1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজলেবানন

চুরি করা বার্লি নিয়ে লেবাননে সিরীয় জাহাজ!

২৯ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্র অনুমোদিত একটি সিরীয় জাহাজ উত্তর লেবাননের ত্রিপোলি বন্দরে নোঙর ফেলেছে৷ অনেক বার্লি এবং গম রয়েছে জাহাজটিতে৷ বৈরুতে ইউক্রেনীয় দূতাবাস বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেনের গুদাম থেকে রাশিয়া এসব লুট করে এনেছে৷

Libanon | Libanesische Streitkräfte
ছবি: Ahmed Saleh/AA/picture alliance

শিপিং ডেটা ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক জানিয়েছে, বুধবার ত্রিপোলিতে নোঙর ফেলে লাওডিসিয়া নামের এই জাহাজটি৷

বার্তাসংস্থা রয়টার্সকে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটি ক্রিমিয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছে এটিতে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ৷ জাহাজে পাঁচ হাজার টন বার্লি এবং পাঁচ হাজার টন ময়দা রয়েছে৷ আমাদের সন্দেহ, ইউক্রেনের গুদাম থেকে এগুলি নেয়া হয়েছিল৷

বিবৃতিতে বলা হয়েছে, এই প্রথম চুরি করা শস্য ও আটার চালান লেবাননে পৌঁছেছে৷ বৈরুতে রুশ দূতাবাস বলেছে, সিরিয়ার জাহাজ বা বেসরকারি কোম্পানিচালিত পণ্যবাহী জাহাজ লেবাননে পৌঁছানো নিয়ে কোনো তথ্য তাদের কাছে নেই৷

এর আগেও ইউক্রেন শস্য চুরির অভিযোগ এনেছিল রাশিয়ার বিরুদ্ধে৷ সেগুলি অস্বীকার করেছিল রাশিয়া৷

কোম্পানির কর্মকর্তা জানান, জাহাজ থেকে জিনিস নামানো হয়নি৷ লেবাননের শুল্ক বিভাগ এখনো আমদানি সংক্রান্ত কাগজ দেয়নি৷ইউক্রেনের কাছ থেকে রাশিয়া এই বিপুল পরিমাণ বার্লি চুরি করেছে,এ অভিযোগ পাওয়ার পর সবদিক খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও শুল্কবিভাগ রয়টার্সকে নথি দেখাতে অস্বীকার করেছে৷

শুল্ক বিভাগের কর্মকর্তা এবং বন্দরের সূত্র রয়টার্সকে জানিয়েছে, চুরির অভিযোগের কারণে বৃহস্পতিবার জাহাজটি থেকে পণ্য নামানো হয়নি৷ শুক্রবার পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি লেবাননের শুল্ক বিভাগ৷

কোম্পানির কর্মকর্তা জানান,  জাহাজটিতে প্রাথমিকভাবে প্রায় আট হাজার টন ময়দা এবং এক হাজার ৭০০ টন বার্লি ছিল৷

সিরিয়ার যাওয়ার কথা ছিল জাহাজটির৷ কিন্তু কোম্পানি পাঁচ হাজার টন ময়দা লেবাননে নামানোর সিদ্ধান্ত নেয়৷ তিন বছরেরও বেশি সময় ধরে অর্থনৈতিক সংকটে ভুছে লেবানন৷ রুটির ঘাটতিও রয়েছে৷

বন্দরের এক কর্মী বলেন, জাহাজটির বাকি পণ্য সিরিয়ায় নামানোর কথা ছিল৷ লেবাননে প্রতি টন আটা ৫৯ হাজার থেকে ৬১ হাজার টাকায় বিক্রি হচ্ছে৷ সিরিয়ায় এক টন আটার দাম প্রায় ৫৬ হাজার টাকা৷ লেবাননের বেকারিগুলিতে এই সপ্তাহে মারাত্মক ভিড় দেখা গেছে৷ বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, লেবাননের অর্ধেক মানুষের কোনো খাদ্য নিরাপত্তা নেই৷

লেবানন বেশিরভাগ গম আমদানি করত ইউক্রেন থেকে কিন্তু রুশ আগ্রাসনের ফলে ওই চালানগুলো ব্যাহত হয়েছে৷

কৃষ্ণসাগরের মূল বন্দরগুলিতে আমদানি-রপ্তানি বন্ধই রয়েছে বলা চলে ৷ ইউক্রেনের দূতাবাস এবং লেবাননের মিলস অ্যাসোসিয়েশনের প্রধান জানিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে নতুনভাবে লেবাননে গম রপ্তানি শুরু করেছে ইউক্রেন৷

আরকেসি/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ