1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলস্পেন

চুম্বনকাণ্ডে রুবিয়ালেস ইস্তফা দিন: ফেডারেশন

২৯ আগস্ট ২০২৩

স্পেনের ফুটবল ফেডারেশনের আঞ্চলিক সভাপতিরা বৈঠক করে রুবিয়ালেসকে ইস্তফা দিতে বলেছেন।

স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস।
প্রবল চাপ সত্ত্বেও রুবিয়ালেস এখনো ইস্তফা দেননি। ছবি: Gabriel Bouys/picture alliance/La Nacion/ZUMA Press

এবার মেয়েদের বিশ্বকাপ জিতেছে স্পেন। তার পুরস্কারমঞ্চে ছিলেন রুবিয়ালেস। সেখানেই তিনি স্পেনের নারী ফুটবলার জেনি হারমোসোকে জোর করে চুম্বন করেন। তারপর থেকে এই চুম্বনকাণ্ড নিয়ে আলোড়িত ফুটবল-দুনিয়া।

জেনি হারমোসো দাবি করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে রুবিয়ালেস চুমু খেয়েছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুরো দল তার পাশে দাঁড়িয়ে বলেছে, ব্যবস্থা না নিলে তারা আর কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। জাতীয় দলের পুরুষ ফুটবলাররাও নারীদের সমর্থন করছেন।

স্পেনের নারী ও পুরুষ ফুটবলাররা সকলেই জেনির পাশে এসে দাঁড়িয়েছেন। ছবি: Christian Chavez/AP/picture alliance

তারপরেও স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস গোঁ ধরে বসে আছেন, তিনি ইস্তফা দেবেন না। এই পরিস্থিতিতে স্পেনের ফুটবল ফেডারেশনের আঞ্চলিক সভাপতিরা পরপর দুইবার বৈঠক করেছেন। তারপর তারা বলেছেন, রুবিয়ালেসকে ইস্তফা দিতে হবে।

এক বিবৃতিতে তারা বলেছেন, রুবিয়ালেসের এই ব্যবহার তারা মেনে নিতে পারছেন না। এর ফলে স্পেনের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে তিনি যেন ইস্তফা দেন।

আঞ্চলিক সভাপতিরা বলেছেন, ফেডারেশনের সংগঠনে আমূল বদল দরকার। অনেক দিন থেকেই ফুটবলার ও প্রশাসকরা এই দাবি করছেন। এবার সেই কাজ করাটা জরুরি বলে আঞ্চলিক সভাপতিরা জানিয়েছেন।

জার্মানির সাবেক গোলকিপার এবং দুইবার বিশ্বকাপ জেতা টিমের সদস্য নাডিন আঙ্গাহা জানিয়েছেন, এই ঘটনার ফলে নারী ফুটবলারদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যা ঘটেছে তা খুবই খারাপ।

তিনি বলেছেন, অনেকদিনের প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে নামে কোনো দল। তারপর তারা যখন কাপ জেতে, তখন তাদের কাছে তা অনেক বড় সাফল্য। তারা সেই সাফল্য নিয়ে উদ্বেলিত হবে, তা নয়, সকলের মুখে শুধু চুম্বনকাণ্ডের কথা।

অ্যামেরিকার একটি দলের গোলকিপার কোচ নাডিন জানিয়েছেন, সব ফুটবলার ও ক্রীড়াবিদ স্পেনের নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন দেখে সকলে আস্বস্ত বোধ করছেন। বিশেষ করে তিনি যে ফুটবলারদের কোচ, তারা মনে করছেন, এই ঐক্যটা জরুরি। তবে  এই ঘটনায় মানসিকভাবে তারা ধাক্কা খেয়েছেন।

জ্যাক ক্রেলিন/জিএইচ/ডিডাব্লিউ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ