বেরোয় ২০০৮ সালে – প্রথমে শুধু বন্ধুবান্ধব আর পৃষ্ঠপোষকদের জন্য, যারা সকলেই লুসার্ন শহরের বাসিন্দা ছিলেন৷ খুব বেশি ছাপা হতো না৷ প্যাকেটগুলো হাতেই তৈরি করা হতো৷ গ্লানৎসমান বলেন, ‘‘প্রতিটি স্টিকারের শ'পাঁচেক কপি ছাপা হতো৷ তারপর সেগুলো খামে পুরে পাঠানো দরকার৷ আমরা খাম কিনে, বাড়িতে বসেই খামে দশটি নানা ধরনের স্টিকার পুরে, ক্রেতাদের কাছে পাঠাতে শুরু করলাম৷ রাতের পর রাত জেগে খামে স্টিকার পুরে পাঠিয়েছি আমরা৷''

লুসার্নের এই বইয়ের দোকানটি থেকে প্রথম স্টিকারগুলি বিক্রি করা হতো৷ দোকানের মালিক সিলভিও কোলার নিজেই গত আট বছর ধরে স্টিকার জমাচ্ছেন – তিনি নিজেই কলেক্টর৷ চুটি বিল্ডলি – মানে ফুটবলারদের ছবি কিনতে কারা আগ্রহী, সেটা তিনি ভালোভাবেই জানেন৷ দশটি স্টিকারের দাম পড়ে দেড় ইউরো৷ বই-এর দোকানের মালিক সিলভিও কোলার বলেন, ‘‘যারা ফুটবলের অন্যান্য সব সুভেনির কেনেন, অথবা যারা সাধারণ স্টিকার অ্যালবামের ভক্ত, তাদের থেকে চুটি হেফটলি-র খদ্দেররা আলাদা৷ এমনকি তাদের সবাই যে ফুটবল ফ্যান, এমন নয়৷ তারা হাইপে কান না দিয়ে, কোনো বিকল্প খোঁজেন৷''

আট বছর আগে লুসার্নের ভাল্ডস্টেটার লেকের পাশে চুটি হেফটলি-র জন্ম৷ এ বছর চল্লিশ লাখ স্টিকার ছাপা হয়েছে৷ বিক্রির টাকার একটি অংশ যায় ‘ট্যার দেজ অম' দাতব্য প্রতিষ্ঠানের শিশুকল্যাণ প্রকল্পে৷ আরেকটি অংশ যায় চারটি দেশের অঙ্কণশিল্পীদের পারিশ্রমিক হিসেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ