1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগ্ন করে গণধোলাই

৬ এপ্রিল ২০১৬

তিন-তিনজন কিশোর৷ কী-ই বা বয়েস হবে? কিন্তু চুরির অপবাদে প্রায় আধ ঘণ্টা গণধোলাই দেওয়া হয়েছে তাদের৷ তা-ও আবার নগ্ন করে৷ রড, কাঠ, পাথর – হাতের কাছে যে যা পেয়েছে, তা দিয়েই ওদের পিটিয়েছে চিত্তরগড়ের মানুষ৷

প্রতীকী ছবি
ছবি: picture alliance/AP/The Flint Journal,Jake May

মহাত্মা গান্ধী দলিতদের ‘হরিজন' বা ‘ঈশ্বরের সন্তান' নাম দিলেও, আজও সামাজিকভাবে তাঁদের অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি৷ ভারতীয় সমাজে এখনো সব থেকে ‘নীচু জাতি' এঁরা, সংখ্যার বিচারে প্রায় ১৬ কোটির মতো৷ অথচ আজও যেন তাঁরা অচ্ছুত, অস্পৃশ্য৷ এখনো তাঁদের মন্দিরে যাওয়ার অধিকার নেই, তখাকথিত উচ্চবর্ণের মানুষদের স্কুলে যাওয়ার অধিকার নেই, সবার কুঁয়ো থেকে জল তোলা বা খাওয়ার অধিকার নেই, এমনকি একই শশ্মানে দাহ করার অধিকারও নেই৷ তাই তো আজও তাঁরা এমন অমানবিক ঘটনার শিকার৷

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি সম্প্রতি একটি ভিডিও-ক্লিপ প্রকাশ করে আর সেখানেই রাজস্থানের এই নৃশংস ঘটনাটির চোখ পড়ে সকলের৷

ভিডিওতে দেখা যায়, তথাকথিত উচ্চজাতের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অপরাধে ঐ তিন দলিত কিশোরকে প্রথমে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়৷ তারপর শুরু হয় পিটুনি...৷ কিছুক্ষণের মধ্যেই ‘উৎসাহী' জনতা তাদের কাপড় খুলে প্যারেড করায়৷ মারধোর অব্যাহত থাকে প্রায় আধ ঘণ্টা৷ একটা সময় ব্যাথায়, আতঙ্কে থরথর করে কাঁপছিল ওরা৷ প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানালে পুলিশ এসে তাদের উদ্ধার করলেও, কিশোর নির্যাতনের অভিযোগে এখনও পর্যন্ত কাউকে আটক করেনি৷

উল্টে কানজার উপজাতির ঐ তিন কিশোরের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে৷ তারপর ওদের পাঠানো হয়েছে কিশোর সংশোধনাগারে৷

শিশুশ্রমের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের জন্য শান্তিতে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ অবিলম্বে ঘটনাটি তদন্তের দাবিও জানিয়েছেন তিনি৷

ডিজি/এসিবি

ভিডিওটি দেখলেন? আপনার মন্তব্য জানান, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ