স্পেনের ফুটবল ফেডারেশনের আঞ্চলিক সভাপতিরা বৈঠক করে রুবিয়ালেসকে ইস্তফা দিতে বলেছেন।
বিজ্ঞাপন
এবার মেয়েদের বিশ্বকাপ জিতেছে স্পেন। তার পুরস্কারমঞ্চে ছিলেন রুবিয়ালেস। সেখানেই তিনি স্পেনের নারী ফুটবলার জেনি হারমোসোকে জোর করে চুম্বন করেন। তারপর থেকে এই চুম্বনকাণ্ড নিয়ে আলোড়িত ফুটবল-দুনিয়া।
জেনি হারমোসো দাবি করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে রুবিয়ালেস চুমু খেয়েছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুরো দল তার পাশে দাঁড়িয়ে বলেছে, ব্যবস্থা না নিলে তারা আর কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। জাতীয় দলের পুরুষ ফুটবলাররাও নারীদের সমর্থন করছেন।
তারপরেও স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস গোঁ ধরে বসে আছেন, তিনি ইস্তফা দেবেন না। এই পরিস্থিতিতে স্পেনের ফুটবল ফেডারেশনের আঞ্চলিক সভাপতিরা পরপর দুইবার বৈঠক করেছেন। তারপর তারা বলেছেন, রুবিয়ালেসকে ইস্তফা দিতে হবে।
এক বিবৃতিতে তারা বলেছেন, রুবিয়ালেসের এই ব্যবহার তারা মেনে নিতে পারছেন না। এর ফলে স্পেনের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে তিনি যেন ইস্তফা দেন।
আঞ্চলিক সভাপতিরা বলেছেন, ফেডারেশনের সংগঠনে আমূল বদল দরকার। অনেক দিন থেকেই ফুটবলার ও প্রশাসকরা এই দাবি করছেন। এবার সেই কাজ করাটা জরুরি বলে আঞ্চলিক সভাপতিরা জানিয়েছেন।
জার্মানির সাবেক গোলকিপার এবং দুইবার বিশ্বকাপ জেতা টিমের সদস্য নাডিন আঙ্গাহা জানিয়েছেন, এই ঘটনার ফলে নারী ফুটবলারদের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যা ঘটেছে তা খুবই খারাপ।
নারীদের বিশ্বকাপ ২০২৩ : বিশৃঙ্খলা থেকে বিজয়ী স্পেন
নারীদের বিশ্বকাপ ২০২৩ : বিশৃঙ্খলা থেকে বিজয়ী স্পেন
ছবি: Catherine Ivill/Getty Images
প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন
রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে স্পেন৷ ম্যাচটি ইংল্যান্ড জিতলে সেটাও তাদের প্রথমবার বিশ্বকাপ জেতা হতো৷
ছবি: Catherine Ivill/Getty Images
ইতিহাস গড়া গোল
২৯ মিনিটে ফাইনালের একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা৷ এটিই যে স্পেনকে প্রথমবার বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়া গোল হতে যাচ্ছে তখন কি তিনি তা জানতেন! যেমনটা তিনি জানতেন না, তার বাবা দুদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন৷ খেলার পর তাকে এই সংবাদটি দেয়া হয়েছিল৷
ছবি: Brendon Thorne/Getty Images
কয়েকজন তারকা ফুটবলাররা ছিলেন না
১১ মাস আগে কোচ খর্খে ভিল্ডার (ছবি) বিরুদ্ধে অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ তুলে স্পেন দলে আর খেলবেন না বলে জানিয়েছিলে ১৫ জন খেলোয়াড়৷ এর মধ্যে কয়েকজন তারকা ফুটবলারও ছিলেন৷ শেষ পর্যন্ত মাত্র তিনজন দলে ফিরেছিলেন৷ ফলে কয়েকজন তারকা ফুটবলার ছাড়াই বিশ্বকাপে গিয়েছিল স্পেন৷ প্রথম পর্বে জাপানের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল তারা৷ সেই হার থেকে পাওয়া শিক্ষা পরের ম্যাচগুলোতে কাজে লাগানোর কথা জানিয়েছেন কোচ ভিল্ডা৷
ছবি: Carl Recine/REUTERS
পেনাল্টি থেকে গোল পায়নি স্পেন
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিল স্পেন৷ কিন্তু জেনিফার এরমোসোর নেয়া শটটি খুব সহজেই ধরে ফেলেন ইংলিশ গোলরক্ষক ম্যারি অ্যার্পস৷
ছবি: Brendon Thorne/Getty Images
ফাইনালে টানা দুই হার
ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা ভিগমানের এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল ছিল৷ চারবছর আগে নিজ দেশের কোচ হয়ে ফাইনালে উঠেছিলেন তিনি৷ সেবারও যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল তার দল৷ এবার তার দলের চেয়ে স্পেন ভালো খেলেছে বলে স্বীকার করেছেন ভিগমান৷
ছবি: Amanda Perobelli/REUTERS
পরিসংখ্যান
ম্যাচের পরিসংখ্যানও বলছে, ভিগমানের কথা ঠিক৷ অর্থাৎ ইংল্যান্ডের চেয়ে স্পেন ভালো খেলেছে৷ গোল বরাবর ইংল্যান্ডের সাতটি শটের বিপরীতে স্পেনের শট ছিল ১৪টি৷ বলের দখল, পাস পূর্ণ করা, কর্নার পাওয়া- এইসব পরিসংখ্যানেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল স্পেন৷
ছবি: Catherine Ivill/Getty Images
6 ছবি1 | 6
তিনি বলেছেন, অনেকদিনের প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে নামে কোনো দল। তারপর তারা যখন কাপ জেতে, তখন তাদের কাছে তা অনেক বড় সাফল্য। তারা সেই সাফল্য নিয়ে উদ্বেলিত হবে, তা নয়, সকলের মুখে শুধু চুম্বনকাণ্ডের কথা।
অ্যামেরিকার একটি দলের গোলকিপার কোচ নাডিন জানিয়েছেন, সব ফুটবলার ও ক্রীড়াবিদ স্পেনের নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন দেখে সকলে আস্বস্ত বোধ করছেন। বিশেষ করে তিনি যে ফুটবলারদের কোচ, তারা মনে করছেন, এই ঐক্যটা জরুরি। তবে এই ঘটনায় মানসিকভাবে তারা ধাক্কা খেয়েছেন।