1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাহলে কি?

আরাফাতুল ইসলাম২৫ ডিসেম্বর ২০১৪

চুমু শুধু চুমু নয়, তাহলে কি? শিরোনাম দেখে এই প্রশ্নটাই হয়তো মনে জাগবে৷ শুনে রাখুন, চুমু আপনার শরীর-মন ভালো রাখে৷ কী, বিশ্বাস হলোনা? আসলেই সত্যি, নিয়মিত চুম্বন আপনার হৃৎপিণ্ডের জন্য ভালো, রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক৷

Bildergalerie Beste Fotos Lateinamerika 2014
ফাইল ফটোছবি: Reuters/Christian Veron

পাশ্চাত্যের তরুণ-তরুণীরা মাঝে মাঝেই এক খেলায় মেতে ওঠে৷ স্বল্প আলোয় একটি টেবিলে সবাই গোল হয়ে বসে৷ এরপর ঠিক টেবিলের মাঝে বোতল ঘোরানো হয়৷ ঘুরতে ঘুরতে বোতলটি যার দিকে তাক হয়ে থেমে যাবে, সে অন্য কাউকে চুম্বন করবে৷ খেলাটা বেশ উদ্দীপক, তবে চুম্বন কিন্তু মোটেই সহজ কাজ নয়৷ বিশেষত, চুম্বনও এক আর্ট৷ যা সবার দখলে নেই৷

তাছাড়া, শুধু এমন খেলাতেই যে চুমুর আধিক্য তা কিন্তু নয়৷ সেই প্রাচীন কাল থেকেই চুমু এক আলাদা গুরুত্ব বহন করে চলেছে৷ লেখক লানা সিট্রন তাঁর ‘এ কম্পেনডিয়াম অফ কিসেস' বই'এ চুমুর বিশাল ইতিহাস তুলে ধরেছেন৷ তিনি উল্লেখ করেছেন, এই কর্মটি শুধু ভালোবাসা পেতে বা দিতে নয়, বরং আজও অবধি বহু কঠিন লক্ষ্য হাসিলের এক মোক্ষম অস্ত্র৷

প্রাচীন রোমানরা যে কোন চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করত চুমুর মাধ্যমে৷ আর ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে ক্রুশে, পায়ে, হাতে, আংটিতে - কোথায় নেই চুমু৷ তবে মানতেই হবে, এখনো বহু রক্ষণশীল সমাজে চুমু খুব একটা জায়গা করে নিতে পারেনি৷

তাতে কি? মানুষের সবচেয়ে কাছের প্রজাতি মানে গরিলারা কিন্তু তাদের সমাজে পুরোদস্তুর চালু করেছে চুম্বন সংস্কৃতি৷ শিম্পাঞ্জিরা ফ্রেঞ্চ চুমুতে বেশ পারদর্শী৷ তাদের যৌন জীবনেও চুম্বন অপরিহার্য৷

যাইহোক, শেষ করার আগে চুমুর কিছু শারীরিক হিসাবনিকাশ করা যাক৷ যারা নিয়মিত চুম্বন করেন তাদের নাকি পেটের অসুখ কম হয়৷ এমনকি তাদের শরীরে সংক্রমণের মাত্রাও কম৷ আর শুরুতেই যেটা বললাম, চুমু হৃৎপিণ্ডের জন্য ভালো, রক্তচাপ কমাতে সহায়ক৷ আরো যে মজার তথ্যটা বিজ্ঞানীরা দিচ্ছেন, তা হলো একেকটি চুম্বনে খরচ হয় ছয় ক্যালোরি৷ ও হ্যাঁ, একটি চুমুর জন্য মুখের ত্রিশটি পেশি ব্যবহার করতে হয়৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ